চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৭)

বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন? এই আর্টিকেলটি আপনার জন্য। বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের সমাধান এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

 

১. অ্যালটিমিটার (Altimeter) কী?

উত্তর: উচ্চতা পরিমাপক যন্ত্র

 

২. ক্রোনোমিটার কী?

উত্তর: সময় নির্ণায়ক যন্ত্র

 

৩. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তর: অডিওমিটার

বিজ্ঞাপন

 

৪. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তর: স্ফিগমোম্যানোমিটার

 

৫. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তর: সিসমোগ্রাফ

 

৬. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

উত্তর: ফ্যাদোমিটার

 

৭. নোবেল পুরষ্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিল কীভাবে?

উত্তর: উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

 

৮. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

উত্তর: ওপেনহাইমার

 

৯. মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তর: ওডোমিটার

 

১০. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে?

বিজ্ঞাপন

উত্তর: টমাস আলভা এডিসন

 

১১. বেতার যন্ত্র আবিষ্কার করেন কে?

উত্তর: মার্কনী

 

১২. শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?

উত্তর: Phonograph

 

১৩. পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কী?

উত্তর: ল্যাকটোমিটার

 

১৪. মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন?

উত্তর: ১৮৯৬ সালে

 

১৫. সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কী?

উত্তর: সেক্সট্যান্ট

 

১৬. বিজ্ঞানে দুইবার নোবেল পুরষ্কার কে অর্জন করেছিলেন?

উত্তর: মাদাম কুরি

 

১৭. পাথফাইন্ডার – এর মঙ্গলে অবতরণ সাল কত?

উত্তর: ১৯৯৭

 

১৮. ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান কবে?

উত্তর: ১৯৬১ সালে

 

১৯. বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব – ব্যাখ্যা কে উপস্থাপন করেছেন?

উত্তর: স্টিফেন হকিং

 

২০. টলেমী কে ছিলেন?

উত্তর: জ্যোতির্বিদ

 

২১. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?

উত্তর: ৭৬ বছর

 

২২. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহের নাম কী?

উত্তর: আলিবার্ড হল

 

২৩. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?

উত্তর: ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড

 

২৪. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?

উত্তর: কসমিক ইয়ার

 

২৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

উত্তর: ৮.৩২ মিনিট

 

২৬. এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?

উত্তর: হেলবপ ধূমকেতু

 

২৭. ‘গ্যালিলিও’ কী?

উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

 

২৮. আকাশে  উজ্জ্বলতম নক্ষত্র – এর নাম কী?

উত্তর: লুব্ধক

 

২৯. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

উত্তর: চার

 

৩০. মঙ্গলগ্রহে প্রেরিত  নভোযানের নাম কী?

উত্তর: ভাইকিং

 

৩১. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে কী বলা হয়?

উত্তর: সৌরজগৎ

 

৩২. কোন গ্রহকে ‘সবুজগ্রহ’ বলা হয়?

উত্তর: ইউরেনাস

 

৩৩. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?

উত্তর: শুক্র

 

৩৪. পৃথিবীর একমাত্র উপগ্রহ –

উত্তর: চন্দ্র

 

৩৫. মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?

উত্তর: ২০ জুলাই ১৯৬৯

 

৩৬. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম কী?

উত্তর: অ্যাপোলো-১১

 

৩৭. চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন কে?

উত্তর: নীল আর্মস্ট্রং

 

৩৮. কোন গ্রহের কোন চাঁদ নেই?

উত্তর: বুধ

 

৩৯. সৌরজগতের দ্রুততম গ্রহের নাম কী?

উত্তর: বুধ

 

৪০. শুক্রগ্রহের অপর নাম কী?

উত্তর: শুকতারা ও সন্ধ্যাতারা

 

৪১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী?

উত্তর: বুধ

 

৪২. পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?

উত্তর: তৃতীয়

 

৪৩. হ্যালির ধূমকেতুটি আবার কত সালে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে?

উত্তর: ২০৬২ সালে

 

৪৪. কৃষ্ণ গহ্বরের(Black Hole) প্রকৃতি সম্পর্কে প্রধান ধারণা কে দেন?

উত্তর: আইনস্টাইন

 

৪৫. কোনটি মৌলিক পদার্থ? (লোহা/ব্রোঞ্জ/পানি/ইস্পাত)

উত্তর: লোহা

 

৪৬. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

উত্তর: বায়বীয় পদার্থ

 

৪৭. কোন উক্তিটি সঠিক? (বায়ু একটি যৌগিক পদার্থ/বায়ু একটি মৌলিক পদার্থ/বায়ু একটি মিশ্র পদার্থ/বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়)

উত্তর: বায়ু একটি মিশ্র পদার্থ

 

৪৮. বিশ্ব ব্রাহ্মাণ্ডের সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান কোন গ্যাসটি?

উত্তর: হাইড্রোজেন

 

৪৯. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?

উত্তর: নাইট্রোজেন

 

৫০. কোনটি মৌলিক পদার্থ? (চিনি/নিয়ন/পানি/লবণ)

উত্তর: নিয়ন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button