বাজেট ২০২২ ২০২৩ বাংলাদেশ

এবারের বাজেট ২০২২ ২০২৩ বাংলাদেশ

Table of Content

১. বাজেট ২০২২ ২০২৩ বাংলাদেশ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বাজেট ২০২২ ২০২৩ প্রশ্ন

  • কততম বাজেট এটি =৫১তম (অন্তবর্তীকালীন একটি বাজেটসহ ৫২তম)।
  • বাজেট উত্থাপন করেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (সর্বমোট ৪বার)
  • এবারের বাজেটের পরিমাণ ছিল:মোট ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
  • বাজেট ঘাটতি ছিল: ২ লক্ষ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।
  • জিডিপি প্রবৃদ্ধি হার ছিল: ৭.৫% ( ADB এর আনুমানিক ধারণা মতে চলমান অর্থবছরে জিডিপির এর প্রবৃদ্ধি ৬.৬% হতে পারে।)
  • মূল্যস্ফীতি: ৫.৬%

২. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়

বাংলাদেশ সরকারের প্রস্তাবিত আয় ৩০০৭ মার্কিন ডলার, বর্তমানে মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার

( জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী ২০২২  বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ ৫,৪৭২ মার্কিন ডলার

(সেপ্টেম্বর ২০২২ মোট রিজার্ভ এর পরিমাণ ৩৭ বিলিয়ন মার্কিন ডলার
এবং ৮-৮-২০২২ এ ৩৯ বিলিয়ন মার্কিন ডলার)

আরও কিছু সহায়ক তথ্য

৩. কোন খাতে কত বাজেট ২০২২-২০২৩

  • সর্বোচ্চ জনপ্রশাসন খাতে- ১৯.৯%
  • শিক্ষা ও প্রযুক্তি খাতে- ১৪.৭%
  • পরিবহন এবং যোগাযোগ খাতে- ১২%
  • কৃষি ও খামার সম্পর্কিত খাতে- ৬.২%
  • প্রতিরক্ষা খাতে- ৫.৯%
  • সর্বনিম্ন স্বাস্থ্য খাতে- ৫.৪%

৪. অর্থনৈতিক সমীক্ষা ২০২২

  • বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.৮ কোটি (জানুয়ারি ,২০২১);
  • জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%;
  • প্রতি বর্গকিলোমিটার জনসংখ্যার ঘনত্ব =১১৪০জন;
  • নারী এবং পুরুষের সংখ্যার অনুপাত= ১০০ঃ১০০.২;
  • স্থুল জন্মহার এর সংখ্যা(১০০০ জনে)= ১৮.১ জন;
  • স্থুল মৃত্যুহার এর সংখ্যা (১০০০ জনে)= ৫.১ জন;
  • প্রতি ১ হাজারে শিশুর মৃত্যুর সংখ্যা = ২১জন (এক বছরের নীচে জীবিত জন্মে);
  • গড় আয়ু ৭২.৮ বছর (পুরুষের গর আয়ু ৭১.১ বছর এবং মহিলার গর আয়ু ৭৪.৫বছর);
  • প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৭২৪ জন মানুষের জন্য নিয়োগ রয়েছে ১ জন চিকিৎসক;
  • সাক্ষরতার হার (৭+ বয়স)= ৭৫.২%
  • (এর মধ্যে পুরুষ ৭৭.৪% এবং মহিলা ৭২.৯%);
  • দরিদ্রেতার হার ২০.৫% ও চরম দরিদ্র্যেতার হার ১০.৫%;

