সিরিজ রিভিউ

দ্য এইট শো (The 8 Show): এক মানসিক যুদ্ধ (প্রথম পর্ব)

মানসিক চাপের মধ্যে মানুষের আচরণ

‘দ্য এইট শো (The 8 Show)’ সিরিজ রিভিউ লিখতে বসেছি। মাথায় মধ্যে হাজারো চিন্তা ও দুঃশ্চিন্তা কাজ করছে। আমি কতটুকু ভালো লেখা উপহার দিতে পারবো তা নিয়ে সন্দিহান।

But, the show must go on…

এই সিরিজের শুরুতে স্ট্রেসের মধ্যে ব্যক্তির কার্যকম চালিয়ে যাওয়া কে খুব কাছে থেকে দেখানো হয়েছে। একজন ব্যক্তি যখন স্ট্রেসের মধ্যে সিদ্ধান্ত নেয় তখন তার মধ্যে দুই ধরণের ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যেতে পারে। এই পরিস্থিতিকে বলা যেতে পারে ‘Fight’ or, ‘Flight’। মানে হলো সমস্যাকে মোকাবিলা করা অথবা, সমস্যা থেকে পালিয়ে গিয়ে বাকি যারা প্রতিযোগী আছেন তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকা। বাস্তব জীবনেও কিছু মানুষ দেখবেন একেবারেই ব্যক্তি সিদ্ধান্তও নিজ থেকে নিতে পারেন না। জনপ্রিয় কোন সিদ্ধান্ত গ্রহণ করেন বা স্রোতের সাথে চলেন।

এই সিরিজের প্রধান চরিত্রগুলোকে আমরা দেখতে পাই বিভিন্ন পরিস্থিতিতে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে। কেউ কেউ সমস্যার মুখোমুখি হয়ে সাহসিকতার সাথে লড়াই করে, আবার কেউ কেউ পালিয়ে গিয়ে অন্যদের উপর নির্ভর করে। এই দ্বৈত ব্যক্তিত্বের প্রকাশ সিরিজটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে।

‘দ্য এইট শো (The 8 Show)’ আমাদের শেখায় যে, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সাহসিকতা কতটা গুরুত্বপূর্ণ। স্ট্রেস এবং চাপের মধ্যে থেকেও কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি, তা এই সিরিজটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে।

চাপের মধ্যে সিদ্ধান্ত তৈরি যেখানে স্থায়ী এক ধরণের স্ট্রেস বিদ্যমান। ‘Under Pressure Decision Making’ -এ বহু রকমের ঝামেলা তৈরি হতে পারে। একেবারে প্রাথমিক সমস্যা দাঁড়ায় আপনি প্রয়োজনীয় সময় পাবেন না নিজেকে নিয়ে ভাববার। যেটুকু সময় এই সিরিজে দেওয়া হচ্ছে সেটুকু সময় দিয়ে শুধুমাত্র প্রতিযোগীদের একেবারে বেসিক প্রয়োজন মেটানো সম্ভব। যেমন, খাবার।

এবার আসা যাক প্রতিযোগীদের ‘Coping Mechanism’ নিয়ে। হাতে সময় কম, স্ট্রেস বিদ্যমান এবং একইসাথে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বিবেচনায় নিজ কক্ষে মোট টাকার অঙ্ক কত! এই সমস্ত বিবেচনায় প্রতিযোগীদের কেউ কেউ সমস্যা সমাধানে বেশি ফোকাস হয়ে থাকতে পারলেও বাকিরা কিন্তু এতসব ঝুঁট ঝামেলা সহন করতে পারে নাই। বাস্তব জীবনেও সবার ‘Coping Mechanism’ একরকম নয়।

‘Formation of Alliances’ করিয়ে দেখানো হয়েছে একইসাথে সমাজে আমরা সবাই একে অন্যের সাথে কীভাবে যুক্ত থাকি এবং কীভাবে আমরা একে অন্যের বিশ্বাস অর্জন করি। অন্যদিকে ‘Conflict and Competition’ করিয়ে দেখানো হয়েছে আমাদের মধ্যে থাকা প্রতিযোগী মনোভাব এবং সাফল্যের জন্য অন্যকে টেনে নিচে নামানো যা আখেরে সমাজেও ভালো ফল বয়ে আনে না। একইসাথে আমাদের আক্রমনাত্মক এবং প্রতারণা করার প্রবণতাও স্পষ্ট।

একধরণের ধ্রুব বা নিয়মিত স্ট্রেস, কম সময়, এড্রেনাল বৃদ্ধি পাওয়া এবং সারাক্ষণ চলমান বিপদের মোকাবিলা প্রতিযোগীদের মধ্যে ভয়ানক উদ্বেগ ও ভয় বৃদ্ধি করছিলো যা তাদের সিদ্ধান্তের পথে বড় মাপের প্রতিবন্ধকতা। কোন সমাজে বা রাষ্ট্র ব্যবস্থায় এই পরিস্থিতি বিদ্যমান থাকলে তারাও উদ্বেগ ও ভয়ে সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন।

জ্ঞানীয় অসঙ্গতির কারণে মূল্যবোধের ভিন্নতা, মাসলোর সোপান তত্ত্বের ৮ তলার অভিজাত জীবন থাকা সত্ত্বেও একধরনের সহনশীলতা ও অভিযোজন ক্ষমতা দেখা যায়। বিশেষ করে ৭ তলায় যিনি থাকেন তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় সমাধান খুঁজছিলেন। পুরো খেলা যেন তিনি প্রায় একাই পাল্টে দিয়েছেন। এই ধরণের মানুষ বিপদ বা সমস্যাকে এক পর্যায়ে খাপ খেয়ে চলতে থাকেন এবং সময়মত সমস্যা থেকে পরিত্রাণের পথও খুঁজে বের করতে অনেকখানি সক্ষম। চাই সেজন্য বিপ্লবও করতে হোক না কেন!

বিজ্ঞাপন

মেহেদি হাসান (বিকেল)

প্রধান সম্পাদক, অভিযাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button