লাইফস্টাইল

মেয়েদের মন জয় করার ১০টি কার্যকর উপায়

মানুষ সৃষ্টির শুরু থেকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বিদ্যমান। বর্তমান সময়ে যুবক যুবতীরা বিয়ের থেকে বেশি প্রেমের দিকে ঝুঁকে থাকে। প্রেম করার জন্য ছেলেদের কিছু বাহ্যিক আচরণ এবং গুণাবলী মেয়েদের আকৃষ্ট করে। এই আর্টিকেলে মেয়েদের মন জয় করার ১০টি কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

Disclaimer: This article centers around the topic of relationships. It emphasizes the importance of treating girls with respect and discourages engaging in flirtatious behavior or using them for personal gain. It is essential to understand that we cannot assume responsibility for such actions.

মানুষ সৃষ্টির শুরু থেকেই দুইটি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বিদ্যমান। শুধু জৈবিক চাহিদার জন্যই যে একজন পুরুষের একটি মেয়ে মানুষের প্রয়োজন থাকে তা নয়। সামাজিকভাবে বসবাস করতে গেলে একজন পুরুষ মানুষ ধর্ম মোতাবেক একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হয়।

বর্তমান সময়ে প্রেমের প্রবণতা

বর্তমান সময়ে দেখা যায় যুবক যুবতীরা বিয়ের থেকে বেশি প্রেমের দিকেই ঝুঁকে থাকে। প্রেম করার জন্য একটি ছেলে যেমন মেয়ের প্রতি ভাল লাগা থাকতে হয়, ঠিক তেমনি একটি মেয়েরও ছেলের প্রতি সমান পরিমাণ ভাল লাগা থাকা প্রয়োজন।

ছেলেদের বাহ্যিক আচরণ

একটি ছেলের কিছু কিছু বাহ্যিক আচরণ থাকে যেগুলো দেখে মেয়েরা সহজেই ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যায়। অনেক দিক আছে যেগুলো দেখে মেয়েরা একটি ছেলের প্রতি দুর্বল হয়ে যায়। এইসব বিষয়ের দিকে খেয়াল রেখে চললে অবশ্যই একটি মেয়ের মন জয় করা সম্ভব।

মেয়েদের মন জয় করার ১০টি উপায়

১. স্মার্টনেস

স্মার্টনেস একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দেখে মেয়েরা সহজেই আকৃষ্ট হয়ে যায়। তাই একটি ছেলের অবশ্যই স্মার্টনেস থাকা উচিত। স্মার্টনেস সম্বন্ধে আমাদের সকলেরই কমবেশি ধারণা আছে।

বিজ্ঞাপন

২. হাস্যজ্বলতা

হাস্যজ্বল ছেলেদের মেয়েরা অনেক বেশি পছন্দ করে। মেয়েদের সাথে হেসে হেসে কথা বলা এবং তাদের কথা বলে হাসানো মেয়েদের মন জয় করার আরেক উপায়। তবে হাসির একটি সীমা আছে। সবসময় হাসা যাবে না, কারণ সেটা হীতের বিপরীতে যেতে পারে। তাই সঠিক সময়ে সঠিক জায়গায় হাসির দরকার।

৩. সাহসিকতা

মেয়েদের সাথে কথা বলার সাহস একটি বড় বিষয়। তবে কথাবার্তার মধ্যে একটি লাজুক ভাব থাকা মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে। এক্ষেত্রে লাজুক হওয়ার পাশাপাশি সাহসিকতারও একটি বিষয় আছে। সাহসী ছেলেদের মেয়েরা অনেক বেশি পছন্দ করে।

৪. বাহ্যিক চেহারা

সচরাচর মেয়েরা ফর্সা, কালো বা শ্যামলা ছেলে নির্দিষ্ট করে পছন্দ করে না। তবে একটু লম্বা চওড়া ছেলে তাদের তালিকার শীর্ষে। তবে এক এক মেয়ের পছন্দ এক এক রকম হয়ে থাকে। কিছু মেয়েরা লম্বা শ্যামলা আবার কিছু মেয়েরা একটু কম লম্বা চওড়া ফর্সা ছেলে পছন্দ করে।

৫. সময় দেওয়া

মেয়েরা সাধারণত বেশি সময় পেতে ভালোবাসে। তাই একটি মেয়েকে নিজের করে পেতে হলে তার পিছনে প্রথম প্রথম প্রচুর সময় দিতে হবে। তার প্রতি আগ্রহ দেখাতে হবে। সব মেয়েরাই এমন ছেলেকে তাদের পছন্দের শীর্ষে রাখে যারা তাদের গুরুত্বপূর্ণ সময় দেয়।

৬. ফোনালাপ

মেয়েদের সাথে বেশি বেশি ফোনালাপ করা একটি ভালো দিক। মেয়েরা তাদের এই সময়টা তাদের প্রিয় মানুষের সাথে ভাগাভাগি করার জন্য অনেক বেশি আগ্রহী থাকে। তাই যত বেশি সম্ভব তাদের সময় দেওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে রাত্রিবেলা তাদের ফোনালাপ অনেক পছন্দের একটি বিষয়।

বিজ্ঞাপন

৭. ঘোরাঘুরি

মেয়েদের ঘোরাঘুরি অনেক পছন্দের একটি বিষয়। তারা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তাই তাদের মন জয় করার উদ্দেশ্যে অবশ্যই তাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাবনা সামনে রাখতে পারেন। এতে অবশ্যই কাজ হবে আশা করা যায়। তাই দেরি না করে দর্শনীয় কোন স্থানে ঘুরে আসুন আপনার প্রিয় মানুষকে।

৮. উপহার দেওয়া

মেয়েদের উপহার দেওয়া একটি উপযোগী পন্থা বলা যায়। উপহার পেতে কে না ভালোবাসে? মেয়েরাও উপহার পেলে অনেক বেশি খুশি উপভোগ করে। আর সেই উপহার যদি হয় তার প্রিয় মানুষের দেওয়া তাহলে তো কোন কথাই নেই।

৯. খাওয়ানো

কিছু কিছু মেয়ে আছে যারা খেতে খুব ভালোবাসে। এমন মেয়ের জন্য আপনার পকেটে একটু ঘন ঘন হাত পড়বে ঠিকই, কিন্তু এমন ভোজনপ্রিয় মানুষকে খাওয়ানোর চেয়ে আর বড় কিছু হতে পারে না। তাকে সাথে নিন কোন একটি রেস্টুরেন্টে যান আর তার মন খুশি করে নিয়ে আসুন। দেখবেন আপনার সম্পর্কের ঘড়ির কাঁটা অনেক জোরে জোরে ঘুরছে।

১০. নগদ টাকা উপহার

প্রিয় মানুষকে খুশি করার আরেকটি উপায় হলো প্রিয় মানুষকে সকল উৎসবে হাদিয়া স্বরূপ কিছু নগদ টাকা উপহার দেওয়া। টাকা উপহার পেতে কার না ভালো লাগে? উদাহরণস্বরূপ, ঈদের দিন সকালে তাকে কিছু টাকা দিলেন। এতে আপনার প্রতি তার ভালোবাসা আরো বেশি বেড়ে যাবে।

উপরোক্ত ১০টি উপায় ছাড়াও কিছু কিছু বিষয় আছে যেগুলো মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে। তবে এই ১০টি উপায় প্রয়োগ করলে অবশ্যই একটি মেয়ের মন জয় করা যাবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন

ছবি: Image by lookstudio on Freepik


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মোঃ বুলবুল আহমেদ

ছাত্র, আজিজুল হক কলেজ, বগুড়া

আপনার মতামত জানান?

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading