চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৬)

পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিজ্ঞাপন

বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর: বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। পদার্থবিজ্ঞান, রসায়ন, এবং জীববিজ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর সহ, বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে জ্ঞান অর্জন করুন।

১. এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?

উত্তর: ৭৪৬ ওয়াট

২. টেলিফোন লাইনের মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?

উত্তর: তড়িৎ শক্তি

বিজ্ঞাপন

৩. বিদ্যুৎ প্রবাহের একক কী?

উত্তর: এ্যাম্পিয়ার

৪. ফ্লাক্স ঘনত্বের একক কোনটি?

উত্তর: Tesla

৫. কে প্রথম বলেন – পৃথিবী একটি চম্বুক?

বিজ্ঞাপন

উত্তর: গিলবার্ট

৬. বাতাস কী ধরনের পদার্থ?

উত্তর: ডায়াচুম্বকীয় পদার্থ

৭. পানির অণু কী ধরনের চুম্বক?

উত্তর: ডায়াচুম্বক

বিজ্ঞাপন

৮. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? (তামা/ইস্পাত/পিতল/স্বর্ণ)

উত্তর: ইস্পাত

৯. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?

উত্তর: ট্রান্সফরমার

১০. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতি ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

বিজ্ঞাপন

উত্তর: স্থানী চুম্বক

১১. যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কী?

উত্তর: ট্রান্সফর্মার

১২. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? (কাঁচা লোহা/ইস্পাত/অ্যালুমিনিয়াম/কোবাল্ট)

উত্তর: অ্যালুমিনিয়াম

বিজ্ঞাপন

১৩. কোনটি চৌম্বক পদার্থ? (পারদ/বিসমাথ/অ্যান্টিমনি/কোবাল্ট)

উত্তর: কোবাল্ট

১৪. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কী হিসেবে?

উত্তর: রেষ্টিফায়ার হিসেবে

১৫. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

বিজ্ঞাপন

উত্তর: সিলিকন চিপ

১৬. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ কী?

উত্তর: ফটোলিথোগ্রাফী

১৭. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য?

উত্তর: ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ

বিজ্ঞাপন

১৮. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে কী বুঝায়?

উত্তর: উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

১৯. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব কীসের মধ্য দিয়ে অতিক্রম করে?

উত্তর: ওয়েভ গাইডের মধ্য দিয়ে

২০. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

উত্তর: গামা রশ্মি

২১. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়?

উত্তর: X-রশ্মি

২২. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: জি.ল্যামেটার

২৩. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে?

উত্তর: হেস

২৪. রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?

উত্তর: রঞ্জন রশ্মি

২৫. স্টিফেন হকিং বিশ্বের একজন অতিশয় বিখ্যাত –

উত্তর: পদার্থবিদ

২৬. ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়?

উত্তর: বিদ্যুৎ

২৭. গামা রশ্মির চার্জ কী রূপ?

উত্তর: চার্জ নিরপেক্ষ

২৮. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

উত্তর: মাইম্যান, ১৯৬০

২৯. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে?

উত্তর: গলগণ্ড রোগ নির্ণয়ে

৩০. সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?

উত্তর: পরমাণুর ফিউশন পদ্ধতিতে

৩১. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

উত্তর: হেস

৩২. ‘বেকেরেল’ কিসের একক?

উত্তর: তেজস্ক্রিয়তা

৩৩. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

উত্তর: হেনরি বেকেরেল

৩৪. ‘থিউরি অব রিলেটিভিটি’র প্রেণতা কে?

উত্তর: আলবার্ট আইনস্টাইন

৩৫. কোন বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত?

উত্তর: এস. এন. বোস

৩৬. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?

উত্তর: লাউড স্পিকার

৩৭. কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ?

উত্তর: পানি

৩৮. পৃথিবীর শক্তির মূল উৎস কী?

উত্তর: সূর্য

৩৯. নবায়নযোগ্য জ্বালানির উৎস কী?

উত্তর: বায়োগ্যাস

৪০. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? (তেল/গ্যাস/কয়লা/সমুদ্রের ঢেউ)

উত্তর: সমুদ্রের ঢেউ

৪১.সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?

উত্তর: যুক্তরাষ্ট্র

৪২. বাংলাদেশেপরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?

উত্তর: ১৯৭৩

৪৩. কোনটি শক্তির অনবায়ন যোগ্য উৎস? (বায়ু/পানির স্রোত/সৌরশক্তি/কয়লা)

উত্তর: কয়লা

৪৪. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?(সূর্যরশ্মি/পীটকয়লা/পেট্রোল/প্রাকৃতিক গ্যাস)

উত্তর: সূর্যরশ্মি

৪৫. বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?

উত্তর: মিথেন

৪৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

উত্তর: মিথেন

৪৭. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

উত্তর: নিউট্রন ও প্রোটন

৪৮. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয় কেন?

উত্তর: পরমাণুতে তাই ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

৪৯. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তর: ট্যাকোমিটার

৫০. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: হাইপ্রোমিটার


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

আপনার মতামত জানান?

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading