বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্নাবলী (পর্ব – ০১)

১. বাংলা সাহিত্যের জনক কে?

  • (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (গ) রাজা রামমোহন রায়
  • (ঘ) খনা

উত্তর: (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের শিল্পী বলে অভিহিত করেছেন। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বাংলা সাহিত্যের জনক হিসেবে পরিচিত।

২. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

  • (ক) আলালের ঘরের দুলাল
  • (খ) দেয়াল
  • (গ) অগ্নীবীণা
  • (ঘ) আগুনের পরশমণি

উত্তর: (ক) আলালের ঘরের দুলাল

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, যার লেখক প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী, যার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৩. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

  • (ক) চন্দ্রাবতী
  • (খ) প্যারীমোহন মিত্র
  • (গ) পরিবীবী
  • (ঘ) স্বর্ণকুমারী দেবী

উত্তর: (ক) চন্দ্রাবতী

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হিসাবে চন্দ্রাবতীকেই স্বীকৃতি দেওয়া হয়। এই মহীয়সী নারী পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। তিনি ষোড়শ শতাব্দীর একজন কবি এবং বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি।

৪. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

  • (ক) খনার বচন
  • (খ) বৈষ্ণব পদাবলী
  • (গ) চর্যাপদ
  • (ঘ) রামায়ণ

উত্তর: (খ) বৈষ্ণব পদাবলী

ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হল বৈষ্ণব পদাবলী। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলেও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী।

৫. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?

  • (ক) কাজী নজরুল ইসলাম
  • (খ) রাজা রামমোহন রায়
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম হলেন বিদ্রোহী কবি। কিন্তু বাংলার সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তকে চিহ্নিত করা হয়। এছাড়া মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।

৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

  • (ক) আলালের ঘরের দুলাল
  • (খ) দুর্গেশনন্দিনী
  • (গ) জোসনা ও জননীর গল্প
  • (ঘ) অমৃত সুধা

উত্তর: (খ) দুর্গেশনন্দিনী

ব্যাখ্যা: আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলেও দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যা ১৮৬৫ সালে বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন।

৭. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?

  • (ক) কৃষ্ণকুমারী
  • (খ) হৃদয় হরিণী
  • (গ) নীলদর্পণ
  • (ঘ) শর্মিষ্ঠা

উত্তর: (ক) কৃষ্ণকুমারী

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটকও বটে।

৮. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়কালকে বলা হয়?

  • (ক) ১২০০-১৩৫০ খ্রিষ্টাব্দ
  • (খ) ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
  • (গ) ১১০০-১২০০ খ্রিস্টাব্দ
  • (ঘ) ১৩০০-১৪০০ খ্রিস্টাব্দ

উত্তর: (খ) ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ

ব্যাখ্যা: ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়কালে কোন সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় না।

৯. বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব কারা?

  • (ক) মাইকেল মধুসূদন দত্ত
  • (খ) কাজী নজরুল ইসলাম
  • (গ) জীবনানন্দ দাশ
  • (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (গ) জীবনানন্দ দাশ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যে অনবদ্য অবদান রাখায় ৫ জন ঐতিহাসিক বাঙালি সাহিত্যিককে বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব হিসেবে অভিহিত করা হয়। তারা হলেন: বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, আমিয় চক্রবর্তী।

১০. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি কে?

  • (ক) সুফিয়া কামাল
  • (খ) বেগম রোকেয়া
  • (গ) রহিমুন্নেছা
  • (ঘ) মাহমুদা সিদ্দিকা

উত্তর: (গ) রহিমুন্নেছা

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি রহিমুন্নেছা। আর বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী।

১১. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?

  • (ক) নাটক
  • (খ) গীতিকবিতা
  • (গ) উপন্যাস
  • (ঘ) প্রবন্ধ

উত্তর: (খ) গীতিকবিতা

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা। যদি গদ্যের কথা বলা হয়, বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে সমৃদ্ধ কোন গদ্যের সন্ধান পাওয়া যায় না। এছাড়া অন্যান্য ধারার তুলনায় বাংলা সাহিত্যের গীতিকবিতা সর্বাধিক সমৃদ্ধ।

১২. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

  • (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • (গ) বুদ্ধদেব বসু
  • (ঘ) প্রমথ চৌধুরী

উত্তর: (ঘ) প্রমথ চৌধুরী

ব্যাখ্যা: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।

১৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?

  • (ক) কবি কায়কোবাদ
  • (খ) শাহ মুহাম্মদ সগীর
  • (গ) কাজী নজরুল ইসলাম
  • (ঘ) কবি শামসুর রহমান

উত্তর: (খ) শাহ মুহাম্মদ সগীর

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহাম্মদ সগীর। কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম আনুমানিক চতুর্দশ অথবা পঞ্চদশ শতাব্দীতে।

১৪. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?

  • (ক) কল্পতরু
  • (খ) সুগন্ধা
  • (গ) কালনাগিনী
  • (ঘ) জ্যেষ্ঠ জামাই

উত্তর: (ক) কল্পতরু

ব্যাখ্যা: ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত কল্পতরু উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস হিসেবে পরিচিত।

১৫. বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের প্রচলন করেন কে?

  • (ক) শাহ মোহাম্মদ সগীর
  • (খ) দ্বিজেন্দ্রলাল মুখোপাধ্যায়
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাখ্যা: বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা গদ্যের জনকও বটে।

১৬. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?

