চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৫)

বিসিএসের জন্য বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর

বিজ্ঞাপন

বিসিএসের জন্য বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর: বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ক প্রস্তুতি নিতে এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে।

 

 

১.  ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত?

উত্তর: ৩৬.৯° সেলসিয়াস

বিজ্ঞাপন

২. পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?

উত্তর: ড. অটো

৩. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কেন?

উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণের বাধা দেয়

৪. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়?

বিজ্ঞাপন

উত্তর: ১৫ – ২০ মিনিট

৫. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?

উত্তর: আর্দ্রতার অভাবে

৬. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস কীরূপ পরিবর্তন হবে?

উত্তর: কমবে

বিজ্ঞাপন

৭. পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?

উত্তর: শূন্য

৮. সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?

উত্তর: ০°C

৯. সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? (লোহা/তামা/সীসা/ব্রোঞ্জ)

বিজ্ঞাপন

উত্তর: তামা

১০. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কেন?

উত্তর: কাচ তাপ কুপরিবাহী

১১. একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কীরূপ পরিবর্তন হবে?

উত্তর: বৃদ্ধি পাবে

বিজ্ঞাপন

১২. ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি?

উত্তর: ২১২°

১৩. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

উত্তর: বাতাসে জলীয়বাষ্প কম থাকে বলে

১৪. একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত কত?

বিজ্ঞাপন

উত্তর: 98.4°F

১৫. আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়?

উত্তর: দূরত্ব

১৬. আইনস্টাই নোবেল পুরষ্কার পান কী জন্য?

উত্তর: আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

বিজ্ঞাপন

১৭. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

১৮. কোন আলোক তরঙ্গ (Light spectrum) মানব চোখে দেখতে পায়?

উত্তর: ৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)

১৯. লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?

উত্তর: কালো

২০. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং – এর ছবি ব্যবহার করা হয়?

উত্তর: ৩টি

২১. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোন রশ্মির?

উত্তর: গামা রশ্মি

২২. যে মসৃনতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?

উত্তর: দর্পণ

২৩. রংধনু সৃষ্টির সময় পানির  কথাগুলো কিসের কাজ করে?

উত্তর: প্রিজমের

২৪. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো কী কী?

উত্তর: লাল, নীল, সবুজ

২৫. রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কি কী?

উত্তর: নীল, সবুজ, লাল

২৬. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ কোন আলোতে?

উত্তর: লাল আলোতে

২৭. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?

উত্তর: লাল

২৮. কোন বর্ণের আলোর  প্রতিসরণ সবচাইতে বেশি?

উত্তর: বেগুনী

২৯. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

উত্তর: বেগুনী

৩০. কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম?

উত্তর: বেগুনী

৩১. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি?

উত্তর: লাল

৩২. বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?

উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক

৩৩. আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?

উত্তর: ৩ লক্ষ কিলোমিটার

৩৪. মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ কীরূপ হয়?

উত্তর: উত্তল দর্পণ

৩৫. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

উত্তর: শূন্য

৩৬. একটি বাল্বে ‘60W – 220V’ লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

উত্তর: 806.67 ওহম (Ohm)

৩৭. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কী?

উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র

৩৮. কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

উত্তর: রূপা

৩৯. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? (তামা/লোহা/রূপা/রাবার)

উত্তর: রাবার

৪০. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?

উত্তর: ৫০ হার্জ

৪১. আকাশে বিদ্যুৎ চমকায় কখন?

উত্তর: মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

৪২. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ পৃষ্ঠ হয় না, কেন?

উত্তর: মাটির সংযোগ হয় না

৪৩. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট  ব্রেকার ব্যবহার করা হয় কেন?

উত্তর: অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

৪৪. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

উত্তর: বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

৪৫. অধিকাংশ ফটোকপি মেশিন  কাজ করে কোন পদ্ধতিতে?

উত্তর: স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

৪৬. কিভাবে সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব?

উত্তর: ষ্টোরেজ ব্যাটারির মাধ্যমে

৪৭. বৈদ্যুতিক মটর কী করে?

উত্তর: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

৪৮. সাধারণত ড্রাইসেলের ইলেকট্রোড হিসেবে কী রয়েছে?

উত্তর: কার্বন দণ্ড ও দস্তার কৌটা

৪৯. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কী?

উত্তর: এতে বিদ্যুতের অপচয় কম হয়

৫০. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?

উত্তর: ডায়নামো


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

আপনার মতামত জানান?

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading