ষষ্ঠ আদমশুমারি ২০২২
|

আদমশুমারি ২০২২ রিপোর্ট ও বর্তমান জনসংখ্যা (সর্বশেষ জনশুমারি)

জনশুমারি বা আদমশুমারি ২০২২ সম্পর্কিত সকল তথ্য

  • আদমশুমারির এর দায়িত্ব থাকে বি.বি.এস এর কাছে।
  • জনশুমারির পূর্ব নাম ছিল → আদমশুমারি।
  • ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
  • বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয় অনুষ্ঠিত হয় → ১০ বছর পর

বাংলাদেশ এ পর্যন্ত জনশুমারি বা আদমশুমারি হয় ৬টি।

১ম → ১৯৭৪,৭.৬৩ কোটি
২য় → ১৯৮১,৮.৯৯ কোটি
৩য় → ১৯৯১,১১.১৪ কোটি
৪র্থ → ২০০১,১৩.০৫ কোটি
৫ম → ২০১১,১৪.৪৯ কোটি
৬ষ্ঠ → ২০২২।১৬.৫১ কোটি

৬। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ১৫-২১জুন ২০২২ সালে।
৭। এটি দেশের → প্রথম ডিজিটাল জনশুমারি ।
৮। গণনা পদ্ধতি → Modified Defacto ।
৯। মোট জনসংখ্যা → ১৬,৫১,৫৮,৬১৬ জন।
পুরুষ → ৮,১৭,১২,৮২৪ জন।
নারী → ৮,৩৩,৪৭,২০৬ জন।
হিজড়া → ১২,৬২৯ জন।
১০। গত ১১বছরে বেড়েছে ২,১১,১৪,৯১৯ জন।
১১। পুরুষঃনারীর অনুপাত → ৯৯ঃ১০০ জন।
১২। জনসংখ্যা বৃদ্ধির হার → ১.২২% .
১২। জনসংখ্যার ঘনত্ব → ১,১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)
→ ২,৫২৮ জন (প্রতি বর্গমাইলে)।
১৩। ধর্মভিত্তিক জনসংখ্যা: মুসলিম → (৯১.০৪%),
হিন্দু → (৭.৯৫%),
বৌদ্ধ → (০.৬১%),
খ্রিস্টান → (০.৩০%),
অন্যান্য → (০.১২%)।
১৪। স্বাক্ষরতার হার → ৭৪.৬৬% (পুরুষ ৭৬.৫৬, নারী ৭২.৮২%)।
১৫। পাঁচ বছরের উর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা → ৫৫.৮৯%।
১৬। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা → ৩০.৬৮%।
১৭। মোট খানার সংখ্যা → ৪,১০,১০,০৫১ জন।
১৮। খানা প্রতি গড় সদস্য → ৪ জন।

এ পর্যন্ত বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জনশুমারি নিয়ে আসা প্রশ্নোত্তর →

১। বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনশুমারি) কবে অনুষ্ঠিত হয়?
→ ১৯৭৪ সালে।
২। বাংলাদেশের পরবর্তী /৭ম জনশুমারি কবে হবে?
→ ২০৩১ সালে।
৩। ভারতবর্ষে প্রথম আদমশুমারি (জনশুমারি) হয় কোন সালে?
→ ১৮৭২ সালে লর্ড মেয়োর সময়।
৪। বাংলাদেশে কয়টি জনশুমারি হয়েছে?
→ ৬টি।
৫। ২০১১ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা / পরিবারের গড় সদস্য সংখ্য –
→ ৪.৪ জন [বি.দ্র. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ৪ জন] মুজাহিদ
৬। ২০১১ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত –
→ ১০০:১০০.৩ [বি.দ্র. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ১০০:৯৯]
৭। ষষ্ঠ জনশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
→ ১৬,৫১,৫৮,৬১৬ জন।
৮। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম?
→ ৮ম।
৯। ৫ম জনশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
→ বরিশাল।
১০। সর্বশেষ জনশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কতজন ?
→ ১,১১৯ জন

