চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৪)

পদার্থবিজ্ঞান ও রসায়নের মৌলিক একক ও পরিমাপ, শক্তি ও তাপ, শব্দ ও তরঙ্গ সম্পর্কিত প্রশ্নাবলি

বিজ্ঞাপন

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য। বিজ্ঞানের মৌলিক কিছু প্রশ্নের উত্তর জানতে চান? ভর, ওজন, তাপ, শব্দ, এবং আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত জানুন। এই আর্টিকেলটি বিজ্ঞানের মৌলিক ধারণাগুলোকে সহজ ও সরল ভাষায় ব্যাখ্যা করে। ছাত্রছাত্রী থেকে শুরু করে বিজ্ঞানপ্রিয় সবার জন্য উপযোগী।

১. MKS পদ্ধতিতে ভরের একক কী?

উত্তর: কিলোগ্রাম

২. ১ মিটার সমান কত ইঞ্চি?

উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি

বিজ্ঞাপন

৩. ১ বর্গ ইঞ্চিতে কত বর্গসেন্টিমিটার?

উত্তর: ৬.৪৫ বর্গ সেন্টিমিটার

৪. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম?

উত্তর: ১০০ কেজি

৫. ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজনের অবস্থা?

বিজ্ঞাপন

উত্তর: কমে

৬. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?

উত্তর: ভূ-পৃষ্ঠে

৭. কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?

উত্তর: মেরু অঞ্চলে

বিজ্ঞাপন

৮. কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন কত?

উত্তর: ৯৮ নিউটন

৯. ১ মাইলে কত কিলোমিটার?

উত্তর: ১.৬১ কিলোমিটার

১০. ন্যানো সেকেন্ড হলো –

বিজ্ঞাপন

উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ

১১. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?

উত্তর: ১৯৬০ সালে

১২. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

উত্তর: অসীম

বিজ্ঞাপন

১৩. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?

উত্তর: কমবে

১৪. পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান,তাকে কী বলে?

উত্তর: অভিকর্ষ

১৫. মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে?

বিজ্ঞাপন

উত্তর: নিউটন

১৬. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তির কীরূপ পরিবর্তন হবে?

উত্তর: কমে যাবে

১৭. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর: ভূ-পৃষ্ঠে

বিজ্ঞাপন

১৮. বস্তুর ভর ভূ-পৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে কিরূপ পরিবর্তন হয়?

উত্তর: পরিবর্তিত হয় না

১৯. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

উত্তর: ০ m/s

২০. কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?

উত্তর: বায়বীয়

২১. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?

উত্তর: ০.১ সেকেন্ড

২২. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?

উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

২৩. টেলিভিশনে কোন তরঙ্গ ব্যবহৃত হয়?

উত্তর: রেডিও ওয়েভ

২৪. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর: কঠিন/লোহা

২৫. লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কেন?

উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

২৬. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?

উত্তর: চাঁদে বায়ুমন্ডল নেই তাই

২৭. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক কেমন হবে?

উত্তর: আসলের চেয়ে বেশি হবে

২৮. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

উত্তর: প্রতিধ্বনি

২৯. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

উত্তর: অর্ধেক হবে

৩০. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা কত?

উত্তর: ১০৫ ডিবি

৩১. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

উত্তর: কঠিন মাধ্যম

৩২. মানুষের শ্রাব্যতার সীমা কত?

উত্তর: 20 Hz – 20000 Hz

৩৩. বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে কিসের মাধ্যমে?

উত্তর: আলট্রাসোমিক শব্দের মাধ্যমে

৩৪. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?

উত্তর: বাড়ে

৩৫. কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?

উত্তর: হার্টজ

৩৬. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

উত্তর: বিকিরণ পদ্ধতি

৩৭. কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?

উত্তর: গলনাঙ্ক

৩৮. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

উত্তর: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে

৩৯. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?

উত্তর: পেট্রোল ইঞ্জিনে

৪০. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কেমন হয়?

উত্তর: বেশি হয়

৪১. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

উত্তর: বায়ুর চাপ কম থাকার কারণে

৪২. ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি  তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?

উত্তর: – ৪০°

৪৩. মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?

উত্তর: মাটির পাত্র পানির বাষ্পীভবনের সাহায্য করে

৪৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর: কালো

৪৫. পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে কেন?

উত্তর: উপরে বায়ুর চাপ কম

৪৬. রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ কী?

উত্তর: এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

৪৭. পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেড এর সমান?

উত্তর: – ২৭৩.১৫° সেন্টিগ্রেড

৪৮. কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ,পানি ও জলীয় বাষ্প একই তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকতে পারে?

উত্তর: 273.16 K

৪৯. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তর: ৪° সেন্টিগ্রেড

৫০. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?

উত্তর: সাদা


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Related Articles

Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading