মানুষের জীবনের পর্যায়: শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এক অনন্য যাত্রা
সমাজে সব ধরনের মানুষের গুরুত্ব ও সম্মানের গল্প
আসসালামু আলাইকুম। মানুষ পৃথিবীর এক অনন্য সৃষ্টি, যেন এক সাজানো শোপিস। বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন আকার ও ডিজাইনের শোপিসের মতো, মানুষও বিভিন্ন রূপে সাজানো। প্রত্যেকের মধ্যে নিজস্ব গুণাবলী ও সৌন্দর্য লুকানো। জীবনের বিভিন্ন পর্যায়ে সব ধরনের মানুষের প্রয়োজন হয়, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত।
শিশু পর্যায়
একটি শিশুর জন্ম হলে তাকে বড় করতে হয় অসীম যত্নে। এই কাজ কষ্টকর হলেও, মা তার সন্তানের হাসিতে সব কষ্ট ভুলে যান। একটি শিশুর হাসি যে কারো মনে মায়া জাগাতে পারে।
যুবক পর্যায়
বড় হয়ে যদি কারো কর্মসংস্থান ভালো হয়, তাহলে তার জীবন সুখের হয়। কিন্তু যদি তা না হয়, তাহলে তাকে প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। সমাজ ও পরিবার থেকে সে অবহেলিত হয়। অন্যদিকে, যারা টাকা উপার্জন করে, তাদের সম্মান করা হয়।
বৃদ্ধ পর্যায়
বৃদ্ধ অবস্থায় অনেকে পরিবারে অবহেলিত হয়। এমনকি নিজের সন্তানের কাছেও অবহেলা পেতে হয়। এই প্রসঙ্গে একটি গল্প আছে।
গল্প: বৃদ্ধ বাবার সম্মান
এক সময় এক রাজ্যে খাদ্যের অভাব দেখা দেয়। রাজা ঘোষণা করেন, সব বৃদ্ধ বৃদ্ধাদের জঙ্গলে রেখে আসতে হবে। এক ছেলে তার বাবাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু রাজার আদেশ অমান্য করতে পারছেন না। অনেক চিন্তা ভাবনা করে, সে তার বাবাকে মাটির নিচে একটি গর্তে লুকিয়ে রাখেন।
একদিন রাজার ছেলে একটি লাঠি দেখেন যার দুই মাথা সমান। রাজা ও দরবারের কেউ লাঠির মাথা চিনতে পারেন না। তখন রাজা ঘোষণা করেন, যে লাঠির মাথা চিনতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। ছেলেটি তার বৃদ্ধ বাবার কাছে সমাধান জানতে পারেন এবং রাজাকে বলেন। রাজা তার বুদ্ধি ও চরিত্রে মুগ্ধ হয়ে তাকে পুরস্কার দিতে চান, কিন্তু ছেলেটি পুরস্কার নিতে চান না। রাজা তার ভুল বুঝতে পারেন এবং ঘোষণা করেন যে আর কোন বৃদ্ধ বৃদ্ধাদের মেরে ফেলা বা জঙ্গলে রেখে আসা নিষিদ্ধ।
শিক্ষা
এই গল্প থেকে আমরা শিখি যে, সমাজে সব ধরনের মানুষের প্রয়োজন এবং সবাই সম্মানের দাবিদার। ধন্যবাদ
ছবি; Image by freepik