ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani): এক যুগান্তরের গল্প

এক নজরে মুভি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani)

মুভি: ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani)
জনরা: রোমান্টিক কমেডি ড্রামা
পরিচালক: অয়ন মুখার্জি
গল্প: অয়ন মুখার্জি ও হোসাইন দালাল
প্রযোজনায়: ধর্মা প্রোডাকশনস ও ইউটিভি মোশন পিকচার
অভিনয়: রণবীর কাপুর (কবির/বান্নি থাপ্পড়), দীপিকা পাড়ুকোন (নায়না তালওয়ার), আদিত্য রায় কাপুর (অভি), কালকি কোচলিন (অদিতি)
বিশেষ উপস্থিতি: মাধুরী দীক্ষিত নেনে (মোহিনী)
রান টাইম: ১ ঘন্টা ৫৯ মিনিট
আইএমডিবি রেটিং: ৭.২/১০
রোটেন টমেটো: ৬৭% ফ্রেশ
ব্যক্তিগত রেটিং: ৮/১০
মুক্তি: ৩১ মে ২০১৩


কবিরের স্বপ্ন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন,

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র কবির থাপ্পড়ের স্বপ্ন একটাই, পুরো পৃথিবী ঘুরে দেখা। ক্লাসের সেরা খোলামেলা স্বভাবের ছেলে কবির, বাবা ও সৎমায়ের সাথে থাকে। গোপনে গোপনে কাজ করে বিভিন্ন জায়গায় তার স্বপ্ন পূরণের লক্ষ্যে, বাস্তবতা বোঝার এক অদৃশ্য ক্ষমতা আছে ওর।

বন্ধুত্বের গল্প

অদিতি, অভি আর কবির তিনজন হরিহর আত্মা। অদিতি মেয়ে হলেও তার আচরণ দেখে বোঝার উপায় নেই যে ও একটা মেয়ে। নারীসুলভ কমনীয়তার কিছুই যেন নাই মেয়েটার মধ্যে। ওদিকে অভি আনমোনা উদাসীন একটা ছেলে, যার সিরিয়াসনেস শুধু ওদের এই ফ্রেন্ডশিপ। নায়না তালওয়ার ক্লাসের টপার কিন্তু নিজের বাইরে ওর কোনো জগৎ নেই।

কলেজ ট্যুরের নাটকীয়তা

মেয়েটা নিজের মধ্যে থাকতেই পছন্দ করে। কলেজ ট্যুরে যাবে কিনা সিদ্ধান্তহীনতায় ভুগছে। শেষমেশ ট্যুরে অবশ্য সবাইকেই দেখা যাবে তবে অভি সে তো ভারত – বাংলাদেশ ক্রিকেট ম্যাচে টাকা লাগিয়ে সর্বশান্ত। শেষ মুহূর্তে কবির টাকা না দিলে অভির যাওয়া হতো না। এই ট্যুরে ঘটে যায় অনেক নাটকীয় ঘটনা যা ‘ইন্ট্রুভার্ট’ নায়নার চিন্তা ভাবনা দর্শনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে।

সম্পর্কের জটিলতা

অভির অন্য মেয়ের সাথে মেলামেশা কেন জানি মেনে নিতে পারে না অদিতি। কবির বাইরে পড়ার জন্যে তার স্বপ্নের স্কলারশিপ পেয়ে যায় কিন্তু কেন ও অভিকে জানায় নি? কেন ও অভিকে সাথে নিয়ে স্কলারশিপের আবেদন করেনি?

প্রেমের রসায়ন

নায়না আর কবিরের মধ্যে গড়ে উঠা অদ্ভুত সম্পর্কের শেষ পরিণতি কি? কবির কি আদৌ নায়নার অনুভূতি বুঝতে পারবে? আর যদি পারেও তবে কি ও ওর সারাজীবনের আরাধ্য স্বপ্ন পেয়েও হারাবে?

মুভির মূল্যায়ন

মানুষের স্বপ্ন আর সম্পর্কের মধ্যকার এক অদ্ভুত সুন্দর রসায়ন তুলে ধরেছেন পরিচালক। বন্ধুত্ব আর ভালোবাসার অদ্ভুত জটিল সম্পর্ক চিত্রায়িত করেছেন পরিচালক। দুই ঘন্টা ব্যাপী সিনেমায় বিরক্ত হবার কোন সুযোগ নেই, বরং শেষ হবার পর দেখার আগ্রহ টা থেকেই যায়। সিনেমার পরতে পরতে গান গুলো যেন হারের মূল্যবান মুক্তো, চিত্রনাট্যের সাথে তাল বজায় রেখে গানগুলো যেন হৃদয়ের অমীমাংসিত অনুভূতিগুলোকে জুড়িয়ে দেয় সুনিপুণ ভাবে।

বক্স অফিস সাফল্য

৪০ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ৩০০ কোটি রুপির মতো ব্যবসা করে যা এই সিনেমার জনপ্রিয়তা একটি মাপকাঠি। রণবীর, দীপিকা, আদিত্য, কালকি কোচলিন তাদের অভিনয়ে ঢেলে দিয়েছেন পুরোটা। মাধুরীর ক্যামিও টা দারুন ছিলো। স্ক্রিনপ্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোরিওগ্রাফি, ডায়লগ কোন কিছুতেই খামতি খুঁজে পাওয়া বেশ দুস্কর।

পুরস্কার ও সম্মাননা

মিউজিকে প্রীতম, কোরিওগ্রাফিতে রেমো ডি’সুজা, সংলাপে হোসাইন দালাল বাগিয়ে নিয়েছেন একাধিক পুরস্কার। পরিচালক হিসেবে অয়ন মুখার্জির সেরা কাজ ছিলো এটি। তিনিও সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন। আদিত্য সহকারী চরিত্রে প্রথম বারের মতো আইফা অ্যাওয়ার্ড অর্জন করেন।

দর্শকদের প্রতিক্রিয়া

দর্শকদের ভোটে সেরা জুটি হিসেবে আইফা অ্যাওয়ার্ড ২০১৪ পুরস্কার লাভ করেন রণবীর-দীপিকা। এই মুভিটি আপনাকে জীবন নিয়ে নতুন কিছু ভাবাতে শেখাবে। আর সেটা যদি নাও করে দু’ঘন্টার ভ্রমণ আপনাকে এক অনিন্দ্য বিনোদন উপহার দিবে এটা মোটাদাগে বলা যেতেই পারে।


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading