চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০১)

বিজ্ঞাপন

এই আর্টিকেলটি বিশেষভাবে বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, এবং আরও অনেক বিষয় সম্পর্কে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশ্ন উত্তর সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন।

এই প্রশ্নগুলি আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য এবং বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য শেখাার জন্য একটি চমৎকার উপায়।

১. বাংলাদেশের জলবায়ু কী ধরণের?
উত্তর: ক্রান্তীয় মৌসুমি জলবায়ু

২. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়া

৩. আর্য জাতি কোন দেশ থেকে এসেছে?
উত্তর: ইরান

বিজ্ঞাপন

৪. বাংলাদেশে প্রচলিত সব আইন একত্র করে ‘দ্য বাংলাদেশ কোড’ প্রকাশ করা হয় কত খণ্ডে?
উত্তর: ৪৭ খণ্ডে

৫. প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
উত্তর: ২ ফেব্রুয়ারি

৬. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় –
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়।

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার কবে হত্যা করা হয়?
উত্তর: ১৫ আগস্ট, ১৯৭৫ সাল

৮. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত

বিজ্ঞাপন

৯. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে –
উত্তর: ৩টি

১০. বাংলার প্রাচীনতম শিলালিপি ‘ব্রাহ্মী লিপি’ কোথায় পাওয়া যায়?
উত্তর: মহাস্থানগড়

১১. কর্ণফুলী পেপার মিলস্ কোথায় অবস্থিত?
উত্তর: রাঙামাটির চন্দ্রঘোনায়

১২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬ তম

১৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
উত্তর: পূর্ব জার্মানি

বিজ্ঞাপন

১৪. গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: নির্বাচন

১৫. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী –
উত্তর: আমাজন নদী

১৬. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: লীগ অব নেশনস (সম্মিলিত জাতিপুঞ্জ)

১৭. কোন তারিখে ‘বিশ্ব বেতার দিবস’ পালিত হয়?
উত্তর: ১৩ ফেব্রুয়ারি

১৮. পৃথিবীতে কতটি মহাদেশ আছে?
উত্তর: ৭

বিজ্ঞাপন

১৯. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি?
উত্তর: লৌহ

২০. পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তর: জবা

২১. কোনটি মৌলিক পদার্থ?
উত্তর: লোহা

২২. কোনটি বলের একক?
উত্তর: নিউটন

২৩. প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তর: নিউরন

বিজ্ঞাপন

২৪. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর: হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন

২৫. সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক কে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট

২৬. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
উত্তর: ৮৮°০১’ থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমাংশে

২৭. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি স্থানে

২৮. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তে বাংলা সাল কত ছিল?
উত্তর: ১৩৫৮

বিজ্ঞাপন

২৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি দিন ছিলো?
উত্তর: বৃহস্পতিবার

৩০. ভূ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে?
উত্তর: টারশিয়ারি যুগে

৩১. বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়?
উত্তর: ১০ বছর

৩২. বাংলাদেশের বড় পেপার মিল কোনটি?
উত্তর: কর্ণফুলী

৩৩. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
উত্তর: ২০৩ সেন্টিমিটার (২০৩০ মিলিমিটার, বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১° সে.)

বিজ্ঞাপন

৩৪. বাংলাদেশে কত সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সাল

৩৫. “গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা” – উক্তিটি কার?
উত্তর: লর্ড ব্রাইস

৩৬. “আপনি আসুন, দেখুন, বিচার করুন” – এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলছিলেন –
উত্তর: টেলিফোনে

৩৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি?
উত্তর: গানের ডালি।

৩৮. বাংলাদেশের সবচেয়ে পুরোনো ঐতিহাসিক স্থান কোনটি?
উত্তর: মহাস্থানগড়

৩৯. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ফেব্রুয়ারি ২২, ১৯৭৪

৪০. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়?
উত্তর: হায়ারোগ্লিফিক্স (Hieroglyphic)

৪১. ‘লীগ অব নেশনস’ – এর জন্ম কত সালে?
উত্তর: ১৯২০ সালে

৪২. কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়?
উত্তর: শিকাগো

৪৩. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
উত্তর: মালদ্বীপ

৪৪. পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
উত্তর: জর্ডান

৪৫. পানি বরফে পরিণত হলে কী ঘটবে?
উত্তর: আয়তন বেড়ে যাবে

৪৬. একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়?
উত্তর: নিউরন

৪৭. সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কোনটি?
উত্তর: হিমাংক

৪৮. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় –
উত্তর: লাল আলোতে

৪৯. কম্পিউটার একটি –
উত্তর: হিসাবকারী যন্ত্র

৫০. ইন্টারনেটের জনক কে?
উত্তর: ভিন্টন গ্রে ‘ভিন্ট’ সার্ফ (Vinton Gray Cerf.)


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

আপনার মতামত জানান?

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading