নোবেল পুরস্কার ২০২২ তালিকা
|

একনজরে নোবেল পুরস্কার ২০২২ তালিকা

Table of Contents

নোবেল পুরস্কার কি

সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন একাধারে রসায়নবিদ,প্রকৌশলী এবং উদ্ভাবক। ডাইনামাইট (উন্নত মানের বিস্ফোরক) আবিষ্কার করে তিনি বিশাল সম্পত্তির মালিক হয়ে যান।

কিন্তু শেষ জীবনে নিজের সবচেয়ে বড় আবিষ্কার ডিনামাইটের ধ্বংসাত্মক ব্যবহার দেখেখুবই অনুতপ্ত হন।

এ কারণে মৃত্যুর পূর্বে তিনি তাঁর সম্পত্তির ৯৪% উইল করে যান। উইল মোতাবেক, ১৯০১ সালে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার।

সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২

  • সাহিত্যে ঘোষণা করা হয়ঃ ০৬ অক্টোবর, ২০২২
  • নোবেল বিজয়ী নামঃ অ্যানি আর্নাক্স
  • দেশঃ ফ্রান্স
  • তার অবদানঃ লিঙ্গবৈষম্য, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের নতহীন লেখনীর জন্য, যেখানে তিনি তুলে ধরেছেন এসবের শিকার হওয়া জীবনকে।মানুষের ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত আত্মসংযম প্রকাশিত করার জন্য।

রসায়নে নোবেল পুরস্কার ২০২২

ঘোষণা করা হয়ঃ ০৫ অক্টোবর, ২০২২
রসয়নে নোবেল বিজয়ী নামঃ

ক্যারোলিন আর বের্তোজি—যুক্তরাষ্ট্র
মর্টেন মেলডাল—ডেনমার্ক
কে. ব্যারি শার্পলেস—যুক্তরাষ্ট্র

তাদের অবদানঃ ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগনাল রসায়নএর উন্নয়নে ভূমিকার রাখেন।

পদার্থে নোবেল পুরস্কার ২০২২ তালিকা

পদার্থে নোবেল ঘোষণা করা হয়ঃ ০৪ অক্টোবর, ২০২২
পর্দাথে নোবেল বিজয়ী নামঃ

বিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট—ফ্রান্স
বিজ্ঞানী জন. এফ. ক্লাজার—যুক্তরাষ্ট্রে
বিজ্ঞানী অ্যাস্টন জেইলিঙ্গার—অস্ট্রিয়া

তাদের অবদানঃ
বিজড়িত ফোটন নিয়ে গবেষণা করেন, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম ইনফরমেশন সাইন্সে অগ্রণী ভূমিকা পালন করেন।

চিকিৎসায় নোবেল পুরস্কার ২০২২

চিকিৎসায় নোবেল ঘোষণা করা হয়ঃ ০৩ অক্টোবর, ২০২২
চিকিৎসায় নোবেল বিজয়ী নামঃ সোভান্তে প্যাবো-সুইডেন

তার অবদানঃ
সুইডেনের নাগরিক সোভান্তে প্যাবো মানুষের বিবর্তন বিষয়ে মৌলিক গবেষণা করেন যার ফলে ২০২২ এ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কারের জন্য মনোনিত হন।

উল্লেখ্যঃ তার বাবাও একজন নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী।

শান্তিতে নোবেল পুরস্কার ২০২২

১. এলেস বিয়ালিয়াৎস্কি
দেশঃ বেলারুশ
পেশাঃ মানবাধিকার কর্মী

২. মেমোরিয়াল (মানবাধিকার প্রতিষ্ঠান)
দেশঃ মস্কো, রাশিয়া

৩. সেন্টার ফর সিভিল লিবার্টিজ (মানবাধিকার প্রতিষ্ঠান)
দেশঃ ইউক্রেন

তাদের নিজ নিজ দেশে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের নথিভুক্ত করার প্রচেষ্টার জন্য।

অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২২

১. বেন এস বার্নানকে
দেশঃ যুক্তরাষ্ট্র
২. ডগলাস ডব্লিউ ডায়মন্ড
দেশঃ যুক্তরাষ্ট্র
৩. ফিলিপ এইচ ডিবভিগ
দেশঃ যুক্তরাষ্ট্র

চাকরির পরিক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ পোস্ট
১. পরিক্ষায় আসা পদ্মা সেতুর বিস্তারিত সকল তথ্য
২. ৭ জন বীরশ্রেষ্ঠ টেকনিক সকল প্রশ্ন
৩. আদমশুমারী ২০২২ সম্পর্কিত বিস্তারিত
৪. বাজেট ২০২২ ২০২৩ আসা সকল প্রশ্ন

নোবেল পুরস্কার ২০২২ মনে রাখার কৌশল

টেকনিকে চিকিৎসায় যারা পেয়েছেন নোবেল পুরস্কার

চিকিৎসা নিলে সেবা পাবো।
সেবা পাবো = সেভান্তে পাব (Svante Paboo )

টেকনিকে পদার্থবিজ্ঞানে যারা পেয়েছেন

অপদার্থরা জেলি খেয়েও ক্লোজ হয়ে রেসপেক্ট করল না।

জেলি = অ্যান্টন জেইলিঙ্গার (Anton Zeilinger)
ক্লোজ=জন এফ ক্লোজার (John F. Clauser )
রেসপেক্ট = অ্যালান অ্যাসপেক্ট (Alain Aspect )

টেকনিকে রসায়নে যারা পেয়েছেন নোবেল পুরস্কার

ডাল বাটো শাপলার রসে।

ডাল = মর্টান মেলডাল (Morten Meldal)
বাটো = ক্যারোলিন আর বার্টোজি (Carolyn R. Bertozzi )
শাপলা = কে ব্যারি শার্পলেস (K. Barry Sharpless )

টেকনিকে অর্থনীতিতে যারা পেয়েছেন নোবেল পুরস্কার

ডিবি পুলিশ বার্নাকে ডায়মন্ড দিল

ডিভি= H ডিবভিগ
বার্নাকে= S বার্নানকে
ডায়মন্ড= W ডায়মন্ড

মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়

১৯০১ সাল থেকে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হতো।

বর্তমানে মোট ৬টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয় ।যথা- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি ।

অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হয়। অর্থনীতির জন্য আলফ্রেড নোবেল তাঁর উইলে কোন অর্থ অনুমোদন করে যাননি।

পরবর্তীতে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ‘সেভরিগেস রিক্সব্যাংক‘ এর অর্থায়নে ১৯৬৯ সাল থেকে নোবেলের স্মরণে অর্থনীতিতেও এই পুরস্কার প্রদান করা হয় ।

আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস ১০ ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলোতে শান্তি পুরস্কার এবং সুইডেনের স্টকহোমে বাকি পুরস্কারগুলো তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিল।

আলফ্রেড নোবেল কোন দেশের নাগরিক ছিলেন?

সুইডেন নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

নোবেল পুরস্কার প্রাপ্ত বই pdf

এই আর্টিকেল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখানে

সরকারি চাকরির পরিক্ষার প্রস্তুতি নিতে ভিজট করুন

45 BCS exam syllabus- ৪৫ তম বিসিএস পরিক্ষার সিলেবাস পিডিএফ

নোবেল প্রাইজ নিয়ে কিছু সাধারণ প্রশ্ন

বাংলাদেশের নোবেল বিজয়ী কতজন?

১ জন(Dr. Muhammad Yunus)

প্রথম নোবেল বিজয়ী নারী কে?

ম্যারি কুরি

কোন মহিলা প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান?

মাদার তেরেসা

প্রথম সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী মহিলা কে?

সেলমা লেগারলফ

About Author

Similar Posts