মুভি রিভিউ

‘Teri Baaton Mein Aisa Uljha Jiya (২০২৪)’ মুভি রিভিউ, বলিউডের জন্য ছোট্ট তোফা

‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’ সিনেমায় শহীদ কাপুরের অভিনয় এবং রিস্ক নেওয়ার প্রবণতা

সাধারণত বলিউড/হিন্দি সিনেমা নির্দিষ্ট কিছু প্যাটার্ন অনুসরণ করে থাকে। সিনেমা দেখলেই মনে হতে পারে, আপনি প্রায় নিশ্চিত আপনি কোনো এক বলিউডের সিনেমা দেখছেন। সাধারণ কোনো গল্প, আইটেম নম্বর এবং অবিশ্বাস্য ফাইটিং বা শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং।

আমার জানা মতে বলিউডে সর্বশেষ সংস্করণ ছিলো ‘Fitoor (২০১৬)’ এবং ‘Haider (২০১৪)’ সিনেমা; যেসবে সংযোজন করা হয়েছিলো চার্লস ডিকেন্সের ‘Great Expectations’ উপন্যাস এবং শেক্সপিয়রের বিখ্যাত ‘Hamlet’ নাটক।

সুতরাং, ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করার প্রবণতা বলিউড তথা বলিউডের অভিনেতাদের, প্রযোজকদের, পরিচালকদের খুব বেশি অন্তত আমি দেখতে পাইনি। সায়েন্স ফিকশন বলিউডে যেসব হয় তা অত্যন্ত হাস্যকর। সর্বশেষ ‘আদিপুরুষ’ সিনেমার ভিএফএক্স শাহরুখ খানের ‘Ra.One’ কার্টুনের কাছেও তো ব্যর্থ ছিলো।

অনুভব সিনহা কিছু মডার্ণ ক্লাসিক উপহার দিতে গিয়ে সেন্সরশীপে আটকে থাকেন। বিশাল ভরদ্বাজ তো নিজেকে প্রকাশ-ই ঠিকমতো করতে পারেন কিনা সন্দেহ! তারপরেও বিধু বিনোদ চোপড়া’র ‘12th Fail (২০২৩)’ সিনেমা ড্রামা জনরার হলেও আশা দেখায়। কিন্তু ড্রামা জনরায় আজ পর্যন্ত বলিউড খুব বেশি হতাশ না করলেও এর বেশি কিছুর সংযোজনও করতে পারেনি দুই একটা থ্রিল/কমেডি ব্যতীত।

সাই-ফাই এবং রম-কম (রোমান্টিক-কমেডি) তে প্রযোজক যদি মিলেও যায় তবুও সেটার রিক্স ফ্যাক্টর বিবেচনায় একজন অভিনেতা বহু চিন্তায় পড়ে যান। কারণ বলিউড এক লটারির নাম; পেলে জসিম না পেলে বাপ্পারাজ। দুজনকেই মানুষ মনে রাখবে কিন্তু ভিন্নভাবে।

উপরোক্ত উদাহরণ এজন্যই টানলাম কারণ ‘Haider’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন শহীদ কাপুর। হিটও হলো। কিন্তু এই নতুন সংযোজনের জন্য প্রযোজক মিললেও একজন প্রতিষ্ঠিত অভিনেতার পক্ষে এমন রিক্স নেওয়া সোজা কথা নয়।

এবার শহীদ কাপুর ফের রিক্স নিয়েছেন। তাও কয়েক ডিগ্রী বেশি রিক্স নিয়েছেন। কারণ আজ পর্যন্ত হলিউডে যখন ‘Ex Machina (২০১৪)’ এর মত একাধিক সিনেমা নির্মাণ হয়ে যায় তখন বলিউডে রজনীকান্তের ছাপড়ি সিনেমা ‘টু পয়েন্ট জিরো (২০১৮)’ নিয়ে পড়ে আছে। এবং মজার বিষয় হচ্ছে যে, এসব সিনেমা হিটও করছে।

