চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি (পর্ব – ১৩)

স্বাস্থ্য ও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি

বিজ্ঞাপন

এই আর্টিকেলটি বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এতে স্বাস্থ্য ও সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর দেওয়া হয়েছে।

প্রথমে, স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নগুলোতে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোন খাবার খাওয়া উচিত নয়, রেডিও আইসোটোপ কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়, এনজিওপ্লাস্টি কী, ইনসুলিন কী এবং এর অভাবে কোন রোগ হয়, নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়, পানিবাহিত রোগ কোনটি নয়, জিকা ভাইরাস কীভাবে ছড়ায়, টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে, হৃদরোগের কারণ কী, রক্ত আমাশয়ের জীবাণুর নাম কী, ম্যালেরিয়ার ঔষধ কোন গাছ থেকে পাওয়া যায়, ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি, AIDS-এর অভিব্যক্তি কী, এইডস একটি কী ধরনের রোগ, হেপাটাইটিস রোগের প্রধান কারণ কী, এইডস রোগের ক্ষতিকারক দিক কী, গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়, নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেয়া হয়, যক্ষ্মা টিকার নাম কী, মা-এর রক্তে হেপাটাইটিস – বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কী হওয়া উচিত, শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরি, গর্ভাবস্থায় ক্ষতিকর কোনটি, মাতৃমৃত্যু প্রত্যক্ষ কারণ কী, WHO অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার Antenatal visit করতে হবে, Breast feeding মায়েদের জন্য কোন জন্মনিয়ন্ত্রণ বড়ি উপযোগী, জরায়ুর সংক্রামক জনিত গর্ভপাতের জটিলতা কী, গর্ভকালীন সাক্ষাতের সংখ্যা নূন্যতম কয়টি, ‘ডাউন সিনড্রোম’ বলতে কী বুঝানো হয়, এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে, বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী, ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে, পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কী বলা হয়, পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কী, মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কী বলে, দক্ষিণ মেরুর অক্ষাংশ কত, দিবারাত্রি সংঘটিত হয় কিসের জন্য, যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কী হয়, ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে, পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় কবে, কোথায় দিন রাত্রি সর্বদা সমান, ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে, আগ্নেয়গিরিকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়, আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে কী বলে, ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত, বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে, বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় এবং গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না, এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক হবে।

১. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

  • (ক) মাছ
  • (খ) মুরগির মাংস
  • (গ) খাসির মাংস ✔️
  • (ঘ) সবজি

২. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে?

  • (ক) ডায়াবেটিস
  • (খ) হৃদরোগ
  • (গ) গলগণ্ড রোগ নির্ণয়ে ✔️
  • (ঘ) ক্যান্সার

৩. এনজিওপ্লাস্টি কী?

  • (ক) কিডনি রোগের চিকিৎসা
  • (খ) ফুসফুসের চিকিৎসা
  • (গ) হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ✔️
  • (ঘ) মস্তিষ্কের চিকিৎসা

৪. ইনসুলিন কী?

বিজ্ঞাপন
  • (ক) এক ধরনের প্রোটিন
  • (খ) এক ধরনের ভিটামিন
  • (গ) এক ধরনের হরমোন ✔️
  • (ঘ) এক ধরনের খনিজ

৫. ‘ইনসুলিন’ হরমোনের অভাবে কোন রোগ হয়?

  • (ক) ক্যান্সার
  • (খ) হৃদরোগ
  • (গ) ডায়াবেটিস ✔️
  • (ঘ) উচ্চ রক্তচাপ

৬. নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

  • (ক) কিডনি
  • (খ) লিভার
  • (গ) ফুসফুস ✔️
  • (ঘ) মস্তিষ্ক

৭. পানিবাহিত রোগ কোনটি নয়?

  • (ক) ডায়রিয়া
  • (খ) টাইফয়েড
  • (গ) ম্যালেরিয়া ✔️
  • (ঘ) আমাশয়

৮. জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?

  • (ক) পানি
  • (খ) খাদ্য
  • (গ) মশা ✔️
  • (ঘ) বাতাস

৯. টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?

বিজ্ঞাপন
  • (ক) কার্ডিওলজি
  • (খ) নিউরোলজি
  • (গ) অঙ্কোলজি ✔️
  • (ঘ) ডার্মাটোলজি

১০. কোনটি হৃদরোগের কারণ?

  • (ক) পরিমিত ঘুম
  • (খ) ধূমপান ✔️
  • (গ) সুষম খাদ্য গ্রহণ
  • (ঘ) রক্তপাত

১১. রক্ত আমাশয়ের জীবাণুর নাম কী?

  • (ক) ব্যাকটেরিয়া ✔️
  • (খ) ভাইরাস
  • (গ) প্রোটোজোয়া
  • (ঘ) ফাঙ্গাস

১২. ম্যালেরিয়ার ঔষধ ‘কুইনিন’ কোন গাছ থেকে পাওয়া যায়?

  • (ক) নিম
  • (খ) তুলসী
  • (গ) সিনকোনা ✔️
  • (ঘ) আমলকি

১৩. কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?

  • (ক) পোলিও
  • (খ) হাম
  • (গ) জলাতঙ্ক
  • (ঘ) ডিপথেরিয়া ✔️

১৪. AIDS-এর অভিব্যক্তি কী?

বিজ্ঞাপন
  • (ক) Acute Immune Deficiency Syndrome
  • (খ) Advanced Immune Deficiency Syndrome
  • (গ) Acquired Immune Deficiency Syndrome ✔️
  • (ঘ) Active Immune Deficiency Syndrome

১৫. এইডস (AIDS) একটি কী?

  • (ক) ব্যাকটেরিয়াজনিত রোগ
  • (খ) প্রোটোজোয়াজনিত রোগ
  • (গ) ভাইরাসঘটিত রোগ ✔️
  • (ঘ) ফাঙ্গাসজনিত রোগ

১৬. হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ কী?

  • (ক) ব্যাকটেরিয়া
  • (খ) প্রোটোজোয়া
  • (গ) ভাইরাস ✔️
  • (ঘ) ফাঙ্গাস

১৭. এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে AIDS রোগে-

  • (ক) রক্তচাপ বেড়ে যায়
  • (খ) ওজন কমে যায়
  • (গ) দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় ✔️
  • (ঘ) ত্বকের সমস্যা হয়

১৮. গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়?

  • (ক) হেপাটাইটিস বি
  • (খ) ইনফ্লুয়েঞ্জা
  • (গ) টিটেনাস ✔️
  • (ঘ) পোলিও

১৯. নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেয়া হয়?

বিজ্ঞাপন
  • (ক) ভ্যাকসিন
  • (খ) এন্টিবায়োটিক
  • (গ) Anti D immunoglobulin ✔️
  • (ঘ) পেইনকিলার

২০. যক্ষ্মা টিকার নাম কী?

  • (ক) এমএমআর
  • (খ) হেপাটাইটিস বি
  • (গ) বিসিজি ✔️
  • (ঘ) ইনফ্লুয়েঞ্জা

২১. মা-এর রক্তে হেপাটাইটিস – বি (Hepatitis – B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

  • (ক) জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে
  • (খ) জন্মের ৭২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে
  • (গ) জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হবে ✔️
  • (ঘ) জন্মের ১ সপ্তাহের মধ্যে ভ্যাকসিন দিতে হবে

২২. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?

  • (ক) স্বীকৃতি
  • (খ) স্নেহ
  • (গ) সাফল্য
  • (ঘ) উল্লেখিত সবকটি ✔️

২৩. গর্ভাবস্থায় ক্ষতিকর কোনটি?

  • (ক) আল্ট্রাসাউন্ড
  • (খ) এমআরআই
  • (গ) X-Ray ✔️
  • (ঘ) সিটি স্ক্যান

২৪. মাতৃমৃত্যু প্রত্যক্ষ কারণ কোনটি?

বিজ্ঞাপন
  • (ক) উচ্চ রক্তচাপ
  • (খ) রক্তশূন্যতা ✔️
  • (গ) রক্তক্ষরণ
  • (ঘ) সংক্রমণ

২৫. WHO অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার Antenatal visit করতে হবে?

  • (ক) ২ বার
  • (খ) ৩ বার
  • (গ) ৪ বার ✔️
  • (ঘ) ৫ বার

২৬. Breast feeding মায়েদের জন্য কোন জন্মনিয়ন্ত্রণ বড়ি উপযোগী?

  • (ক) Combined pill
  • (খ) Mini pill ✔️
  • (গ) Emergency pill
  • (ঘ) Progesterone pill

২৭. জরায়ুর সংক্রামক জনিত গর্ভপাতের জটিলতা কী?

  • (ক) রক্তশূন্যতা
  • (খ) সংক্রমণ
  • (গ) রক্তক্ষরণ ✔️
  • (ঘ) বন্ধ্যাত্ব

২৮. গর্ভকালীন সাক্ষাতের সংখ্যা নূন্যতম কয়টি?

  • (ক) ১টি
  • (খ) ২টি
  • (গ) ৩টি ✔️
  • (ঘ) ৪টি

২৯. ‘ডাউন সিনড্রোম’ বলতে কী বুঝানো হয়?

বিজ্ঞাপন
  • (ক) গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ ✔️
  • (খ) শিশুর মানসিক বিকাশ
  • (গ) শিশুর শারীরিক বিকাশ
  • (ঘ) শিশুর সামাজিক বিকাশ

৩০. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

  • (ক) ৫ ঘণ্টা
  • (খ) ৬ ঘণ্টা ✔️
  • (গ) ৭ ঘণ্টা
  • (ঘ) ৮ ঘণ্টা

৩১. বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?

  • (ক) মকরক্রান্তি রেখা
  • (খ) কর্কটক্রান্তি রেখা ✔️
  • (গ) নিরক্ষরেখা
  • (ঘ) দ্রাঘিমারেখা

৩২. ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?

  • (ক) ৯০টি
  • (খ) ১৮০টি ✔️
  • (গ) ৩৬০টি
  • (ঘ) ৭২০টি

৩৩. পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কী বলা হয়?

  • (ক) অক্ষাংশ
  • (খ) দ্রাঘিমাংশ ✔️
  • (গ) নিরক্ষরেখা
  • (ঘ) মেরু রেখা

৩৪. পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে?

  • (ক) কর্কটক্রান্তি রেখা
  • (খ) মকরক্রান্তি রেখা
  • (গ) নিরক্ষরেখা ✔️
  • (ঘ) দ্রাঘিমারেখা

৩৫. মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কী বলে?

  • (ক) উত্তর মেরু
  • (খ) কুমেরু ✔️
  • (গ) নিরক্ষরেখা
  • (ঘ) দ্রাঘিমারেখা

৩৬. দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

  • (ক) ৬০°
  • (খ) ৭০°
  • (গ) ৮০°
  • (ঘ) ৯০° ✔️

৩৭. দিবারাত্রি সংঘটিত হয় কিসের জন্য?

  • (ক) বার্ষিক গতির জন্য
  • (খ) আহ্নিক গতির জন্য ✔️
  • (গ) চন্দ্র গতির জন্য
  • (ঘ) সৌর গতির জন্য

৩৮. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কী হয়?

  • (ক) চন্দ্রগ্রহণ
  • (খ) সূর্যগ্রহণ ✔️
  • (গ) পূর্ণিমা
  • (ঘ) অমাবস্যা

৩৯. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?

  • (ক) ছায়াবৃত্ত ✔️
  • (খ) নিরক্ষরেখা
  • (গ) মেরু রেখা
  • (ঘ) দ্রাঘিমারেখা

৪০. পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয়?

  • (ক) ২১ জুন ও ২৩ ডিসেম্বর
  • (খ) ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ✔️
  • (গ) ২১ জানুয়ারি ও ২৩ জুলাই
  • (ঘ) ২১ এপ্রিল ও ২৩ অক্টোবর

৪১. কোথায় দিন রাত্রি সর্বদা সমান?

  • (ক) মেরু রেখায়
  • (খ) কর্কটক্রান্তি রেখায়
  • (গ) মকরক্রান্তি রেখায়
  • (ঘ) নিরক্ষ রেখায় ✔️

৪২. ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে?

  • (ক) অক্সিজেন
  • (খ) সিলিকন
  • (গ) অ্যালুমিনিয়াম
  • (ঘ) সোডিয়াম ✔️

৪৩. আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায়?

  • (ক) ২ ভাগে
  • (খ) ৩ ভাগে ✔️
  • (গ) ৪ ভাগে
  • (ঘ) ৫ ভাগে

৪৪. আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে কী বলে?

  • (ক) লাভা ✔️
  • (খ) ম্যাগমা
  • (গ) ছাই
  • (ঘ) গ্যাস

৪৫. ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?

  • (ক) ট্রপোমণ্ডল
  • (খ) স্ট্রাটোমণ্ডল ✔️
  • (গ) মেসোমণ্ডল
  • (ঘ) থার্মোমণ্ডল

৪৬. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

  • (ক) স্ট্রাটোমণ্ডল
  • (খ) মেসোমণ্ডল
  • (গ) থার্মোমণ্ডল
  • (ঘ) ট্রপোমণ্ডল ✔️

৪৭. বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?

  • (ক) কার্বন ডাই অক্সাইড
  • (খ) অ্যামোনিয়া
  • (গ) টেট্রাফ্লুরো ইথেন ✔️
  • (ঘ) মিথেন

৪৮. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

  • (ক) ট্রপোমণ্ডল
  • (খ) স্ট্রাটোমণ্ডল
  • (গ) মেসোমণ্ডল
  • (ঘ) আয়নোস্ফিয়ার ✔️

৪৯. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?

  • (ক) কৃষি
  • (খ) শিল্প
  • (গ) পরিবহন
  • (ঘ) বিদ্যুৎ ও তাপ উৎপাদন ✔️

৫০. গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?

  • (ক) কার্বন ডাই অক্সাইড
  • (খ) মিথেন
  • (গ) নাইট্রাস অক্সাইড
  • (ঘ) CFC ✔️


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Related Articles

Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading