বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্নাবলী (পর্ব – ০২)

বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই আর্টিকেলে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস, কবিতা ও লেখকদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

১. ‘অনীলাদেবী’ কার ছদ্মনাম?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বুদ্ধদেব বসু
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) ভারতচন্দ্র রায়

উত্তর: (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ব্যাখ্যা: অনীলাদেবী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম।

২. বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষা ক’টি?

(ক) ৭০১০টি
(খ) ৭১৫৬টি
(গ) ৭১৪১টি
(ঘ) ৭১৬৪টি

উত্তর: (ঘ) ৭১৬৪টি

৩. “শোনো একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি” – গানটির রচয়িতা কে?

(ক) গৌরীপ্রসন্ন মজুমদার
(খ) গোবিন্দ হালদার
(গ) মুকুন্দ দাস
(ঘ) আপেল মাহমুদ

উত্তর: (ক) গৌরীপ্রসন্ন মজুমদার

ব্যাখ্যা: প্রশ্ন উল্লেখিত গানটি রচনা করেছেন বিশিষ্ট গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটির সুর করেছেন আংশুমান রায়।

৪. ‘মুজিব-লেলিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?

(ক) নির্মলেন্দু গুণ
(খ) গৌরীপ্রসন্ন মজুমদার
(গ) মহাদেব সাহা
(ঘ) আসাদ চৌধুরী

উত্তর: (ক) নির্মলেন্দু গুণ

ব্যাখ্যা: আলোচিত কাব্যগ্রন্থটির রচয়িতা বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। কবি নির্মলেন্দু গুণ রচিত আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো, ইসক্রা, প্রেমাংশুর রক্ত চাই, দূর হ দুঃশাসন, না প্রেমিক না বিপ্লবী, চৈত্রের ভালোবাসা, চাষাভুষার কাব্য।

৫. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সৈয়দ আবুল ফজল
(গ) মীর মোশাররফ হোসেন
(ঘ) হুমায়ুন কবির

উত্তর: (ঘ) হুমায়ুন কবির

ব্যাখ্যা: ‘নদী ও নারী’ উপন্যাসটির রচয়িতা হলেন বিশিষ্ট উপন্যাসিক হুমায়ুন কবির। তার লেখা কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো, ‘স্বপ্নসাধ’, ‘সাথী’। তার লেখা একটি প্রবন্ধ গ্রন্থ হলো ‘বাংলার কাব্য’। তার সম্পাদিত বিখ্যাত পত্রিকা ‘চতুরঙ্গ’।

৬. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে?

(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) প্রমথ চৌধুরী
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) প্রমথ চৌধুরী

ব্যাখ্যা: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তন করেছেন প্রমথ চৌধুরী। তিনি সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলিত রীতির প্রবর্তন করেন। তার লেখা প্রবন্ধ গ্রন্থ ‘বীরবলের হালখাতা’ চলিত রীতিতে প্রচলিত প্রথম গ্রন্থ।

৭. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তে রূপায়ণ?

(ক) ছোট গল্প
(খ) ভ্রমণ কাহিনী
(গ) উপন্যাস
(ঘ) নাটক

উত্তর: (ক) ছোট গল্প

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের সবচেয়ে কনিষ্ঠ শাখা হলো ছোটগল্প। জীবনের ব্যাপক ঘটনা প্রবাহের কিছু বিশেষ মুহূর্তের রুপায়নই ছোটগল্পের উদ্দেশ্য। বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আর উপন্যাস বাংলা সাহিত্যের আধুনিক শাখা।

৮. নিচের কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়?

(ক) অদ্রি
(খ) অচল
(গ) ভূধর
(ঘ) অবনী

উত্তর: (ঘ) অবনী

ব্যাখ্যা: পর্বতের সমার্থক শব্দগুলো হলো: পাহাড়, অচল, ভূধর, গিরি, শিখরী, নগ, শৈল, অদ্রি।

৯. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

(ক) বঙ্গদর্শন
(খ) সবুজপত্র
(গ) কালি ও কলম
(ঘ) সংবাদ প্রভাকর

উত্তর: (খ) সবুজপত্র

ব্যাখ্যা: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। তারই সম্পাদিত পত্রিকার সবুজপত্র এর মাধ্যমে চলিত রীতি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করে। কালি ও কলম, বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক যথাক্রমে প্রেমেন্দ্র মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১০. “আমার ঘরের চাবি পরের হাতে” – গানটির রচয়িতা কে?

(ক) পাগলা কানাই
(খ) হুমায়ূন আহমেদ
(গ) লালন শাহ
(ঘ) হাসন রাজা

উত্তর: (গ) লালন শাহ

ব্যাখ্যা: প্রশ্নের উল্লেখিত গানটির রচয়িতা লালন শাহ। তার রচিত আরো কয়েকটি বিখ্যাত গান হল: খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, সময় গেলে সাধন হবে না।

১১. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?

(ক) নেকড়ে অরণ্য
(খ) পিঙ্গল আকাশ
(গ) পলাশী ব্যারাক
(ঘ) দোযখের ওম

উত্তর: (ক) নেকড়ে অরণ্য

ব্যাখ্যা: প্রশ্নের উল্লেখিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে ‘নেকড়ে অরণ্য’। উপন্যাসটি লিখেছেন শওকত ওসমান। তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস হলো, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জালাংগী। শওকত আলী রচিত একটি সাধারণ উপন্যাস ‘পিঙ্গল আকাশ’। প্রশ্ন উল্লেখিত ‘দোজোখের ওম’ একটি গল্প গ্রন্থ যার লেখক আখতারুজ্জামান ইলিয়াস। এছাড়া ‘পলাশী ব্যারাক’, ‘অন্যান্য’ মুনির চৌধুরীর রচিত নাটক।

১২. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?

(ক) কলকাতা
(খ) বরিশাল
(গ) কুমিল্লা
(ঘ) যশোর

উত্তর: (খ) বরিশাল

ব্যাখ্যা: কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা। কবি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

১৩. নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শামসুর রহমান
(ঘ) হুমায়ূন আহমেদ

উত্তর: (ঘ) হুমায়ূন আহমেদ

ব্যাখ্যা: ‘নীল অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ। তার রচিত আরো কিছু উপন্যাস হচ্ছে – নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, প্রিয়তমেষু, জয়জয়ন্তী, এলেবেলে, আনন্দ বেদনার কাব্য, লীলাবতী।

১৪. “সব ক’টা জানালা খুলে দাও না” – গানটির সুরকার কে?

(ক) কাজী নজরুল ইসলাম
(খ) নজরুল ইসলাম বাবু
(গ) গোবিন্দ হালদার
(ঘ) ইমতিয়াজ বুলবুল

উত্তর: (ঘ) ইমতিয়াজ বুলবুল

ব্যাখ্যা: প্রশ্নের উল্লেখিত গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু এবং কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির সুরকার ইমতিয়াজ বুলবুল।

১৫. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?

(ক) অরুন্ধতী রায়
(খ) কামিনী রায়
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত

উত্তর: (ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত

ব্যাখ্যা: নীহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। আর কামিনী রায়ের ছদ্মনাম ছিল ‘জনৈক বঙ্গ মহিলা’। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’।

১৬. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?

(ক) বরিশালে
(খ) সাতক্ষীরায়
(গ) মেদিনীপুরে
(ঘ) কলকাতায়

উত্তর: (ক) বরিশালে

ব্যাখ্যা: কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন, তার আদি নিবাস বিক্রমপুর। রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি এরূপ বিভিন্ন ধরনের উপাধিতে তাকে ভূষিত করা হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হলো – ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা। তিনি ১৯৫৪ সালের ১৪ অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মারা যান।

১৭. ‘চাচা কাহিনী’ এর লেখক কে?

(ক) দিলারা হাশেম
(খ) আবু জাফর শামসুদ্দিন
(গ) সরদার জয়েন উদ্দিন
(ঘ) সৈয়দ মুজতবা আলী

উত্তর: (ঘ) সৈয়দ মুজতবা আলী

ব্যাখ্যা: ‘চাচা কাহিনী’ গল্পগ্রন্থটির লেখক সৈয়দ মুজতবা আলী। লেখকের রচিত আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো – ‘দেশে-বিদেশে’ যা মূলত ভ্রমণ কাহিনী, ‘অবিশ্বাস্য’ যা একটি উপন্যাস, পঞ্চতন্ত্র (রম্য রচনা)।

১৮. “তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।” উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(ক) রক্তাক্ত প্রান্তর
(খ) অসমাপ্ত আত্মজীবনী
(গ) কারাগারের রোজনামচা
(ঘ) দৌলত কাজী

উত্তর: (গ) কারাগারের রোজনামচা

ব্যাখ্যা: প্রশ্ন উল্লেখিত উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটি বাংলা একাডেমী থেকে ২০১৭ সালের ১৭ মার্চ প্রকাশিত হয়। প্রশ্নের উল্লেখিত উক্তিটি বঙ্গবন্ধু ও তার ছোট ছেলে শেখ রাসেলকে উদ্দেশ্য করে বলেন।

১৯. ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লেখিত আন্দামান বলতে কি বুঝায়?

(ক) পাকিস্তান আমলের সরকারি অফিস
(খ) ইংরেজ আমলের জেলখানা
(গ) একটি সাগরের নাম
(ঘ) একটি জেলার নাম

উত্তর: (খ) ইংরেজ আমলের জেলখানা

ব্যাখ্যা: ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দীর্ঘ তিন বছর কারাগারে বন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু এই গ্রন্থটি লিখেন। গ্রন্থটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে ২০১২ সালের ১৮ জুন প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে আন্দামান বলতে ইংরেজ আমলের জেলখানাকে বুঝানো হয়েছে।

২০. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কার লেখা?

(ক) প্রমথ চৌধুরী
(খ) জহির রায়হান
(গ) সেলিনা হোসেন
(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (খ) জহির রায়হান

ব্যাখ্যা: আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস যার রচয়িতা জহির রায়হান। তাঁর রচিত আরো কয়েকটি উপন্যাস হলো – হাজার বছর ধরে, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু, বরফ গলা নদী, তৃষ্ণা।

নিশ্চিতভাবে! আমি প্রশ্নগুলোকে H3 হেডিংস আকারে উল্লেখিত ৪টি অপশনসহ পুনরায় লিখে দিচ্ছি:

২১. ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) সত্যজিৎ রায়

উত্তর: (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা: ‘পথের পাঁচালী’ উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো – দৃষ্টি প্রদীপ, অপরাজিত, দেবযান, আরণ্যক, ইছামতী, অনুবর্তন, অশনিসংকেত। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়।

২২. কোন উপন্যাস অবলম্বনে ‘বাঙলা’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে?

(ক) মা
(খ) পড়শ্রী খন্ড
(গ) ওঙ্কার
(ঘ) অলীক মানুষ

উত্তর: (গ) ওঙ্কার

ব্যাখ্যা: ‘ওঙ্কার’ উপন্যাস অবলম্বনে ‘বাঙলা’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। উপন্যাসটির রচয়িতা আহমদ ছফা। এ উপন্যাস অবলম্বনে ‘বাঙলা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা শহীদুল ইসলাম খোকন।

২৩. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের মূল পটভূমি ছিল –

(ক) মহান মুক্তিযুদ্ধ
(খ) ভাষা আন্দোলন
(গ) পলাশীর যুদ্ধ
(ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ

উত্তর: (ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ

ব্যাখ্যা: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের মূল পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ। মুনির চৌধুরী রচিত প্রথম নাটক ‘রক্তাক্ত প্রান্তর’। এই নাটকটি কবি কায়কোবাদ রচিত মহাকাব্য ‘মহাশ্মশান’ এর বিষয় অবলম্বনে রচিত।

২৪. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?- এ উক্তিটি কার?

(ক) কাজী নজরুল ইসলাম
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) কামিনী রায়

উত্তর: (খ) মাইকেল মধুসূদন দত্ত

ব্যাখ্যা: প্রশ্নে উল্লেখিত উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার চরণ।

২৫. ‘সব্যসাচী লেখক’ বলা হয় –

(ক) হেলাল হাফিজ
(খ) নির্মলেন্দু গুণ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) শামসুর রহমান

উত্তর: (গ) সৈয়দ শামসুল হক

ব্যাখ্যা: সৈয়দ শামসুল হকের জন্ম কুড়িগ্রাম জেলায়। সৈয়দ শামসুল হক একজন গল্প, উপন্যাস, কবিতা, নাটক, শিশু সাহিত্য প্রভৃতির লেখক হয় তাকে সব্যসাচী লেখক হিসেবে ভূষিত করা হয়। সৈয়দ শামসুল হকের রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো – অনুপম দিন, এক মহিলার ছবি, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে। তার রচিত কাব্যনাট্য – নুরুলদীনের সারাজীবন, গণনায়ক, পায়ের আওয়াজ পাওয়া যায়। কাব্যগ্রন্থ – পরানের গহীন ভিতর, একদা এক রাজ্যে।

২৬. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়েছে কোন মন্ত্রণালয় হতে?

(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়
(খ) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
(গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়

উত্তর: (ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়

ব্যাখ্যা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে।

২৭. বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান কোনটি?

(ক) অপেক্ষা
(খ) ইউসুফ-জোলেখা
(গ) শেষ বিকেলের মেয়ে
(ঘ) আরেক ফাল্গুন

উত্তর: (খ) ইউসুফ-জোলেখা

ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। তার রচিত ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান।

২৮. বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি কে?

(ক) শাহ মুহম্মদ সগীর
(খ) কায়কোবাদ
(গ) দুই পা
(ঘ) শেখ ফয়েজুল্লাহ

উত্তর: (ঘ) শেখ ফয়েজুল্লাহ

ব্যাখ্যা: কবি আলাওয়াল ও শেখ ফয়েজুল্লাহ বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি।

২৯. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লেখেন কে?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দিন আহমেদ
(গ) শেখ হাসিনা
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তর: (গ) শেখ হাসিনা

ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালের ১৮ জুন গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটির ভূমিকা লেখেন বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনা।

৩০. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির সম্পাদনা করেন কে?

(ক) এইচ টি ইমাম
(খ) শামসুজ্জামান খান
(গ) জাফর ইকবাল
(ঘ) সৈয়দ আব্দুল্লাহ

উত্তর: (খ) শামসুজ্জামান খান

ব্যাখ্যা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির সম্পাদনা করেন শামসুজ্জামান খান। গ্রন্থটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়।


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading