চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৩)

বিজ্ঞাপন

এই আর্টিকেলটিতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ইংরেজি ও বাংলা বিষয় থেকে মোট ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে। বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এটি একটি মূল্যবান সম্পদ। তথ্য সংক্ষিপ্ত এবং সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যা পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে ধারণা দেয় এবং স্ব-মূল্যায়নের সুযোগ করে দেয়।

১. ‘মহারাজাধিরাজ’ পদবি কারা গ্রহণ করেন?
উত্তর: গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব

২. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে

৩. ১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ ‘মুজিবনগর’ করা হয়?
উত্তর: বৈদ্যনাথতলা

৪. দেশের সর্বোচ্চ (৭১ ফুট) শহীদ মিনার কোনটি?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার

বিজ্ঞাপন

৫. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর: মুন্সিগঞ্জ

৬. কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
উত্তর: রাঙ্গামাটি

৭. বাংলাদেশের ৬ষ্ঠ আদমশুমারি হয় কত সালে?
উত্তর: ২০২২ সাল (১৫ জুন থেকে ২১ জুন)

৮. ময়নামতি ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর?
উত্তর: সপ্তম শতাব্দীর

৯. বাংলাদেশের নিচে কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উত্তর: লালপুর

বিজ্ঞাপন

১০. দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড (EPZ) কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরা, নীলফামারী

১১. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল

১২. বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি?
উত্তর: BARI (Bangladesh Agricultural Research Institute)

১৩. গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র?
উত্তর: যুক্তরাজ্য

১৪. আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ

বিজ্ঞাপন

১৫. পারস্যের বর্তমান নাম কী?
উত্তর: ইরান

১৬. বিশ্ব খাদ্য দিবস কোনটি?
উত্তর: ১৬ অক্টোবর

১৭. ‘মারে ডার্লিং (The Darling Rive)’ কোন দেশের নদী?
উত্তর: অস্ট্রেলিয়া

১৮. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫

১৯.১৫ তম BRICS (Brazil, Russia, India, China, and South Africa) সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২২-২৪ সেপ্টেম্বর, ২০২৩ সাল

বিজ্ঞাপন

২০. ফুসফুসের আবরণকে বলা হয় –
উত্তর: Pleura (A thin layer of tissue that covers the lungs and lines the interior wall of the chest cavity.)

২১. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তর: মাধ্যাকর্ষণ উপস্থিতির জন্য

২২. ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো –
উত্তর: ব্যাঙের ছাতা

২৩. কোনটি মিশ্র পদার্থ?
উত্তর: বায়ু

২৪. বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
উত্তর: IBM 1620

বিজ্ঞাপন

২৫. TCP/IP হলো একটি –
উত্তর: প্রোটোকল

২৬. সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন?
উত্তর: মুহম্মদ বিন কাসিম

২৭. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ উল্লাহ

২৮. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: সিকিম

২৯. বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত –
উত্তর: চট্টগ্রাম

বিজ্ঞাপন

৩০. বাংলাদেশে মসলা গবেষণা কেন্দ্রের অবস্থান –
উত্তর: বগুড়া

৩১. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘ যোগদান করে কত সালে?
উত্তর: ১৯৭৪

৩২. ৮ আগস্ট ২০২৩ দেশের ১৭ তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
উত্তর: নাটোরের কাঁচাগোল্লা

৩৩. বাংলাদেশের (মুজিবনগর সরকারের) প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান

৩৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানটি কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়?
উত্তর: একুশে ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

৩৫. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
উত্তর: রাঙ্গামাটি

৩৬. উয়ারী-বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: আড়াই হাজার বছর আগে

৩৭. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় –
উত্তর: নেত্রকোনায়

৩৮.বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
উত্তর: সিলেট

৩৯. টাইগ্রিস নদী পতিত হয়েছে –
উত্তর: পারস্য উপসাগরে

৪০. দূরপ্রাচ্যের দেশ কোনটি?
উত্তর: জাপান

৪১. বিশ্বব্যাপী ‘বাঘ দিবস’ –
উত্তর: ২৯ জুলাই

৪২. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
উত্তর: থাইল্যান্ড

৪৩. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ব্রিটেন

৪৪. জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: মোনাকো

৪৫. আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?
উত্তর: নিউট্রন

৪৬. মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে –
উত্তর: ২৩ জোড়া

৪৭. মাশরুম এক ধরনের –
উত্তর: ফাঙ্গাস

৪৮. সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
উত্তর: পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়

৪৯. ACL (Access Control List ) – এর দুইটি প্রধান ধরণ হলো –
উত্তর: Standard and Extended

৫০. 3G বলতে কি বোঝায় –
উত্তর: Third Generation (3G is the third generation of wireless mobile telecommunications technology.)


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading