চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৩)

এই আর্টিকেলটিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ইংরেজি ও বাংলা বিষয় থেকে মোট ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে। বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এটি একটি মূল্যবান সম্পদ। তথ্য সংক্ষিপ্ত এবং সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যা পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা দেয় এবং স্ব-মূল্যায়নের সুযোগ করে দেয়।

১. ‘মহারাজাধিরাজ’ পদবি কারা গ্রহণ করেন?
উত্তর: গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব

২. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে

৩. ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ ‘মুজিবনগর’ করা হয়?
উত্তর: বৈদ্যনাথতলা

৪. দেশের সর্বোচ্চ (৭১ ফুট) শহীদ মিনার কোনটি?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার

৫. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর: মুন্সিগঞ্জ

৬. কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
উত্তর: রাঙ্গামাটি

৭. বাংলাদেশের ৬ষ্ঠ আদমশুমারি হয় কত সালে?
উত্তর: ২০২২ সাল (১৫ জুন থেকে ২১ জুন)

৮. ময়নামতি ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর?
উত্তর: সপ্তম শতাব্দীর

৯. বাংলাদেশের নিচে কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উত্তর: লালপুর

বিজ্ঞাপন

১০. দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড (EPZ) কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরা, নীলফামারী

১১. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল

১২. বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি?
উত্তর: BARI (Bangladesh Agricultural Research Institute)

১৩. গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র?
উত্তর: যুক্তরাজ্য

১৪. আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ

১৫. পারস্যের বর্তমান নাম কী?
উত্তর: ইরান

১৬. বিশ্ব খাদ্য দিবস কোনটি?
উত্তর: ১৬ অক্টোবর

১৭. ‘মারে ডার্লিং (The Darling Rive)’ কোন দেশের নদী?
উত্তর: অস্ট্রেলিয়া

১৮. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫

১৯.১৫ তম BRICS (Brazil, Russia, India, China, and South Africa) সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২২-২৪ সেপ্টেম্বর, ২০২৩ সাল

২০. ফুসফুসের আবরণকে বলা হয় –
উত্তর: Pleura (A thin layer of tissue that covers the lungs and lines the interior wall of the chest cavity.)

২১. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তর: মাধ্যাকর্ষণ উপস্থিতির জন্য

২২. ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো –
উত্তর: ব্যাঙের ছাতা

২৩. কোনটি মিশ্র পদার্থ?
উত্তর: বায়ু

২৪. বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
উত্তর: IBM 1620

২৫. TCP/IP হলো একটি –
উত্তর: প্রোটোকল

২৬. সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন?
উত্তর: মুহম্মদ বিন কাসিম

২৭. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ উল্লাহ

২৮. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: সিকিম

২৯. বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত –
উত্তর: চট্টগ্রাম

বিজ্ঞাপন

৩০. বাংলাদেশে মসলা গবেষণা কেন্দ্রের অবস্থান –
উত্তর: বগুড়া

৩১. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘ যোগদান করে কত সালে?
উত্তর: ১৯৭৪

৩২. ৮ আগস্ট ২০২৩ দেশের ১৭ তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
উত্তর: নাটোরের কাঁচাগোল্লা

৩৩. বাংলাদেশের (মুজিবনগর সরকারের) প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান

৩৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানটি কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়?
উত্তর: একুশে ফেব্রুয়ারি

৩৫. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
উত্তর: রাঙ্গামাটি

৩৬. উয়ারী-বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: আড়াই হাজার বছর আগে

৩৭. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় –
উত্তর: নেত্রকোনায়

৩৮.বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
উত্তর: সিলেট

৩৯. টাইগ্রিস নদী পতিত হয়েছে –
উত্তর: পারস্য উপসাগরে

৪০. দূরপ্রাচ্যের দেশ কোনটি?
উত্তর: জাপান

৪১. বিশ্বব্যাপী ‘বাঘ দিবস’ –
উত্তর: ২৯ জুলাই

৪২. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
উত্তর: থাইল্যান্ড

৪৩. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ব্রিটেন

৪৪. জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: মোনাকো

৪৫. আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?
উত্তর: নিউট্রন

৪৬. মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে –
উত্তর: ২৩ জোড়া

৪৭. মাশরুম এক ধরনের –
উত্তর: ফাঙ্গাস

৪৮. সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
উত্তর: পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়

৪৯. ACL (Access Control List ) – এর দুইটি প্রধান ধরণ হলো –
উত্তর: Standard and Extended

৫০. 3G বলতে কি বোঝায় –
উত্তর: Third Generation (3G is the third generation of wireless mobile telecommunications technology.)

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button