বাংলাদেশের নদীর সংখ্যা কত
মোট নদী | ৪০৫ টি |
আন্তঃসীমান্ত নদী | ৫৭ টি |
ভারত বাংলাদেশের মধ্যে | ৫৪ টি |
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে | ৩ টি |
যদি বলা হয় বাংলাদেশের প্রধান নদী কয়টি তাহলে উত্তর হবে ৪০৫ টি।বাংলাদেশের মধ্য দিয়ে ৪০৫টি নদী প্রবহমান।
এ নদীগুলোর মধ্যে ৫৭টি আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে ৫৪টি বাংলাদেশ
ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন।
অভিন্ন নদীর পানিবণ্টন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদি অমীমাংসিত ইস্যু। তবে
চুক্তির আশায় দুই দেশের ৮টি নদীর পানি ভাগাভাগির ব্যাপারে তথ্য-উপাত্ত বিনিময় হয়েছে। নদীগুলো হলো— তিস্তা, ফেনী,মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার।
নদ কাকে বলে
যে সকল নদীর নাম পুরুষবাচক, তাদেরকে বলা হয় নদ । যেমন- নীল, আমাজন, সিন্ধু, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, কুমার, দুধকুমার, ভৈরব, আড়িয়াল খাঁ প্রভৃতি ।
আরও পড়ুন
পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত সকল সাধারণ জ্ঞান
ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্রকে মেয়ে ভাবার সুযোগ নেই। তেমনি হিমালয়ের দুহিতা গঙ্গা সে তো নারী ছাড়া আর কিছু
হতে পারে না।
নদ নদীর পার্থক্য
নদ এবং নদীর পার্থক্য হলো ব্যাকরণগত। যে সকল নদীর নাম নারীবাচক তাদেরকে বলা হয় নদী।
সাধারণত বাংলা ভাষায় নারীবাচক শব্দের শেষে আ-কারান্ত, ই-কারান্ত এবং উ-কারান্ত যুক্ত হয়।
যেমন-(পদ্মা, মেঘনা, সরস প্রভৃতি।
আরও পড়ুন
আদমশুমারী ২০২২ সম্পর্কে বিস্তারিত সাধারণ জ্ঞান
গাঙ্গেয় ব-দ্বীপ বা Ganges Delata কি
বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এই ব-দ্বীপের বাংলাদেশ। আয়তন ৪৬,৬২০ যা বর্গকিলোমিটার সমগ্র বাংলাদেশের মোট এলাকার এক-তৃতীয়াংশের মোটামুটি সামান্য কিছু কম (প্রায় ৩২%) ।
গাঙ্গেয় ব-দ্বীপকে বঙ্গীয় ব-দ্বীপ, সুন্দরবন ব-দ্বীপও বলা হয়। এটি পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
(গঙ্গা ও ব্রহ্মপুত্রের সম্মিলিত স্রোতোধারা মেঘনার সহযোগে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বদ্বীপ সৃষ্টি করেছে।
বদ্বীপটি পশ্চিমে হুগলী নদী হতে পূর্বে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত ।
আরও পড়ুন
তারিখ শব্দটি কোন ভাষার
বাংলাদেশের বিভিন্ন নদীসমূহের দৈর্ঘ্য
মেঘনা নদীর দৈর্ঘ্য | ৩৩০ কি.মি |
কর্ণফুলী নদীর দৈর্ঘ্য | ৩২০ কি.মি |
সাঙ্গু নদীর দৈর্ঘ্য | ২০৮ কি.মি |
তিস্তা নদীর দৈর্ঘ্য | ১৭৭ কি.মি |
পশুর নদীর দৈর্ঘ্য | ১৪২ কি.মি |
মাতামুহুরি নদীর দৈর্ঘ্য | ১২০ কি.মি |
নাফ নদীর দৈর্ঘ্য | ৫৬ কি.মি |
বাংলাদেশের নদী বন্দর কয়টি
এখন পর্যন্ত আপডেট তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট ৩৭ টি নদীবন্দর চালু হয়েছে।
যার মধ্যে সর্বশেষ হল গাজীপুরের নদী বন্দরটি। নতুন এই বন্দরে যন্ত্রচালিত সকল নৌযান বন্দরটি ব্যবহার করতে পারে।
বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম এবং গভীরতম নদী
বাংলাদেশের নদীর সংখ্যা কত -৪০৫ টি,এর মধ্যে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম এবং গভীরতম নদী। আসামের বরাক নদী নাগা- মনিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। এজন্য যদি বলা হয় বাংলাদেশের প্রধান নদী কোনটি,উত্তর-মেঘনা নদী।
আরও পড়ুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপাধি সমূহ
হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা এবং দক্ষিণ সিলেটের কুশিয়ারা এবং কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে।
পরে মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
আরও পড়ুন
বীরশ্রেষ্ঠ সকলের নাম সহ উপাধি মনে রাখার কৌশল
মেঘনা কিশোরগঞ্জের ভৈরববাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আছাড়াও বাংলাদেশের বড় নদী কোনটি প্রশ্নে উত্তর হবে মেঘনা নদী।
আরও পড়ুন
ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে বিস্তারিত সাধারণ জ্ঞান
কর্ণফুলী নদী
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী ।
হালদা নদী
বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ ‘প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্ৰ’ হালদা। এই নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত।
নাফ নদী
নাফ নদী মিয়ানমারের আরাকান রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার জেলাকে পৃথক করেছে। বাংলাদেশের
টেকনাফ উপজেলা এবং মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর তীরে অবস্থিত।
বিভিন্ন নদীর পূর্ব নাম
যমুনা নদীর পূর্ব নাম | জোনাই |
পদ্মা নদীর পূর্ব নাম | কীর্তিনাশা |
ব্রাহ্মপুত্র নদীর পূর্ব নাম | লৌহিত্য |
বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম | দোলাই |
বাংলাদেশের নদী সম্পর্কে সাধারণ জ্ঞান
বাংলাদেশের নদ নদী বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত? (রাজশাহী বিশ্ববিদ্যালয় (সি ইউনিট) : ১৯-২০)
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম
The World’s largest river delta found in Bangladesh is the delta
of which river?
উত্তরঃ Brahmaputra
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
উত্তরঃ ৩৩ শতাংশ
বাংলাদেশের বৃহত্তম নদী
উত্তরঃ মেঘনা
বাংলাদেশের দীর্ঘতম (Longest) নদী
উত্তরঃ মেঘনা
বাংলাদেশের প্রশস্ততম (Widest) নদী কোনটি?
উত্তরঃ মেঘনা
বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
উত্তরঃ মেঘনা
বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
উত্তরঃ মেঘনা
ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে?
উত্তরঃ ব্ৰহ্মপুত্ৰ
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তরঃ কর্ণফুলী
কোনটি নদ?
উত্তরঃ ব্ৰহ্মপুত্ৰ
কোনটি নদ নয়?
উত্তরঃ মেঘনা
নিম্নের কোনটি নদী নয়?
উত্তরঃ ব্রহ্মপুত্র
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
কৈলাস
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল (Source) হলো
উত্তরঃ লুসাই পাহাড় থেকে
পদ্মা নদীর উৎপত্তি
উত্তরঃ হিমালয় পর্বতে
নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
উত্তরঃ হালদা নদী
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মিজোরাম
মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ লামার মইভার পর্বত
‘হালদা’ নদীর উৎপত্তি স্থল
উত্তরঃ খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ
বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
উত্তরঃ হালদা
যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে
উত্তরঃ হালদা
বাংলাদেশের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
উত্তরঃ হালদা
বাংলাদেশের নদ নদী সম্পর্কিত প্রশ্ন
বাংলাদেশের প্রশস্ততম (Widest) নদীর নাম
মেঘনা
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
সুন্দরবন
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি
মেঘনা
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? [সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার : ১৭]
বাংলাদেশ
আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
সাঙ্গু নদী ও নাফ নদী
সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী)
করতোয়া
Which is the largest riverine delta in the world?
Bangladesh
The biggest delta in the world is
The Gangas delta
আরও তথ্য পেতে ভিজিট করুন এখানে