আদমশুমারী ২০২১ সম্পর্কে বিস্তারিত এখানে…

  • জিডিপি এর প্রবৃদ্ধির হার= ৭.২৫%;
  • মাথাপিছু আয়ের পরিমাণ= ২৮২৪ মার্কিন ডলার,
  • পার ক্যাপিটা জিডিপি= ২৭২৩ ডলার,
  • মোট সরকারী ও বেসরকারি ব্যাংক= ৬১ টি;
  • রাষ্ট্রীরের মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি;
  • বিশেষায়িত ব্যাংক ৩ টি;
  • বেসরকারি ব্যাংকের সংখ্যা= ৪৩ টি;
  • বৈদেশিক ব্যাংক এর সংখ্যা= ৯ টি;
  • ব্যাংক ছাড়াও আর্থিক প্রতিষ্ঠান= ৩৫টি;
  • (বর্তমানে ৩৬ টি, সর্বশেষ সংযোজন- নগদ ডিজিটাল লেনদেন)
  • মুদ্রাস্ফীতির পরিমাণ ৫.৮৩%;
  • বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে= যুক্তরাষ্ট্র;
  • বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে= চীন
  • বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স আসে কোন দেশ হতে= সৌদি আরব,
  • রেমিট্যান্স এর মোট পরিমাণ ১৫.২৯৯ বিলিয়ন ডলার।(জুলাই- থেকে মার্চ পর্যন্ত)

৫. জিডিপি বলতে কি বুঝায়ঃ

একটি দেশে ১ বছরের মধ্যে সর্বমোট যে দ্রব্য এবং সেবার উৎপন্ন হয় তার সামষ্টিক পরিমাণ হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি।ইংরেজিতে যাকে বলা হয় Gross Domestic Product

আরও পড়ুন

নোবেল পুরস্কার ২০২২ টেকনিকে মনে রাখার কৌশল

জিডিপি বা Gross Domestic Product ১ বছরের মধ্যে একটি দেশ থেকে মোট উৎপাদিত এবং বিক্রি হওয়া সকল পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যে নির্দেশ করে।

৬. জিডিপি প্রবৃদ্ধি কিঃ

জিডিপি প্রবৃদ্ধি সাধারণত উৎপাদনের পরিমাণ বৃদ্ধিকে বুঝায়।অর্থাৎ পণ্য ও সেবার উৎপাদন আগের বছরের থেকে কতটুকু বৃদ্ধি পায়,তার শতকরা পরিমাণ।

৭. বাংলাদেশের জিডিপি কত

বাজেট ২০২২ ২০২৩ বাংলাদেশ অনুযায়ী ২০২২ ২৩ অর্থবছরের জন্য প্রবর্তিত  ৬ লক্ষ্য ৭৮ হাজার ৮৬৪কোটি টাকা মূল্যের এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.৫% ধরা হয়েছে।

(২০২০ এ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৪.০৮৯ বিলিয়ন মার্কিন ডলার)
এবছর প্তানি থেকে প্রাপ্ত মোট আয় ৩২.০৭১ বিলিয়ন মার্কিন ডলার;
এবং আমদানিতে বাংলাদেশের ব্যয় দাঁড়ায় ৫৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

নোবেল পুরস্কার ২০২২

মোট জনসংখ্যার যে যে পেশার জীবিকাতে নিয়োজিত থাকে

কৃষিখাতে ৪০.৬%,শিল্পখাত ২০.৪%,সেবাখাতে ৩৯%।

খাত ভিত্তিক অবদান এবং প্রবৃদ্ধির হার

কৃষির অবদান-১১.৫০% এবং প্রবৃদ্ধি   – ২.২০%
শিল্পের অবদান- ৩৭.০৭% এবং প্রবৃদ্ধি – ১০.৪৪%
সেবার অবদান- ৫১.৪৪% এবং প্রবৃদ্ধি  -৬.৩১%

নোট- ২০২১-২২ অর্থবছর অনুযায়ী সেবা খাতের অবদান হার বেশি (৫১.৪৪%) এবং শিল্প খাতের প্রবৃদ্ধি হার বেশি (১০.৪৪%)। কৃষি খাতের অবদান এবং প্রবৃদ্ধি সবচেয়ে কম।

Check Seat plan for Bangladesh bank AD (General)

কিছু বাজেট ২০২২ ২০২৩ বিসিএস প্রশ্ন

জিডিপি এর প্রবৃদ্ধির হার কত?

৭.২৫%

বাজেট ২০২২ ২০২৩ কত তম?

৫১ তম

মাথাপিছু আয়ের পরিমাণ ২০২২?

২৮২৪ মার্কিন ডলার

বাজেট ২০২২ ২০২৩ বাংলাদেশ কত টাকা?

এবারের বাজেটের পরিমাণ ছিল:মোট ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

About Author

Similar Posts