প্রশ্ন হলো, শহীদ কাপুর কত ডিগ্রী বেশি রিক্স নিয়েছেন? উত্তর কিন্তু সোজা হবে না। এই সিনেমা দেখার পর মনে হয়েছে, উনি যেন পুরোপুরি রিক্স নিতে পারেন নি। মানে সিনেমা যদি ‘Ex Machina’ সিনেমার হুবহু কপিও হত তাও মানা যায়। উনি রিক্স নিয়েছেন এই শর্তে, চলো সংযোজন হোক কিন্তু আমার ক্যারিয়ার ঠিক থাকুক।

ফলতঃ সাই-ফাই এবং রম-কম (রোমান্টিক কমেডি) এর সাথে বলিউড ড্রামার ব্লেন্ডিং করতে যেন বাধ্য হয়েছেন। তবুও জাস্টিফাই করা যায় এই শর্তে যে, এ যেন সময়ের চাহিদা পূরণের তীব্র ইচ্ছা। অথবা, ‘Zen Z’ এর তৃষ্ণা মেটানো ছাড়া সামনের ‘ভালোবাসা দিবস’ নিয়ে চিন্তা করাও মুশকিল।

দুনিয়া যখন ‘AI’ এর দিকে এগিয়ে যাচ্ছে, মানুষের চাকুরীর সংকট/অস্তিত্বের সংকট বিবেচনা করতে মানুষ যখন বাধ্য হচ্ছে তখন বলিউডে হিট করছে ‘Animal’ বা ‘Rocky Aur Rani Kii Prem Kahaani’ সিনেমাগুলো। পাশাপাশি প্রভাসের ছাপড়ি সিনেমা ‘Salaar’ এর মত ‘Mass Film’।

এখানেই ‘Maddock’ প্রযোজনা প্রতিষ্ঠান উপহার দিলো ‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’ সিনেমা। এখানেই শহীদ-কৃতির পরীক্ষা এবং শহীদ কাপুরের জন্য যেন এক অগ্নিপরীক্ষা। কারণ উপমহাদেশে যে বান্দা ‘ChatGPT’ এর নাম-ই শোনে নাই সে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ঘন্টা জানে!

ফলে মানুষ রিভিউ এর উপর রিভিউ লিখে যাচ্ছে। সো-কোল্ড কিছু সমালোচক বাজে সিনেমা তকমা দিয়ে সময় নষ্ট হবে বলে সাবধান করছেন। কারণ ঐ সব সমালোচক নিজেই জানেন না ‘এআই’ জিনিসটা কি? এ কারণেই দেখবেন এই সিনেমার ডোমেস্টিক কালেকশন এর চেয়ে বহুগুণে ওয়ার্ল্ডওয়াইড হাইপ বলুন বা বক্স অফিস কালেকশন বলুন সেটা কিন্তু দারুণ!

শহীদ কাপুর সব সময় গল্প নির্ভর কাজ করেন, আইডিয়া নির্ভর কাজ করেন। কিন্তু বলিউড ড্রামার সাথে রম-কম এর ব্লেন্ডিং খুব বেশি মানাই নাই কিন্তু দ্বিতীয় পার্টে কিছু তো একটা ঘটতে চলেছে; এ নিয়ে অন্তত আমার সন্দেহ নাই।

ব্যক্তিগতরেটিং: ৪/৫

মেহেদি হাসান (বিকেল)

I'm MD Mehedi Hasan, also known by my pen name Mr. Bikel. I'm the admin of the site Ovizatri - News & Magazine. I am a versatile individual with a professional life that spans various fields. I work as a writer, actor, social worker, radio jockey, web developer, web designer, editor, presenter, blood donor, audio and video editor, photo editor, YouTuber, and drama director. I am also a developer and app developer at Microsoft.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button