ছোটগল্প

প্রতিবন্ধী শিশুরা: আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি ও আমাদের দায়িত্ব

নাহিদার গল্প: প্রতিবন্ধী শিশুর সংগ্রাম ও সমাজের দৃষ্টিভঙ্গি

প্রতিবন্ধী শিশুরা আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি, যারা একদম নিষ্পাপ এবং নির্দোষ। প্রতিবন্ধী হওয়ার পেছনে অনেক সময় জেনেটিক বা অন্যান্য কারণ থাকতে পারে, যা কিছু ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব হয়। তবে অনেক সময় এর কারণ অজানা থেকে যায়, এবং মানুষ ধরে নেয় যে আল্লাহ তাদেরকে এভাবেই পৃথিবীতে পাঠিয়েছেন।

আমার খালাতো বোন নাহিদা ইসলামের জীবনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। খালামনির যমজ দুই মেয়ে সন্তান হওয়ার পর পরিবারে অনেক আনন্দ ছিল। তবে একটি শিশুর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেলে, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে নিউমোনিয়ার কারণে মস্তিষ্কে চাপ পড়ার কথা জানা যায়। এই চাপের ফলে শিশুটি প্রতিবন্ধী হয়ে পড়ে। এরপর থেকে তার জীবনে নিয়মিত থেরাপি ও ঔষধের প্রয়োজন হয়।

সমাজের অনেকে নানা রকম কথা বলে, যা খালামনির জন্য অত্যন্ত কষ্টের ছিল। অনেকে অযৌক্তিক কারণ দেখিয়ে শিশুটির প্রতিবন্ধী হওয়ার জন্য দায়ী করে। কিন্তু নাহিদা তার সুন্দর হাসি এবং নিষ্পাপ চেহারার মাধ্যমে সবাইকে মুগ্ধ করে রেখেছিল। তার জীবনের ১৪ বছর পর্যন্ত সে আমাদের সাথে ছিল, এবং তার জন্য আমরা সবাই দোয়া করি যেন সে জান্নাতুল ফেরদৌসে ঠাঁই পায়।

প্রতিবন্ধী মেয়ের কবিতা:

বন্ধু আমার হুইল চেয়ার,

পঙ্গু আমি, হুইল চেয়ার বন্ধু এখন আমার।

দিনে দিনে যাচ্ছে বেড়ে, কষ্ট নামের খামার।

 

একলা থাকি সেই খামারে, একলাতে দিন চলে,

নেই পাশে আজ বন্ধু স্বজন, প্রতিবন্ধী বলে।

 

বিজ্ঞাপন

কেমন আছি এই আমিটা, নেই নাতো কেউ খবর,

দেখে না কেউ বুকের ভেতর, কষ্ট জমা জবর।

 

হাজার ব্যথার গল্পকথা, আছে আমায় নিয়ে,

কেউ শুনেনি কখনো তা, একটু মন দিয়ে।

 

ভালো ছিলাম হাঁটতে পারতাম, বছর খানেক আগে,

স্মৃতিগুলো ভাসছে হৃদয়ে, ভিশন অনুরাগে।

আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

আশরাফুন নেছা

My name is Ashrafun Nesa. I work as a content writer for the Ovizatri - News & Magazine online portal. I write about various Bengali dishes, modern recipes, and cooking advice. As a practicing Muslim, I also share short stories infused with Islamic morals and personal experiences. I hope you find my writing interesting. Please give me feedback and stay tuned with Ovizatri - News & Magazine portal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button