লাইফস্টাইল

জামায় আর্ট করার সহজ পদ্ধতি: সৃজনশীলতার নতুন দিগন্ত

প্রাথমিক প্রস্তুতি থেকে রঙ ও তুলির যত্ন: ধাপে ধাপে নির্দেশনা

বিজ্ঞাপন

জামায় আর্ট করার সহজ পদ্ধতি

আপনি যদি জামায় আর্ট করতে চান, তাহলে প্রথমে কিছু প্রস্তুতি নিতে হবে। নিচে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হলো:

প্রাথমিক প্রস্তুতি

জামা নির্বাচন: প্রথমে আপনি একটা জামা নিবেন। সেটা বানানো হোক কিংবা কাপড়। যদি কাপড় হয় তাহলে জামার শেপ হিসাবে এঁকে নিবেন। আর যদি জামা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে ব্যবহারের জামা ফেলে সেটায় কাজ করতে পারেন। তারপর পছন্দমত আর্ট করে নেবেন।

রঙের প্রস্তুতি

রঙ নির্বাচন: আপনারা যেহেতু নতুন, সেজন্য রঙের পুরো বক্স কিনতে হবে না কারণ সব রঙ ব্যবহার করার দরকার পড়ে না। পছন্দ অনুযায়ী রঙ কিনে নেবেন। আগে দেখবেন জামার সঙ্গে কোন রঙ দিবেন, সে অনুযায়ী রঙ কিনবেন। দুইটা করে রঙ একসঙ্গে মিশালে অন্য আর একটি রঙ তৈরি হয়।

রঙ মিশ্রণ: সাদা রঙটি প্রতিটা কালারের সঙ্গে মিশালে অন্য আরেকটি কালার তৈরি হয়। এভাবে তিন চারটা রঙ দিয়ে অনেক ধরনের কালার করতে পারবেন।

রঙ কেনার স্থান

রঙের দোকান: এপ্রিস রঙ বা ব্লকের কাজ করার জন্য যে রঙ ব্যবহার করা হয় সেগুলো পাওয়া যাবে সুচ, সূতা, লেজ, এসব দোকানে। (Fevicryl) ব্লকের রঙগুলো পাবেন।

বিজ্ঞাপন

তুলির প্রস্তুতি

তুলি নির্বাচন: এক প্যাকে অনেকগুলো তুলি থাকে কিন্তু এতগুলো তুলির প্রয়োজন হয় না। আপনি তিনটা নিতে পারেন এতে খরচ কমে যাবে আর ব্যবহারও হবে। তুলির সাইজগুলো হল জিরো সাইজ, এক নাম্বার সাইজ, দুই নাম্বার সাইজ। যদি আরও তুলি বা রঙ প্রয়োজন হয় তাহলে তুলির পুরো প্যাক আর রঙের পুরো বক্স নিতে পারেন।

রঙ করার পদ্ধতি

রঙ করা: পছন্দমত জামাতে রঙ করবেন। যদি ভুল বশত অন্য জায়গাতে রঙ লাগলো তাহলে হাইস্পিড নামক এক ধরনের তেল ব্যবহার করবেন। যেখান থেকে রঙ কিনছেন সেসব দোকানে এটি পাবেন। যে জায়গায় রঙ উঠাবেন সেখানে অল্প করে হাইস্পিড ধরে নিয়ে হাত দিয়ে হালকা করে খসে পানিতে ধুয়ে ফেলবেন।

রঙ ও তুলির যত্ন

রঙ ও তুলির সংরক্ষণ: কাজগুলো শেষ করার পর রঙয়ের মুখগুলো ভালোভাবে লাগিয়ে রাখবেন আর তুলিগুলো পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে হাত দিয়ে আস্তে করে ঘষা দিলে তুলি গুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে তুলিগুলো অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

পয়েন্টসমূহ

প্রাথমিক প্রস্তুতি:

  • জামা নির্বাচন
  • জামার শেপ আঁকা

রঙের প্রস্তুতি:

বিজ্ঞাপন
  • রঙ নির্বাচন
  • রঙ মিশ্রণ

রঙ কেনার স্থান:

  • রঙের দোকান

তুলির প্রস্তুতি:

  • তুলি নির্বাচন

রঙ করার পদ্ধতি:

  • রঙ করা
  • ভুল রঙ উঠানো

রঙ ও তুলির যত্ন:

  • রঙ ও তুলির সংরক্ষণ

বিস্তারিত নির্দেশনা

জামা নির্বাচন: প্রথমে আপনি একটি জামা বা কাপড় নিবেন। যদি কাপড় হয়, তাহলে জামার শেপ হিসাবে এঁকে নিবেন। আর যদি জামা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে ব্যবহারের জামা ফেলে সেটায় কাজ করতে পারেন। জামার শেপ আঁকার সময় খেয়াল রাখবেন যাতে আর্ট করার জন্য পর্যাপ্ত জায়গা থাকে।

বিজ্ঞাপন

রঙ নির্বাচন ও মিশ্রণ: আপনারা যেহেতু নতুন, সেজন্য রঙের পুরো বক্স কিনতে হবে না। পছন্দ অনুযায়ী রঙ কিনে নেবেন। আগে দেখবেন জামার সঙ্গে কোন রঙ দিবেন, সে অনুযায়ী রঙ কিনবেন। দুইটা করে রঙ একসঙ্গে মিশালে অন্য আর একটি রঙ তৈরি হয়। সাদা রঙটি প্রতিটা কালারের সঙ্গে মিশালে অন্য আরেকটি কালার তৈরি হয়। এভাবে তিন চারটা রঙ দিয়ে অনেক ধরনের কালার করতে পারবেন।

রঙ কেনার স্থান: এপ্রিস রঙ বা ব্লকের কাজ করার জন্য যে রঙ ব্যবহার করা হয় সেগুলো পাওয়া যাবে সুচ, সূতা, লেজ, এসব দোকানে। (Fevicryl) ব্লকের রঙগুলো পাবেন। রঙ কেনার সময় খেয়াল রাখবেন যেন রঙগুলি জামার কাপড়ে ভালোভাবে বসে এবং ধোয়ার পরেও টিকে থাকে।

তুলি নির্বাচন: এক প্যাকে অনেকগুলো তুলি থাকে কিন্তু এতগুলো তুলির প্রয়োজন হয় না। আপনি তিনটা নিতে পারেন এতে খরচ কমে যাবে আর ব্যবহারও হবে। তুলির সাইজগুলো হল জিরো সাইজ, এক নাম্বার সাইজ, দুই নাম্বার সাইজ। যদি আরও তুলি বা রঙ প্রয়োজন হয় তাহলে তুলির পুরো প্যাক আর রঙের পুরো বক্স নিতে পারেন।

রঙ করা: পছন্দমত জামাতে রঙ করবেন। যদি ভুল বশত অন্য জায়গাতে রঙ লাগলো তাহলে হাইস্পিড নামক এক ধরনের তেল ব্যবহার করবেন। যেখান থেকে রঙ কিনছেন সেসব দোকানে এটি পাবেন। যে জায়গায় রঙ উঠাবেন সেখানে অল্প করে হাইস্পিড ধরে নিয়ে হাত দিয়ে হালকা করে খসে পানিতে ধুয়ে ফেলবেন।

রঙ ও তুলির সংরক্ষণ: কাজগুলো শেষ করার পর রঙয়ের মুখগুলো ভালোভাবে লাগিয়ে রাখবেন আর তুলিগুলো পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে হাত দিয়ে আস্তে করে ঘষা দিলে তুলি গুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে তুলিগুলো অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

উপসংহার

সবাই চেষ্টা করলেই এগুলো তুলি রঙ দিয়ে কাজ করতে পারবেন। শুধু ইচ্ছাটুকু থাকতে হবে তাহলেই পারবেন, ইনশাল্লাহ।

ছবি: Image by freepik

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আশরাফুন নেছা

কন্টেন্ট রাইটার, টিম দ্য ব্যাকস্পেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন
Back to top button