রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে বিস্তারিত তথ্য
➡️এলিজাবেথের জন্মঃ ১৯২৬ সালের ২১এপ্রিল,
➡️স্থানঃ মেফেয়ার, লন্ডন, যুক্তরাজ্য
➡️এলিজাবেথের মৃত্যু: ২০২২ এর ০৮সেপ্টেম্বর
➡️পুরো নামঃ এলিজাবেথ অ্যালেকজান্ড্রা মেরি উইন্ডসর
➡️যে রাজবংশেরঃ উইন্ডসর
➡️এলিজাবেথের পিতাঃ রাজা ৬(ষষ্ঠ) জর্জ
➡️এলিজাবেথের মাতাঃ এলিজাবেথ বোয়েস লিয়ন
➡️বঙ্গবন্ধুর তার ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থে উউল্লেখ করেন “আমরা তো রানী মা’রই প্রজা”
এখানে রাণীমা বলতে যাকে বুঝানো হয়েছে তিনিই সদ্যপ্রয়াত ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ।
রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
- ব্রিটেনের নতুন যিনি রাজা হবেন- চার্লস( চার্লস হলেন রাণীর একমাত্র পুত্র)।
- তিনি সাবেক রাজবধূ প্রিন্সেস ডায়ানার সাবেক স্বামী।
- বর্তমান যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,তার জন্ম যেই সালে একই বছর রাণী হিসেবে দায়িত্ব নেন রাণী এলিজাবেথ।
- এখন পর্যন্ত তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকা কোন দেশের সরকার প্রধান।
- এছাড়া তিনি ক্ষমতায় ছিলেন একটানা ৭০ বছর। যদিও সাবেক রাজা ভূমিবল( থাইল্যান্ডের) ও প্রায় ৭০ বছর সময় ধরে রাজত্ব করেন।তারপরও দিনের হিসেবে এলিজাবেথ এগিয়ে আছেন।
- তাঁর রাজত্ব চলাকালে তিনি সর্বমোট ১৬জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ১৩জন আমেরিকান প্রেসিডেন্ট এর উত্থান ও পতন দেখেছেন।
- যুক্তরাজ্যের ইতিহাসে ৩ জন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়,এবং ৩জনই তাঁর সময়ে ক্ষমতাসীন হন।।যদিও লিজ ট্রাছ ৩য় তম,রাণী মারা যাওয়ার কদিন পরে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
- তারা ৩জন হলেন মার্গারেট থ্যাচার, থেরেসা মে ও লিজ ট্রস।
- তিনি ব্রিটেন ছাড়াও বর্তমানে ১৫ টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন হিসবে দায়িত্ব পালন করেন।শুধুমাত্র আনুষ্ঠানিক প্রধান হিসেবে।
- পৃথিবীর একমাত্র মহিলা যিনি কোথাও গেলে তার জন্য পাসপোর্ট বা ভিসা কোনটির প্রয়োজন হতো না।
- গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্মেলনে যেমন জাতিসংঘ সম্মেলনে যখন সরকার এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা একসাথে হাঁটতেন তখন তাঁর সামনে কেউ হাঁটতেন না।
- রাষ্ট্র প্রধানেরা কমপক্ষে এক বা দুই কদম পেছনে হাটতেন
রাণি ২য় এলিজাবেথের উপাধিঃ
ইয়র্কের রয়্যাল হাইনেস প্রিন্সেস এলিজাবেথ
হার রয়েল হাইনেস দ্য প্রিন্সেস এলিজাবেথ
হার ম্যাজেস্টি দ্য কুইন
৭ জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে পরিক্ষায় আসা তথ্য জানুন
এছাড়াও রাণী দ্বিতীয় এলিজাবেথ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য
রাণি দ্বিতীয় এলিজাবেথ ঢাকা সফর করেন-দুইবার।
প্রথমঃ ১৫ ফেব্রুয়ারি, ১৯৬১ সালে।
দ্বিতীয়ঃ ১৪ নভেম্বর, ১৯৮৩ সালে।
এই সফরে তিনি বাংলাদেশে তার স্মৃতিবিজড়িত বৈরাগীরচালা গ্রাম সফর করেন। গ্রামটি গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত।
ব্রিটেনের জাতীয় সংগীতে পরিবর্তনঃ
পূর্বে রাণী মারা যাওয়ার আগে ব্রিটেনের জাতীয় সংগীতে “গড সেইভ দ্য কুইন” গাওয়া হত।
কিন্তু রানির মৃত্যু পরবর্তী সময় হতে বর্তমান রাজা তৃতীয় চার্লসকে স্মরণ করে জাতীয় সংগীতে গাওয়া হবে “গড সেইভ দ্য কিং”।
রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি

এরকম আরও বিভিন্ন তথ্য পেতে ভিজিট করুন অভিযাত্রী
এলিজাবেথ সম্পর্কে কিছু প্রশ্ন
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু কবে
২০২২ এর ০৮সেপ্টেম্বর
এলিজাবেথ ঢাকা সফর করেন কবে
এলিজাবেথ ঢাকা সফর করেন-দুইবার
প্রথমঃ ১৫ ফেব্রুয়ারি, ১৯৬১ সালে।
দ্বিতীয়ঃ ১৪ নভেম্বর, ১৯৮৩ সালে।
রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম কবে
১৯২৬ সালের ২১এপ্রিল