আরো কিছু জবের প্রস্তুতি নিতে ফলো করুন

রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

স্বপ্নের পদ্মা সেতুর চাকরির পরিক্ষায় আসা সকল প্রশ্ন

টেকনিকে ৭ জন বীরশ্রেষ্ঠর নাম ও সকল আসা প্রশ্ন

আদমশুমারি বা জনশুমারি করার লক্ষ্য ও উদ্দেশ্য

আদমশুমারিতে যে তথ্য নেয়া হয় নেয়া তা পর্যালোচনা করে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা, তাদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থার একটি বাস্তব চিত্র পাওয়া যাবে। একই সাথে কতগুলো বাড়ি আছে, সেসব বাড়িতে কতজন বসবাস করে তা জানতে পারা যাবে।”

এবং তথ্য সংগ্রহকারীরা বাড়ির ধরন, টয়লেটের সুবিধা, বিদ্যুৎ,খাবার পানি ও রান্নার জন্য ব্যবহৃত জ্বালানির উৎস ইত্যাদি সম্পর্কিত তথ্যও সংগ্রহ করেছেন।

জনশুমারি ও গৃহগণনার এসব তথ্য গবেষণা, জাতীয় পরিষদের নির্বাচন, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অর্থবচরে বাজেট বরাদ্দ ইত্যাদি কাজে সহায়তা করবে।

কিভাবে করা হয়েছে ৬ তম বা আদমশুমারী বা জনশুমারি ২০২২

বাংলাদেশের প্রতিটি গ্রামে অথবা ওয়ার্ডে একজন করে তথ্য সংগ্রহকারী কর্মকর্তা কাজ করেছেন। তারা প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সেখানে বসবাসকারী সকল ব্যক্তি সম্পর্কে তথ্য নিয়েছেন। সেইসাথে ওই বাড়ির সার্বিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছেন।

সংগ্রহকারীদের দ্বারা গণনায় সারাদেশের মানুষের কাছে ৩৫ রকমের তথ্য জানতে চাওয়া হয়েছে । অনেক জরিপ নমুনা বাছাই করে করলেও আদমশুমারি ও গৃহগণনায় সারা দেশের মানুষকে আওতাভুক্ত করেছে বি,বি,এস।

এজন্য সারাদেশে একযোগে ৩ লাখ ৬৪ হাজার ৬৯৭ জন গণনাকারী কর্মকর্তা ট্যাবের মাধ্যমে সাত দিন ধরে তথ্য সংগ্রহ করবেন। বাড়ি বাড়ি গিয়ে।

সেইসঙ্গে ৬২ হাজার ৫৪৮ জন সুপারভাইজার, ৩ হাজার ৭৭৯ জন আইটি সুপারভাইজার, ৩ হাজার ৭৭৮ জন জোনাল এরিয়া অফিসার, ১৬৩ জন জেলা জনশুমারি সমন্বয়কারী এবং ১২ জন বিভাগীয় জনশুমারি সমন্বয়কারী কাজ করেছেন।

এই ব্যক্তিরা মূলত তথ্য সংগ্রহের কাজের দেখাশুনা করছেন। আগে এসব তথ্য কাগজ ও কলমে সংগ্রহ করার পর সেগুলো আবার নানা প্রক্রিয়ার মাধ্য দিয়ে পরিসংখ্যার ব্যুরোর প্রধান দপ্তরে নথিভুক্ত করতে হতো।

কিন্তু এবারই প্রথম ট্যাব এবং ইন্টারনেট ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ করায় তা তাৎক্ষণিকভাবেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভারে জমা হচ্ছে।

চাকরি বিষয়ক সকল আপডেট পেতে আমাদের ফলো করুন অভিযাত্রী

আদমশুমারি ২০২২ ও বাংলাদেশের জনসংখ্যা নিয়ে প্রশ্ন ও উত্তর

আদমশুমারি ২০২২ কততম ?

৬ তম

জনশুমারির পূর্ব নাম ছিল ?

আদমশুমারি।

আদমশুমারি ২০২২,বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?

১৬ কোটি ৫১ লক্ষ্য ৫৮ হাজার

বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ২০২২?

১.২২

বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ২০২২?

১১১৯ জন

About Author

Similar Posts