Common mistakes in English
সৌজন্যেঃMaster Jahangir Alam
Eight men were involved – the plot. [38th BCS]
(আট জন লোক ষড়যন্ত্রটিতে জড়িত ছিল)
A. in B. for C. with D. about
Ans:A (in)
কুকর্মে বা কুকাজে জড়িত বুঝালে involved in/ concerned in/ concerned in ব্যবহৃত হয়।
এক্ষেত্রে কুকাজ হচ্ছে plot (ষড়যন্ত্র), conspiracy (কন্সপিরেসি-ষড়ষন্ত্র, চক্রান্ত) scandal (কেলেঙ্কারি),
scam (অর্থ কেলেঙ্কারি, informal), crimes যেমন
robbery (ডাকাতি), assault (ছিনতাই), hijacking (ভয় দেখিয়ে (বিমান) অপহরণ), combustion (অগ্নিসংযোগ), murder (হত্যা) ইত্যাদি।
Nine men were involved within the plot.
(নয় জন ব্যক্তি ষড়যন্ত্রটিতে জড়িত ছিল)
Everyone involved within the murder are inactive in no time.
Two men were questioned involved within the hijacking.
Your brother is concerned within the plot.
(তোমার ভাই ষড়যন্ত্রটিতে জড়িত)
Two ministers are found concerned within the plot.
(দু’জন মন্ত্রীকে ষড়যন্ত্রে জড়িত পাওয়া গেছে)
Women have step by step get involved within the decision-making method.
[জড়িত বা সংশ্লিষ্ট বুঝালে concerned in ব্যবহৃত হয় ]
He is concerned in a very plot to abduct the politician.
Three ministers are concerned within the scandal.
Plot নামা
Hatch a plot (ষড়যন্ত্র করা)
The opposition hatched a plot to overthrow the govt.
(বিরোধী দল সরকার উৎখাত বা ক্ষমতাচ্যুত করা ষড়যন্ত্র করেছির)
Foil a plot (ষড়যন্ত্র নস্যাৎ করা)
The plot was defeated by the police.
(পুলিশ ষড়যন্ত্রটি নস্যাৎ করে দিল)
Mastermind a plot (ষড়যন্ত্রের সুসংগঠিত পরিকল্পনা সাজানো)
The opposition leader is defendant of masterminding the plot to overthrow the govt