চাকুরীর প্রস্তুতি

চাকুরীর প্রস্তুতি বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৯)

বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশ্নোত্তর

বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশ্নোত্তর। সঠিক উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা।

১. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
– (ক) রাবার – (খ) ইস্পাত ✔️ – (গ) লোহা – (ঘ) তামা

২. সাত অণু পানি সহযোগে গঠিত জিংক সালফেটের অণুকে কি বলা হয়?
– (ক) সাদা ভিট্রিয়ল ✔️ – (খ) নীল ভিট্রিয়ল – (গ) সবুজ ভিট্রিয়ল – (ঘ) লাল ভিট্রিয়ল

৩. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে কীভাবে?
– (ক) তাপমাত্রা কমিয়ে – (খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ✔️ – (গ) পানি সরবরাহ করে – (ঘ) কার্বন ডাই-অক্সাইড সরবরাহ করে

৪. শুল্ক বরফ কী?
– (ক) হিমায়িত কার্বন ডাই-অক্সাইড ✔️ – (খ) হিমায়িত নাইট্রোজেন – (গ) হিমায়িত অক্সিজেন – (ঘ) হিমায়িত হাইড্রোজেন

৫. কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
– (ক) বালি ✔️ – (খ) চুনাপাথর – (গ) সোডা – (ঘ) পটাশ

৬. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
– (ক) অক্সিজেন – (খ) নাইট্রোজেন ✔️ – (গ) হাইড্রোজেন – (ঘ) কার্বন ডাই-অক্সাইড

৭. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
– (ক) ব্রোমিন ✔️ – (খ) ক্লোরিন – (গ) ফ্লোরিন – (ঘ) আয়োডিন

৮. অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে?
– (ক) তরল কার্বন ডাই-অক্সাইড ✔️ – (খ) তরল নাইট্রোজেন – (গ) তরল অক্সিজেন – (ঘ) তরল হাইড্রোজেন

বিজ্ঞাপন

৯. দিয়াশলায়ের কাঠির মাথায় কোনটি থাকে?
– (ক) লোহিত ফসফরাস ✔️ – (খ) সাদা ফসফরাস – (গ) কালো ফসফরাস – (ঘ) হলুদ ফসফরাস

১০. হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়?
– (ক) হিলিয়াম সহজলভ্য – (খ) হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস – (গ) হিলিয়াম গ্যাসের দাম কম – (ঘ) উপরের সবকটিই ✔️

১১. পঁচা ডিমের গন্ধের জন্য দ্বায়ী কী?
– (ক) অ্যামোনিয়া – (খ) মিথেন – (গ) হাইড্রোজেন সালফাইড ✔️ – (ঘ) কার্বন ডাই-অক্সাইড

১২. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
– (ক) ক্লোরোপিক্রিন ✔️ – (খ) ক্লোরোফর্ম – (গ) ক্লোরিন – (ঘ) ক্লোরোফ্লুরোকার্বন

১৩. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
– (ক) পেট্রোল – (খ) ডিজেল ✔️ – (গ) প্রাকৃতিক গ্যাস – (ঘ) কেরোসিন

১৪. কোলেস্টেরল এক ধরনের –
– (ক) প্রোটিন – (খ) কার্বোহাইড্রেট – (গ) অসম্পৃক্ত অ্যালকোহল ✔️ – (ঘ) ভিটামিন

১৫. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
– (ক) রান্নাঘর – (খ) বাথরুম – (গ) পায়খানা, প্রস্রাবখানায় ✔️ – (ঘ) শোবার ঘর

১৬. CNG – এর অর্থ কী?
– (ক) কমপ্রে করা প্রাকৃতিক গ্যাস ✔️ – (খ) কমপ্রে করা নাইট্রোজেন গ্যাস – (গ) কমপ্রে করা অক্সিজেন গ্যাস – (ঘ) কমপ্রে করা হাইড্রোজেন গ্যাস

১৭. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কেন?
– (ক) পেট্রোল পানির সাথে মিশে না এবং পানির চেয়ে হালকা ✔️ – (খ) পেট্রোল পানির সাথে মিশে যায় – (গ) পেট্রোল পানির চেয়ে ভারী – (ঘ) পেট্রোল পানির চেয়ে ঘন

১৮. রেষ্টিফাইড স্পিরিট কী?
– (ক) ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি ✔️ – (খ) ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি – (গ) ৮৫% ইথাইল অ্যালকোহল + ১৫% পানি – (ঘ) ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি

১৯. টুথপেস্টের প্রধান উপাদান কী?
– (ক) সাবান ও পাউডার ✔️ – (খ) সাবান ও তেল – (গ) তেল ও পাউডার – (ঘ) তেল ও পানি

২০. LPG গ্যাসের মূল উপাদান কী?
– (ক) ইথেন ✔️ – (খ) প্রোপেন – (গ) বুটেন – (ঘ) মিথেন

২১. ফরমালিনের রাসায়নিক নাম কী?
– (ক) ফরমালডিহাইড ✔️ – (খ) অ্যাসিটিক এসিড – (গ) মিথানল – (ঘ) ইথানল

২২. ফরমালিন হলো ফরমালডিহাইডের –
– (ক) ৩০% জলীয় দ্রবণ – (খ) ৩৫% জলীয় দ্রবণ – (গ) ৪০% জলীয় দ্রবণ ✔️ – (ঘ) ৪৫% জলীয় দ্রবণ

২৩. রান্না করার জন্য সিলিন্ডারে করে কোন গ্যাস বিক্রি করা হয়?
– (ক) প্রোপেন – (খ) বিউটেন ✔️ – (গ) মিথেন – (ঘ) ইথেন

২৪. বায়োগ্যাসের প্রধান কাঁচামাল কী?
– (ক) গোবর ও পানি ✔️ – (খ) পাতা ও পানি – (গ) কাঠ ও পানি – (ঘ) তেল ও পানি

২৫. ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ কত?
– (ক) ৪ – ৬% – (খ) ৫ – ৭% – (গ) ৬ – ১০% ✔️ – (ঘ) ৮ – ১২%

২৬. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
– (ক) ZnO ✔️ – (খ) TiO2 – (গ) Fe2O3 – (ঘ) Al2O3

২৭. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
– (ক) মিথেন ✔️ – (খ) ইথেন – (গ) প্রোপেন – (ঘ) বুটেন

বিজ্ঞাপন

২৮. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
– (ক) ৭০ – ৮০ ভাগ – (খ) ৮০ – ৯০ ভাগ ✔️ – (গ) ৯০ – ১০০ ভাগ – (ঘ) ৬০ – ৭০ ভাগ

২৯. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে?
– (ক) লোহা – (খ) সিলিকন – (গ) অ্যালুমিনিয়াম ✔️ – (ঘ) তামা

৩০. নিম্নোক্ত কোন ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?
– (ক) লোহা ✔️ – (খ) সিলিকন – (গ) পারদ – (ঘ) তামা

৩১. ‘জীব থেকে জীবের উৎপত্তি হয়’ এ সম্পর্কে আলোকপাত করেন কে?
– (ক) লুই পাস্তুর ✔️ – (খ) রবার্ট হুক – (গ) গ্রেগর মেন্ডেল – (ঘ) এন্টনি ভন লিউয়েনহুক

৩২. শারীরবিদ্যার জনক কে?
– (ক) উইলিয়াম হার্ভে ✔️ – (খ) লুই পাস্তুর – (গ) রবার্ট হুক – (ঘ) এন্টনি ভন লিউয়েনহুক

৩৩. জেনেটিক্স বা বংশগতির জনক কে?
– (ক) মেন্ডেল ✔️ – (খ) লুই পাস্তুর – (গ) রবার্ট হুক – (ঘ) এন্টনি ভন লিউয়েনহুক

৩৪. অণুজীব বিজ্ঞানের জনক কে?
– (ক) এন্টনি ভন লিউয়েনহুক ✔️ – (খ) লুই পাস্তুর – (গ) রবার্ট হুক – (ঘ) মেন্ডেল

৩৫. কোষ আবিষ্কার করেন কে?
– (ক) রবার্ট হুক ✔️ – (খ) লুই পাস্তুর – (গ) এন্টনি ভন লিউয়েনহুক – (ঘ) মেন্ডেল

৩৬. গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন?
– (ক) বিজ্ঞানী – (খ) ধর্মযাজক ✔️ – (গ) চিকিৎসক – (ঘ) শিক্ষক

৩৭. আলেকজান্ডার ফ্লেমিং কী ছিলেন?
– (ক) বিজ্ঞানী ✔️ – (খ) চিকিৎসক – (গ) শিক্ষক – (ঘ) ধর্মযাজক

৩৮. এনাটমির জনক কে?
– (ক) ভেসালিয়াস ✔️ – (খ) উইলিয়াম হার্ভে – (গ) লুই পাস্তুর – (ঘ) রবার্ট হুক

৩৯. এন্টোমলজি কোন বিষয়ের বিজ্ঞান?
– (ক) উদ্ভিদ – (খ) প্রাণী – (গ) কীটপতঙ্গ ✔️ – (ঘ) ব্যাকটেরিয়া

৪০. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
– (ক) লুই পাস্তুর ✔️ – (খ) রবার্ট হুক – (গ) এন্টনি ভন লিউয়েনহুক – (ঘ) মেন্ডেল

৪১. প্রাণী জগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
– (ক) এনাটমি – (খ) ফিজিওলজি – (গ) জেনেটিক্স ✔️ – (ঘ) এন্টোমলজি

৪২. ডি.এন.এ. অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
– (ক) ওয়াটসন ও ক্রিক ✔️ – (খ) লুই পাস্তুর – (গ) রবার্ট হুক – (ঘ) মেন্ডেল

৪৩. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
– (ক) পেপসিন – (খ) ট্রিপসিন – (গ) রেনিন ✔️ – (ঘ) অ্যামাইলেজ

৪৪. বিলিরুবিন তৈরি হয় কোথায়?
– (ক) যকৃতে ✔️ – (খ) পাকস্থলীতে – (গ) অগ্ন্যাশয়ে – (ঘ) বৃক্কে

৪৫. নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
– (ক) নিউরন ✔️ – (খ) সাইনাপ্স – (গ) অ্যাক্সন – (ঘ) ডেনড্রাইট

৪৬. মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের কত অংশ ধ্বংস হলে?
– (ক) এক-তৃতীয়াংশ – (খ) এক-চতুর্থাংশ ✔️ – (গ) এক-পঞ্চমাংশ – (ঘ) এক-ষষ্ঠাংশ

৪৭. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
– (ক) গ্লুকাগন – (খ) ইনসুলিন ✔️ – (গ) অ্যাড্রেনালিন – (ঘ) থাইরক্সিন

৪৮. আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে?
– (ক) অক্সিজেন ও গ্লুকোজ ✔️ – (খ) কার্বন ডাই-অক্সাইড ও গ্লুকোজ – (গ) অক্সিজেন ও অ্যামিনো অ্যাসিড – (ঘ) কার্বন ডাই-অক্সাইড ও অ্যামিনো অ্যাসিড

৪৯. বাংলাদেশে সর্বপ্রথম যে মহিলা টেস্টটিউব শিশুর মা হন তার নাম কী?
– (ক) ফিরোজা বেগম ✔️ – (খ) রোকেয়া বেগম – (গ) সুলতানা বেগম – (ঘ) হাসিনা বেগম

৫০. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কী?
– (ক) লুইস ব্রাউন ✔️ – (খ) মেরি ব্রাউন – (গ) জন ব্রাউন – (ঘ) এলিজাবেথ ব্রাউন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button