ব্যবসা ও বাণিজ্য

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনুন এক ক্লিকে

ফ্রিল্যান্সারদের জন্য একটি সম্পূর্ণ সমাধান

পেওনিয়ার (Payoneer) একটি ইন্টারন্যাশনাল ব্যাংক। সারা বিশ্বের লোকজন এখানে টাকা লেনদেন করতে পারেন। এটি হলো আন্তর্জাতিক ওপেন ব্যাংক বা ভার্চুয়াল ব্যাংক। আর বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিং ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফ্রিল্যান্সারদের কে টাকা অন্য দেশ থেকে নিজের দেশে আনতে হয়। এর জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে বিকাশ তাদের অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকউন্ট খোলার ব্যাবস্থা করে দিয়েছে। যাতে করে খুব সহজেই পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়া যায়।

ফ্রিল্যান্সিং সাইট থেকে আপনার ডলার উইথ ড্র নেওয়ার জন্য প্রথমে আপনি যে সাইটের কাজ করেন সেখানে পেওনিয়ার অ্যাকাউন্ট এর ইনফরমেশন দিয়ে টাকা উইথ ড্র করবেন। এরপরে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন তাও খুব অল্প সময়ের ভেতরে।

সাম্প্রতিক সময়ে বিকাশ থেকে ঘোষণা দিয়েছে যে, পেওনিয়ার অ্যাকাউন্টের ডলার বিদেশ থেকে বিকাশ এর মাধ্যমে আনতে পারবেন। যদিও বিষয়টি হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তারা আজ জেনে নিন।

বিকাশ গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে পেওনিয়ার থেকে দেশে সরাসরি ভাবে টাকা আনতে পারবেন। পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে তা হলো, প্রথমে আপনাকে বিকাশ হোমপেজ থেকে রেমিট্যান্স আইকনে চাপ দিতে হবে। এরপর পেওনিয়ার অপশনে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর কোনো প্রকার তথ্য না দিয়েও বিকাশ থেকে পেওনিয়ার খুলতে পারবেন।

আর আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট সফলভাবে বিকাশে মাধ্যমে খোলা হলে একটি গ্রাহক আইডি সহ কনফার্মেশন ই-মেইল পাবেন। আর যদি আপনার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট আগে থেকেই থাকে তাহলে আপনি সেটা বিকাশ অ্যাপ এর সাথে লিংক করতে পারবেন। আপনি সহজেই লেনদেন করতে পারবেন।

বিকাশ অ্যাকাউন্ট এর সাথে পেওনিয়ার অ্যাড (যুক্ত) করতে চাইলে আপনাকে রেমিট্যান্স অপশনে গিয়ে আপনার পেওনিয়ার আইকনে গিয়ে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন। এবং পেওনিয়ার সাইন-ইন করার জন্য ই-মেইল, ইউজার নেম আর পাসওয়ার্ড দিন। এসব দেওয়া হলে আপনাকে একটি কোড প্রদান করা হবে। কোড টি বসিয়ে দিলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট বিকাশের সাথে লিংক হয়ে যাবে। একটি বিকাশ অ্যাকাউন্ট এর সাথে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন।

‘অ্যাড (যুক্ত)’ হয়ে গেলে আপনি লেনদেন শুরু করতে পারবেন। পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সময় আপনি বিভিন্ন কারেন্সিতে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। পেওনিয়ার থেকে প্রতিদিন আপনি ১০,০০০ থেকে সর্বোচ্চ ১২,৫০০ টাকা আনতে পারবেন। পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে প্রতিবার আপনাকে মোট ২% শতাংশ চার্জ ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে পেওনিয়ারের ফি ব্যতীত বিকাশ কিংবা সরকার নির্ধারিত চার্জ ফি দিতে হবে না।

বর্তমান বাংলাদেশে ফ্রিল্যান্সিং দিন দিন বড় পরিসরে বৃদ্ধি পাচ্ছে। কেননা এইটাতে নিজের পছন্দ মতো কাজ করে অর্থ উর্পাজন করার সুবিধা আছে। আর সেই অর্থ আপনার হাতে নিশ্চিতভাবে পৌঁছে দিবে পেওনিয়ার বিকাশের মাধ্যমে।

ছবি: Image by Freepik

বিজ্ঞাপন

সাদিকুর রহমান (সাব্বির)

কন্টেন্ট রাইটার, দ্য ব্যাকস্পেস জার্নাল টিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button