রবীন্দ্রনাথের উপন্যাস এবং সৃষ্টিকর্ম মনে রাখার সহজ টেকনিক

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার সহজ টেকনিক

“বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।”

টেকনিক ব্যাখ্যা:

  •  বৌয়ের— বৌঠাকুরানীর হাট
  • চোখের— চোখের বালি
  • চার— চার অধ্যায়
  • নৌকাডুবি— নৌকাডুবি
  • দুই বোন— দুই বোন
  • করুনা— করুনা
  • শেষে— শেষের কবিতা
  • চতুর— চতুরঙ্গ
  • রাজর্ষি— রাজর্ষি
  • গোরা— গোরা
  • ঘরেবাইরে— ঘরেবাইরে
  • যোগাযোগ-যোগাযোগ

ছোট গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:

“পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না।”

টেকনিক ব্যাখ্যা:

  • পোস্টমাস্টার
  • কাবুলিওয়ালা
  • দেনা পাওনা
  • কর্মফল
  • হৈমন্তি
  • দিদি
  • পত্র রক্ষা

বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্ট টেকনিক:

“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে

কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”

টেকনিক ব্যাখ্যা:

  •  রাজা-রাজা
  •  অচলায়তন-অচলায়তন
  •  চিরকুমার-চিরকুমার সভা
  • ডেকে –ডাকঘর
  • রক্তকরবী-রক্তকরবী
  • মুক্ত —-মুক্তধারা
  • মুকুট— মুকুট
  • অরুণাচল— অরুণাচল
  • অরুপরতন— অরুপরতন
  • কালের যাত্রায়—কালের যাত্রা
  • বিসর্জন— বিসর্জন
  • তাসের দেশে—তাসের দেশ

Table of Contents

About Author

Similar Posts

One Comment

Comments are closed.