ইসলাম ধর্ম

উহুদের যুদ্ধে মুনাফিকদের ভূমিকা: ইসলামের ইতিহাসের এক কালো অধ্যায়

মুনাফিকদের ষড়যন্ত্র: উহুদের যুদ্ধের প্রেক্ষাপট

উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি এবং মুসলমানদেরকে অংশগ্রহণ না করার জন্য পরামর্শ দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথে মুনাফিক সম্প্রদায়। উহুদের যুদ্ধের দিন আব্দুল্লাহ বিন উবাই ৩০০ সৈন্যের সেনাপতি ছিলেন। তিনি কিছু দূর গিয়ে ৩০০ সৈন্য নিয়ে ফিরে এসেছিলেন যুদ্ধে অংশগ্রহণ না করেই। এই সেই আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সরদার।

আল্লাহ তায়ালার বাণী

আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেন:

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ کَفَرُوۡا وَ قَالُوۡا لِاِخۡوَانِهِمۡ اِذَا ضَرَبُوۡا فِی الۡاَرۡضِ اَوۡ کَانُوۡا غُزًّی لَّوۡ کَانُوۡا عِنۡدَنَا مَا مَاتُوۡا وَ مَا قُتِلُوۡا ۚ لِیَجۡعَلَ اللّٰهُ ذٰلِکَ حَسۡرَۃً فِیۡ قُلُوۡبِهِمۡ ؕ وَ اللّٰهُ یُحۡیٖ وَ یُمِیۡتُ ؕ وَ اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ

অর্থ: হে ঈমানদারগণ, তোমরা তাদের মত হয়ো না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জিহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতোও না আহতও হতো না। সাথে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে, অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ সবকিছু দেখেন।

  • (সূরা ইমরান আয়াত-১৫৬)

রাসূল সাঃ এর যুদ্ধসমূহ

রাসূল সাঃ হিজরতের ১৮ মাস পর বদরের যুদ্ধ সংঘটিত হয়। তাহলে মদিনার ১০ বছরের জীবন থেকে দেড় বছর বাদ দিলে সাড়ে আট বছর হয়। রাসূল সাঃ এর এই সাড়ে আট বছরের জীবনে ৮৫টি যুদ্ধ সংঘটিত হয়েছে। তার মধ্যে ২৭টি যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি নিজেই।

গাজুয়া ও সাড়িয়া

যেই যুদ্ধে রাসূল সাঃ নিজে সেনাপতি ছিলেন, সে যুদ্ধকে গাজুয়া বলা হয়। আর আল্লাহর রাসূল যেই যুদ্ধে অংশগ্রহণ করেননি, সাহাবীদেরকে সেনাপতি মনোনয়ন করে তাদেরকে দিয়ে পরিচালিত করা সেসকল যুদ্ধকে বলা হয় সাড়িয়া। এই যুদ্ধের সংখ্যা ৫৮টি। অর্থাৎ সাড়ে আট বছরের মোট যুদ্ধের সংখ্যা ৫৮+২৭=৮৫টি।

ছবি: Battle of Uhud for kids benefit & lesson | Noor Academy

মোঃ মোবাশ্বের আলম কোরবান

I'm Mobashwer Alam Korban. I'm a full-time YouTuber, creating various Islamic videos and content. I also write about Islam, specifically for the Ovizatri - News & Magazine online news portal. I hope you find my articles very interesting and related to the Quran and Hadith.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও চেক করুন!
Close
Back to top button