ঘূর্ণিঝড় সিত্রাং কবে বাংলাদেশে আঘাত হানে
ঘূর্ণিঝড়টির নাম সিত্রাং এর নামকরণ
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, সমুদ্রে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় গতিবেগ যদি ঘণ্টায় ৩৯ মাইলের বেশি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়টি একটি নাম পায়।
আরও পড়ুন
বাজেট ২০২২-২০২৩ সম্পর্কিত সাধারণ জ্ঞান
ঘূর্ণিঝড় ২০২২
অন্যদিকে কোনো ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭৪ মাইল ছাড়িয়ে গেলে তাকে হারিকেন, সাইক্লোন, বা টাইফুন হিসেবে ভাগ করা হয়।
আবহাওয়া দপ্তরের সূত্রে আরও জানা গেছে, বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে কেবলমাত্র ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সৃষ্ট ট্রপিক্যাল সাইক্লোনের নামকরণের জন্য একটি কমিটি রয়েছে।
আরও পড়ুন
আদমশুমারী ২০২২ সম্পর্কে বিস্তারিত সাধারণ জ্ঞান
এই কমিটিতে সর্বমোট ১৩টি দেশ রয়েছে,এই ১৩ দেশের সংস্থা এশ্চাপ এর সদস্য
দেশগুলো হলঃ
বাংলাদেশ, মিয়ানমার, ভারত,পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও
ইয়েমেন।
আরও পড়ুন
পদ্মা সেতু সম্পর্কে পরিক্ষায় আসা সকল সাধারণ জ্ঞান
এই ১৩ দেশের সংস্থা ESCAP ২০২০ সালেই ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে রাখে। সেই তালিকা থেকে
এবারের হওয়া ঘূর্ণিঝড় (২০২২ এর ২৪ অক্টোবর) নাম দেওয়া হয় ‘সিত্রাং’।
আরও পড়ুন
তারিখ শব্দটি কোন ভাষার
সিত্রাং কোন দেশের দেওয়া
এ নামটি থাইল্যান্ডের দেওয়া। ESCAP এর করা তালিকা অনুযায়ী ‘সিত্রাং’ এর পরের ঘূর্ণিঝড়ের নাম ‘মন্দোস’।
যার নামকরণ করে সৌদি আরব।
মন্দোস এর পরের নামকরণকৃত ঘূর্ণিঝড়টির নাম হল ‘মোচা”। এই নামটি দিয়েছে ইয়েমেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধুর সকল উপাধিসমূহ প্রদানের তারিখ সহকারে
সিত্রাং নামের এর অর্থ কি
সিত্রাং শব্দের দুটি ভিন্ন ভাষার অর্থ রয়েছে, যার ভিয়েতনামি শব্দের অর্থ ‘সিত্রাং’পাতা। এবং ‘সিত্রাং’ থাইল্যান্ডের বাসিন্দাদের পদবিকেও বলা হয়,থাই ভাষা অনুযায়ী।
সিত্রাং সম্পর্কিত প্রশ্ন
বাংলাদেশের সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি
ঘূর্ণিঝড় সিত্রাং
ঘূর্ণিঝড় সিত্রাং কবে বাংলাদেশে আঘাত হানে
২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং অর্থ কি?
পাতা
ঘূর্ণিঝড় সিত্রাং কোন দেশের দেওয়া নাম
থাইল্যান্ড
বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়
সিত্রাং(২০২২ এর ২অক্টোবর)