কলম

২০২৪ সালের লেখালেখির অভিজ্ঞতা: সত্যের সন্ধানে এক বছর

লেখালেখির চ্যালেঞ্জ, পাঠকের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা

২০২৪ সালে আমি ১০৫টিরও অধিক নিবন্ধ, প্রবন্ধ, এবং ব্লগ লিখেছি। মানে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১০৫ দিনেরও বেশি লেখালেখি করেছি। শব্দ সংখ্যা বিবেচনায় ১ লাখের বেশি শব্দ টাইপ করেছি, যা প্রায় দুটো আদর্শিক উপন্যাসের সমান!

সত্য তুলে ধরার চেষ্টা

এই সমস্ত লেখায় ‘সত্য’ তুলে ধরার ক্ষেত্রে আমার দিক থেকে চেষ্টার কোনরকম কমতি ছিলো না। ২০২৪ সালের শেষের দিকে এসে ব্যাপক মিথ্যা তথ্যে ভরপুর হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়াও এআই দিয়ে তৈরি ছবি ও আর্টিকেলে ভরপুর হয়ে ওঠে প্রায় সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের কিছু অংশ পর্যন্ত।

এআই এর যুগে লেখালেখি

এই এআই এর যুগে এসেও ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে টাইপ করে লিখেছি প্রায় সবগুলো লেখা। শুধুমাত্র দুই-একটি লেখায় এআই এর ব্যবহার করেছি, তাও নিজ লেখাকে আরো বেশি সত্য ও সঠিক করতে।

তথ্যের সত্যতা

তারপরেও আমি দেখতে পাচ্ছি, আমার অনুধাবন এবং আমার সকল তথ্য পুরোপুরি সত্য নয় বা শতভাগ সত্য নয়। সকল তথ্যের উৎস যেমন সত্য নাও হতে পারে বা আধাসত্য হতে পারে, ঠিক তেমনি কিছু লেখায় এমন বিব্রতকর তথ্য উঠে এসেছে।

শেখার বছর

মানতেই হয়, ২০২৪ সাল ছিলো অনেককিছু দেখার ও শেখার বছর। আরো বড় চ্যালেঞ্জ ছিলো, লেখালেখিতে নিরপেক্ষতা বজায় রাখা। এসবের মধ্যে এমন কিছু আর্টিকেল আছে যা লিখতে আমাকে কতিপয় বই পর্যন্ত পড়তে হয়েছে। এবং, কিছু রিসার্চ পেপার ও ওয়েব পোর্টালের নানান অংশ আমাকে অনেক সাহায্য করেছে।

লেখালেখির রেকর্ড

যেহেতু শুধুমাত্র লেখালেখি করা আমার প্রধান কাজ নয় বা একমাত্র কাজ বা পেশা নয়, সেহেতু এই পরিমাণ লেখা আমার জীবনের এই পর্যন্ত একটি রেকর্ড সংখ্যা হতে বাধ্য।

পাঠকের প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ ও ওয়েবসাইটে এসব লিখা নির্দিষ্ট সময়ে প্রকাশ করা হয়েছে। পাঠক সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, একই সাথে বিরক্ত প্রকাশ করেছেন এমন পাঠকের সংখ্যাও বেড়েছে।

ক্ষমাপ্রার্থনা

বছরের এই শেষ সময়ে এসে আমি ক্ষমাপ্রার্থী যদি আমার কোনো লেখা নিবন্ধ/প্রবন্ধ বা ব্লগ আপনাকে আঘাত করে থাকে। এছাড়াও যেসব ব্লগে তথ্যের অভাবের কারণে অসঙ্গতি রয়েছে, সেজন্য নিজের ব্যর্থতা স্বীকার করছি। একই সাথে লেখালেখিতে প্রয়োজনীয় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা অবিরত রয়েছে।

রাজনৈতিক নিরপেক্ষতা

আমি কখনোই রাজনৈতিক দলের স্বার্থে লিখি নাই এবং আগামীতেও লিখবো না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য নই। আমার লিখতে ভালো লাগে এবং সেখান থেকেই লেখালেখি করা। এখানে বিশেষ কোন উদ্দেশ্য নাই, বিশেষ কোনো দলের স্বার্থ প্রতিষ্ঠা করার ভাবনা নাই। আগামীতেও আমি রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট লেখালেখি করবো না; চাই পুনরায় ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বহাল হোক বা না হোক।

সত্যের সন্ধানে

আমার সকল তথ্য শতভাগ সত্য নয়। কিন্তু সত্যের সন্ধানে আগামীতে সামনের দিকে হাঁটতে চাই। বিনয়ী হওয়ার নামে ‘অসত্য’ বা ‘আধাসত্য’ বা ‘মিথ মেকিং’ করাও আমার উদ্দেশ্য নয়। খুব সম্ভবত এজন্যই আমাকে কারো কারো মোটেই পছন্দ নয়।

পাঠকের প্রতি আহ্বান

অবশ্য কাউকে পছন্দ না করা ভালো কিন্তু সত্য ছাড়া অসত্যের বচনের প্রতি আগ্রহী হওয়াটা কিন্তু ভালো নয়। আবার জরুরী নয়, আমার লেখা পড়তেই হবে এবং একমাত্র আমি-ই সত্য বাকিসব মিথ্যা! আপনার পছন্দ অনুযায়ী লেখা পড়ুন এবং সত্যের সাথে থাকুন।

২০২৫ সালের প্রত্যাশা

আসছে ২০২৫ সাল! এবং আরো ব্যাপক মিথ্যা তথ্য বা আধাসত্যের দিনগুলো। এই পরিস্থিতিতে আমি যেন নিরপেক্ষ এবং পক্ষপাতদুষ্ট না হই এজন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী।

লেখালেখির ভবিষ্যৎ পরিকল্পনা

২০২৫ সালে আমি লেখালেখির ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হতে চাই। নতুন নতুন বিষয়বস্তু নিয়ে কাজ করতে চাই এবং পাঠকদের জন্য আরো বেশি তথ্যবহুল ও মানসম্মত লেখা উপহার দিতে চাই। এছাড়াও, লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে চাই।

পাঠকদের সাথে যোগাযোগ

পাঠকদের সাথে যোগাযোগ বজায় রাখতে চাই এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করতে চাই। তাদের প্রতিক্রিয়া আমার লেখার মান উন্নত করতে সাহায্য করবে। তাই, আপনারা আপনাদের মতামত ও পরামর্শ জানাতে ভুলবেন না।

লেখালেখির চ্যালেঞ্জ

লেখালেখির ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে, তথ্যের সত্যতা যাচাই করা এবং নিরপেক্ষতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও, পাঠকদের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের সন্তুষ্ট রাখা একটি কঠিন কাজ। তবে, আমি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে প্রস্তুত এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন।

সমাপ্তি

২০২৪ সালের লেখালেখির অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এবং ২০২৫ সালে আরো ভালো কিছু করার প্রত্যাশা রাখি। আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

মেহেদি হাসান (বিকেল)

I'm MD Mehedi Hasan, also known by my pen name Mr. Bikel. I'm the admin of the site Ovizatri - News & Magazine. I am a versatile individual with a professional life that spans various fields. I work as a writer, actor, social worker, radio jockey, web developer, web designer, editor, presenter, blood donor, audio and video editor, photo editor, YouTuber, and drama director. I am also a developer and app developer at Microsoft.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button