জাতিসংঘের বর্তমান মহাসচিব কে ২০২৩
জাতিসংঘ কী এবং জাতিসংঘ কাকে বলে
জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন যার মূল লক্ষ্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় ১৯৪৬ সালের ২০ এপ্রিল জাতিপুঞ্জ বিলুপ্ত হয়।
সংস্থাটির উত্তরসূরি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের জন্ম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের মূলমন্ত্র
(Motto) হলো ‘এ পৃথিবী আপনার’ (It’s your world)। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে ২০২৩,উত্তর হল আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস ২০১৮ থেকে বর্তমান ( তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী )
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সাধারণ জ্ঞান
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়
সানফ্রান্সিসকো সম্মেলন
২৬ জুন, ১৯৪৫ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করে। ১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে (Charter of the United Nations) স্বাক্ষর করে।
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়
২৪ অক্টোবর, ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকর হয়। জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই পোল্যান্ড দে স্বাক্ষর করে বলে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসাবে গণ্য করা হয় । প্রতিবছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।
আরও পড়ুন বাংলাদেশের মোট নদীর সংখ্যা কতটি
জাতিসংঘের সকল মহাসচিবের নাম
নাম | সাল | দেশ |
ট্রিগভেলী | ১৯৪৬ থেকে ১৯৫২ | নরওয়ে |
দ্যাগ হ্যামারশোল্ড | ১৯৫২ থেকে ১৯৬১ | সুইডেন |
উ থান্ট | ১৯৬২ থেকে ১৯৭১ | মিয়ানমার |
কুর্ট ওয়াল্ডহেইম | ১৯৭২-১৯৮১ | অস্ট্রিয়া |
জাভিয়ের পেরেজ দ্যা কুয়েলার | ১৯৮২ থেকে ১৯৯১ | পেরু |
. বুট্রোস বুট্রোস ঘালি | ১৯৯২ থেকে ১৯৯৬ | মিশর |
. কফি আনান | ১৯৯৭ থেকে ২০০৬ | ঘানা |
বান কি মুন | ২০০৭ থেকে ২০১৬ | দক্ষিণ কোরিয়া |
অ্যান্টনিও গুতেরেস | ২০১৭ – বর্তমান | পর্তুগাল |
জাতিসংঘে বাংলাদেশ কততম সদস্য
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে।
জাতিসংঘে বাংলায় ভাষণ
১৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন এস. এ করীম ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে (জাতিসংঘের ২৯তম অধিবেশনে) প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরও পড়ুন আদমশুমারি ২০২২ রিপোর্ট ও বর্তমান জনসংখ্যা (সর্বশেষ জনশুমারি)
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি
১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি (President)। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ২০১০ এ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) বাস্তবায়নে শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ MDG-2010 পুরস্কার পায়।
নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদ
বাংলাদেশ এ পর্যন্ত ২ বার নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে। যথা-
ক) ১৯৭৯-১৯৮০ সালে এবং
খ) ২০০০-২০০১ সালে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন খাজা মোহাম্মদ কায়সার (মেয়াদ : অক্টোবর, ১৯৭৯)।
জাতিসংঘের মূল সংস্থা কয়টি ও কি কি
- সাধারণ পরিষদ (General Assembly)
- নিরাপত্তা পরিষদ (Security Council)
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
- সচিবালয় (Secretariat)
- অছি পরিষদ (Trusteeship Council)
- আন্তর্জাতিক আদালত (International Court of Justice)
আরও পড়ুন পদ্মা সেতু সম্পর্কে চাকরির পরিক্ষায় আসা সাধারণ জ্ঞান
জাতিসংঘের পতাকা
জাতিসংঘের পতাকায় আছে হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের প্রতীকের মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুইপাশে দুইটি জলপাই গাছের শাখা । জলপাই গাছ শান্তির প্রতীক ।

জাতিসংঘের সদর দপ্তর কোথায়
জাতিসংঘের সদর দপ্তর (Headquarter) | ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |
জাতিসংঘের ইউরোপীয় দপ্তর | জেনেভা, সুইজারল্যান্ড |
জাতিসংঘের সদস্য সংখ্যা কত
সদস্যপদ নেয়ার ক্ষেত্রে জাতিসংঘ সনদের নিয়ম কানুন মেনে চলার শর্তে বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩ তম সদস্য রাষ্ট্র হিসেবে দক্ষিণ সুদান যোগদান করে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত জাতিসংঘের সর্বশেষ সদস্য
সুতরাং জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত প্রশ্নের উত্তরে বলা যায় ২০২২ পর্যন্ত মোট সদস্য বিশ্বের ১৯৩ টি স্বাধীন সার্বভৌম দেশ।
জাতিসংঘের প্রাক্তন সদস্য রাষ্ট্র তাইওয়ান। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর গণচীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে হতে বহিষ্কার করা হয়।
১৯৬৫ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি ইন্দোনেশিয়া জাতিসংঘ হতে নিজেকে প্রত্যাহার করে নেয়। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া পুনরায় জাতিসংঘে যোগদান করে।
জাতিসংঘ সম্পর্কে সাধারণ জ্ঞান
আয়তনে জাতিসংঘের বৃহত্তম দেশ | রাশিয়া |
আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ | মোনাকো |
জনসংখ্যায় জাতিসংঘের বৃহত্তম দেশ | রাশিয়া |
জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ | টুভালু |
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র (Permanent Observer States) :
ফিলিস্তিন রাষ্ট্র এবং ভ্যাটিকান সিটি
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি
জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি।
যথা- ইংরেজি
ফরাসি, মান্দারিন (চীনা), রুশ, স্প্যানিশ এবং আরবি
এশিয়া থেকে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
ইউ থান্ট, যিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, ১৯৬১ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ড্যাগ হ্যামারস্কজোল্ড একটি বিমান দুর্ঘটনায় নিহত হলে উ থান্ট জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।
জাতিসংঘের প্রথম আফ্রিকান মহাসচিব কে ছিলেন?
ঘানার কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৭ থেকে ২০০৬ সাল দীর্ঘ ৯ বছর তিনি এই দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘের কর্মীদের পদমর্যাদার থেকে প্রথম ব্যক্তি ছিলেন।
বিজয়া লক্ষ্মী পন্ডিত ছিলেন একজন ভারতীয় কূটনীতিক এবং রাজনীতিবিদ যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
কোন দেশ প্রথম জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া হল প্রথম জাতিসংঘের প্রথম সদস্য যে জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
মালয়েশিয়ার সাথে তার চলমান দ্বন্দ্বের কারণে, ১৯৬৫ সালে, ইন্দোনেশিয়া ঘোষণা করেছিল যে মালয়েশিয়া নিরাপত্তা পরিষদে আসন গ্রহণ করলে জাতিসংঘ থেকে তারা তাদের সদস্যপদ প্রত্যাহার করে নিবে।
জাতিসংঘে কতটি দেশ আছে?
দক্ষিণ সুদানের যোগদানের মাধ্যমে জাতিসংঘের মোট সদস্য দাঁড়ায় ১৯৩ টি সদস্য। ১৯৪৫ সালে জাতিসংঘের মোট সদস্য ছিল ৫১ টি।
জাতিসংঘের লক্ষ্য কী?
জাতিসংঘের ৫ টি লক্ষ্য হল-
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
- মানবাধিকার রক্ষা করুন।
- মানবিক সহায়তা প্রদান করা।
- টেকসই উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবেলা করা
- আন্তর্জাতিক আইন বজায় রাখা।
জাতিসংঘের প্রধান শক্তিধর দেশ কয়টি ও কি কি?
পাঁচটি স্থায়ী সদস্য দেশ হল –
চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷
দশটি অস্থায়ী সদস্য সাধারণ পরিষদের ভোটের দ্বারা পর্যাক্রমিক ভাবে,দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকে।
জাতিসংঘের মহাসচিব কাদের ভোটে নির্বাচিত হয়
নিরাপত্তা পরিষধের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন এবং কবে তিনি নির্বাচিত হন?
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের আইনজীবী এবং রাজনীতিবিদ ট্রাগভেলাই ছিলেন তিনি ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর জাতিসংঘের মহাসচিব হিসেবে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি বর্ণনা করেছিলেন যে এটি “বিশ্বের সবচেয়ে কঠিন একটি কাজ”
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের
পর্তুগালের
জাতিসংঘে সর্বশেষ সদস্য দেশ কোনটি?
দক্ষিণ সুদান।
বিশ্বের বৃহত্তম কূটনৈতিক সংস্থার এই সংগঠনটি ১৯৪৫ সালে ৫১টি দেশের প্রতিনিধিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে যার ১৯৩ টি সদস্য রাষ্ট্র রয়েছে। যোগদানের দিক দিয়ে জাতিসংঘের সর্বশেষ দেশ হল দক্ষিণ সুদান, যেটি ২০১১ সালে একটি স্বাধীন জাতি হিসাবে বিশ্বের কাছে স্বীকৃত হয়েছিল।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন?
বিজয়া লক্ষ্মী পণ্ডিত