  • (ক) মাওলানা রুমি
  • (খ) শাহ মোহাম্মদ সগীর
  • (গ) কবি কায়কোবাদ
  • (ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (গ) কবি কায়কোবাদ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে শাহ মোহাম্মদ সগীর পরিগণিত হলেও আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে কবি কায়কোবাদকে ধরা হয়।

১৭. বাংলা সাহিত্যের প্রথম বই এর নাম কি?

  • (ক) চর্যাপদ
  • (খ) খনার বচন
  • (গ) বৈষ্ণব পদাবলী
  • (ঘ) রামায়ণ

উত্তর: (ক) চর্যাপদ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ এবং এটিকেই বাংলা সাহিত্যের প্রথম বই হিসেবে পরিগণিত করা হয়।

১৮. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

  • (ক) কাজী নজরুল ইসলাম
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (গ) মাইকেল মধুসূদন দত্ত
  • (ঘ) ভারতচন্দ্র রায়

উত্তর: (ঘ) ভারতচন্দ্র রায়

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়।

১৯. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?

  • (ক) ভারতচন্দ্র রায়
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

ব্যাখ্যা: মহাকাব্য মেঘনাদবধ রচনা করে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি হিসেবে স্বীকৃতি পান।

২০. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

  • (ক) খনার বচন
  • (খ) বৈষ্ণব পদাবলী
  • (গ) চর্যাপদ
  • (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন

উত্তর: (গ) চর্যাপদ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ।

২১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?

  • (ক) শর্মিষ্ঠা
  • (খ) কৃষ্ণকুমারী
  • (গ) আগুনের পরশমণি
  • (ঘ) নীলদর্পণ

উত্তর: (ক) শর্মিষ্ঠা

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হল শর্মিষ্ঠা। আর প্রথম সার্থক ট্রাজেডি নাটক হল কৃষ্ণকুমারী।

২২. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

  • (ক) চর্যাপদ
  • (খ) শ্রীকৃষ্ণকীর্তন
  • (গ) রামায়ণ
  • (ঘ) বৈষ্ণব পদাবলী

উত্তর: (ক) চর্যাপদ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হলো চর্যাপদ। মধ্যযুগীয় শ্রেষ্ঠ নিদর্শন হল বৈষ্ণব পদাবলী। চর্যাপদই বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন শাখা।

২৩. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?

  • (ক) মেঘনাদবধ
  • (খ) মহাশ্মশান
  • (গ) স্পেন বিজয় কাব্য
  • (ঘ) রৈবতক

উত্তর: (ক) মেঘনাদবধ

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য হল মেঘনাদবধ, যার রচয়িতা বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।

২৪. মহাশ্মশান মহাকাব্যটির রচয়িতা কে?

  • (ক) মাইকেল মধুসূদন দত্ত
  • (খ) নবীনচন্দ্র সেন
  • (গ) হেমচন্দ্র মুখোপাধ্যায়
  • (ঘ) কবি কায়কোবাদ

উত্তর: (ঘ) কবি কায়কোবাদ

ব্যাখ্যা: মহাশ্মশান বাংলা সাহিত্যের দ্বিতীয় বিখ্যাত মহাকাব্য, যার রচয়িতা কবি কায়কোবাদ।

২৫. বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি?

  • (ক) শবনম
  • (খ) শেষের কবিতা
  • (গ) কপালকুণ্ডলা
  • (ঘ) সোনালী দুঃখ

উত্তর: (গ) কপালকুণ্ডলা

ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র রচিত কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হিসেবে স্বীকৃত।

২৬. সাহিত্য সম্রাট কাকে বলা হয়?

  • (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) হুমায়ূন আহমেদ
  • (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • (ঘ) হেমন্ত লাল মুখোপাধ্যায়

উত্তর: (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়।

২৭. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি কে?

  • (ক) বিহারীলাল চক্রবর্তী
  • (খ) হেমন্ত মুখোপাধ্যায়
  • (গ) জীবনানন্দ দাশ
  • (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: (ক) বিহারীলাল চক্রবর্তী

ব্যাখ্যা: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী।

২৮. বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা কে?

  • (ক) কাজী নজরুল ইসলাম
  • (খ) মাইকেল মধুসূদন দত্ত
  • (গ) জীবনানন্দ দাশ
  • (ঘ) বিহারীলাল চক্রবর্তী

উত্তর: (খ) মাইকেল মধুসূদন দত্ত

ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা। তার সনেট ‘চতুর্দশপদী কবিতা’য় ১০২টি কবিতা স্থান পেয়েছে।

২৯. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী প্রধান কাব্য কোনটি?

  • (ক) অগ্নিবীণা
  • (খ) বিষের বাঁশি
  • (গ) মেঘনাদবধ
  • (ঘ) কল্পতরু

উত্তর: (ক) অগ্নিবীণা

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত হলেও প্রথম বিদ্রোহী প্রধান কাব্য অগ্নিবীণা।

৩০. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার লেখা?

  • (ক) অসিতকুমার বন্দোপাধ্যায়
  • (খ) মাইকেল মধুসূদন দত্ত
  • (গ) দ্বিজেন্দ্রলাল মুখোপাধ্যায়
  • (ঘ) বিহারীলাল চক্রবর্তী

উত্তর: (ক) অসিতকুমার বন্দোপাধ্যায়

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নয়টি খন্ডে প্রকাশিত একটি অনবদ্য ইতিহাস গ্রন্থ, যার রচয়িতা অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading