মুক্তিযুদ্ধের সেক্টর ম্যাপ

মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ও কি কি

১ নং সেক্টর কমান্ডারমেজর জিয়াউর রহমান (এপ্রিল- জুন),
ক্যাপ্টেন রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)
২ নং সেক্টর কমান্ডারমেজর খালেদ মোশাররফ (এপ্রিল-অক্টোবর),
ক্যাপ্টেন এ টি এম হায়দার (অক্টোবর- ডিসেম্বর)
৩ নং সেক্টর কমান্ডারমেজর কে. এম. শফিউল্লাহ্ (এপ্রিল-সেপ্টেম্বর),
মেজর এ.এন.এম. নুরুজ্জামান (অক্টোবর-ডিসেম্বর)
৪ নং সেক্টর কমান্ডারমেজর সি. আর. দত্ত
৫ নং সেক্টর কমান্ডারমেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর কমান্ডারউইং কমান্ডার এম. কে. বাশার
৭ নং সেক্টর কমান্ডারমেজর খন্দকার নাজমুল হক (এপ্রিল-আগস্ট),
মেজর কিউ. এন. জামান (আগস্ট-ডিসেম্বর)
৮ নং সেক্টর কমান্ডারমেজর এম. এ. ওসমান চৌধুরী (এপ্রিল-আগস্ট),
মেজর এম. এ. মঞ্জুর (আগস্ট- ডিসেম্বর)
৯ নং সেক্টর কমান্ডারক্যাপ্টেন এম. এ. জলিল
১০ নং কমান্ডারনিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিলনা,ফ্রান্সে প্রশিক্ষিত কয়েকজন নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এই সেক্টর এর দায়িত্বে ছিলেন
১১ নং সেক্টর কমান্ডারমেজর জিয়াউর রহমান(জুন-আগস্ট),
মেজর এ. তাহের (আগস্ট-নভেম্বর), ফ্লাইট লেফটেন্যান্ট এম. হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)

আরও পড়ুন

পদ্মা সেতু সম্পর্কে চাকরির পরিক্ষায় আসা সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তালিকা

জিয়াউর রহমান – ১ নং

খালেদ মোশারফ – ২নং

কে এম শফিউল করিম -৩নং

সি আর দত্ত – ৪ নং

মীর শওকত আলী- ৫ নং

উইং কমান্ডার বাশার – ৬ নং

কাজী নুরুজ্জামান – ৭নং

ওসমান চৌধুরী – ৮ নং
মেজর জলিল। – ৯ নং

শুন্য ( কোনো সেক্টর কমান্ডার ছিলনা) – ১০নং

আরও পড়ুন

৭ জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে টেকনিকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখার কৌশল

ছন্দটি হল “জিয়ার খাস দশ বানুর ওজন শুন্যতা”

জিয়া – জিয়াউর রহমান (১ নং)।

খা- খালেদ মোশারফ (২নং)।

স – কে এম শফিউল করিম (৩নং)।

দ – সি আর দত্ত (৪ নং)।

শ – মীর শওকত আলী (৫ নং)।

বা – উইং কমান্ডার বাশার ( ৬ নং)।

নুর – কাজী নুরুজ্জামান (৭নং)।

ও – ওসমান চৌধুরী (৮ নং)।

জন- মেজর জলিল। (৯ নং)।

শুন্য – শুন্য ( কোনো সেক্টর কমান্ডার ছিলনা) (১০নং)।

তা – কর্নেল তাহের (১১নং) ইনারা ছিলেন প্রধান।

আরও পড়ুন

তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে
ইনাদের সাথে কোনো সেক্টরে আরও ১ জন করে ছিলেন। নাম নিজ দায়িত্ব নিয়ে জেনে নিন।

মুক্তিযুদ্ধে কোন জেলা কোন সেক্টরে ছিল

সেক্টর নং: ১
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম
এবং নোয়াখালী জেলার পূর্বাংশ
সদর দপ্তর: হরিণা
সাব-সেক্ট্রঃ ৫
সেক্টর কমান্ডার:

১। মেজর জিয়াউর রহমান
২। মেজর রফিকুল ইসলাম
সাব-সেক্টর: ৫

সেক্টর নং: ২
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং
ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ
সদর দপ্তর মেলাঘর
সেক্টর কমান্ডার:
নৌ সেক্টর
১। মেজর খালেদ মোশাররফ
২। মেজর এটিএম হায়দার
সাব-সেক্টর: ৬

আরও পড়ুন

আদমশুমারী ২০২২ সম্পর্কে চাকরির পরিক্ষায় আসা সাধারণ জ্ঞান

সেক্টর নং: ৩
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ কুমিল্লা, হবিগঞ্জ,
কিশোরগঞ্জ ও ঢাকার অংশবিশেষ
সদর দপ্তর: হেজামারা
সেক্টর কমান্ডার:
১। মেজর কে এম শফিউল্লাহ
২। মেজর এএনএম নূরুজ্জামান
সাব-সেক্টর: ১০

সেক্টর নং: ৪
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ সিলেটের পূর্বাঞ্চল
সদর দপ্তর: করিমগঞ্জ (১ম)
মাছিমপুর (২য়)
সেক্টর কমান্ডার:
১। মেজর চিত্তরঞ্জন দত্ত
সাব-সেক্টর: ৬

আরও পড়ুন

বাজেট কাকে বলে কত প্রকার ও কি কি

সেক্টর নং: ৫
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ সিলেটের পশ্চিমাঞ্চল
সদর দপ্তর; বাঁশতলা
সেক্টর কমান্ডার:
১। মেজর মীর শওকত আলী
সাব-সেক্টর: ৬

সেক্টর নং: ৬
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ রংপুর ও ঠাকুরগাঁও
সদর দপ্তর: পাটগ্রাম
সেক্টর কমান্ডার:
১। উইং কমান্ডার মোঃ খাদেমুল বাশার
সাব-সেক্টর: ৫

আরও পড়ুন

আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

সেক্টর নং: ৭
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ রাজশাহী, দিনাজপুরের
অংশবিশেষ
সদর দপ্তর: তরঙ্গপুর
সেক্টর কমান্ডার:
১। মেজর নাজমুল হক
২। মেজর কাজী নূরুজ্জামান
সাব-সেক্টর: ৮

সেক্টর নং: ৮
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও
খুলনার অংশবিশেষ
সদর দপ্তর: কল্যাণী
সেক্টর কমান্ডার:
১। মেজর আবু ওসমান চৌধুরী
২। মেজর এম এ মনজুর
সাব-সেক্টর: ৭

সেক্টর নংঃ ৯
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ সাতক্ষীরা ও খুলনার অংশবিশেষ
বরিশাল ও পটুয়াখালী জেলা
সদর দপ্তর: টাকি, বসিরহাট
সেক্টর কমান্ডার:
১। মেজর এম এ জলিল
সাব-সেক্টর: ৩

সেক্টর নং: ১১
যে অঞ্চল বা এলাকা নিয়ে গঠিতঃ ময়মনসিংহ ও টাঙ্গাইল
সদর দপ্তর: মহেন্দ্রগঞ্জ
সেক্টর কমান্ডার:
১। মেজর জিয়াউর রহমান
২। মেজর আবু তাহের
৩। ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান
সাব-সেক্টর: ৮

মুক্তিযুদ্ধের সেক্টর ম্যাপ

মুক্তিযুদ্ধের সেক্টর ম্যাপ
মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি ও কি কি
  • মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • মুক্তিযুদ্ধের সাব-সেক্টর ছিল ৬৪ টি
  • ১০ নং সেক্টর ছিল নৌ সেক্টর।
  • নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না ১০ নং সেক্টরে।
  • দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেছিলেন- তাজউদ্দীন আহমদের নির্দেশে এম. এ. জি. ওসমানী।

১১ নং সেক্টর কমান্ডার এর নাম কে ছিলেন

মেজর জিয়াউর রহমান(জুন-আগস্ট),
মেজর এ. তাহের (আগস্ট-নভেম্বর), ফ্লাইট লেফটেন্যান্ট এম. হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর

১ নং সেক্টর কমান্ডার কে ছিলেন

মেজর জিয়াউর রহমান (এপ্রিল- জুন),
ক্যাপ্টেন রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)

৬ নং সেক্টর কমান্ডার কে ছিলেন

উইং কমান্ডার এম. কে. বাশার

৪ নং সেক্টর কমান্ডার কে ছিলেন

মেজর সি. আর. দত্ত

২ নং সেক্টর কমান্ডার কে ছিলেন

মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-অক্টোবর),
ক্যাপ্টেন এ টি এম হায়দার (অক্টোবর- ডিসেম্বর)

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কতজন ছিলেন

সর্বমোট ১৬ জন

About Author

Similar Posts