চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি (পর্ব – ১২)

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী: পুষ্টি ও স্বাস্থ্য

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সঠিক উত্তরসহ ৫০টি প্রশ্ন নিয়ে সাজানো এই পর্বটি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক হবে।

১. জেনেটিক কোডের আবিষ্কারক কে?

  • ক. ওয়াটসন
  • খ. ক্রিক
  • গ. খোরানা ✔️
  • ঘ. মেন্ডেল

২. কোনটি জিনের সাথে সম্পর্কিত?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. হাইড্রোজেন
  • ঘ. ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড ✔️

৩. ডিএনএ বিদ্যমান থাকে?

  • ক. সাইটোপ্লাজম
  • খ. মাইটোকন্ড্রিয়া
  • গ. নিউক্লিয়াসে ✔️
  • ঘ. প্লাজমা মেমব্রেন

৪. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

  • ক. ফসফরাস
  • খ. পটাশিয়াম
  • গ. নাইট্রোজেন ✔️
  • ঘ. ক্যালসিয়াম

৫. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

  • ক. সার প্রয়োগ
  • খ. পানি সেচ ✔️
  • গ. মাটি খনন
  • ঘ. গাছ লাগানো

৬. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?

  • ক. নাইট্রোজেন
  • খ. ফসফরাস
  • গ. সালফার ✔️
  • ঘ. ক্যালসিয়াম

৭. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?

  • ক. ফসফরাস
  • খ. পটাশিয়াম
  • গ. নাইট্রোজেন ✔️
  • ঘ. ক্যালসিয়াম

৮. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

বিজ্ঞাপন
  • ক. মাটিতে মিশে
  • খ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে ✔️
  • গ. গাছের শিকড়ে মিশে
  • ঘ. পাতা দিয়ে শোষিত হয়ে

৯. গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?

  • ক. নাইট্রোজেনের অভাবে
  • খ. ফসফরাসের অভাবে ✔️
  • গ. পটাশিয়ামের অভাবে
  • ঘ. ক্যালসিয়ামের অভাবে

১০. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কতটি?

  • ক. ৫টি
  • খ. ৭টি
  • গ. ১০টি ✔️
  • ঘ. ১২টি

১১. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা কত?

  • ক. ১-৩%
  • খ. ৩-৬% ✔️
  • গ. ৬-৯%
  • ঘ. ৯-১২%

১২. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. কার্বন ডাই-অক্সাইড ✔️
  • ঘ. হাইড্রোজেন

১৩. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?

  • ক. নীল আলোতে
  • খ. সবুজ আলোতে
  • গ. লাল আলোতে ✔️
  • ঘ. বেগুনি আলোতে

১৪. পরাগায়ন কত প্রকার?

  • ক. এক প্রকার
  • খ. দুই প্রকার ✔️
  • গ. তিন প্রকার
  • ঘ. চার প্রকার

১৫. উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে?

  • ক. শোষণ
  • খ. প্রস্বেদন ✔️
  • গ. নিঃসরণ
  • ঘ. বাষ্পীভবন

১৬. পাতার ক্লোরোফিল সহায়তা করে –

  • ক. শ্বাস-প্রশ্বাসে
  • খ. খাদ্য তৈরিতে ✔️
  • গ. পানি শোষণে
  • ঘ. পরাগায়নে

১৭. ক্লোরোফিলবিহীন উদ্ভিদ কোনটি?

  • ক. শৈবাল
  • খ. ফাঙ্গাস
  • গ. ব্যাঙের ছাতা ✔️
  • ঘ. শেওলা

১৮. সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে কয় অণু পানি পাওয়া যায়?

  • ক. ২ অণু
  • খ. ৪ অণু
  • গ. ৬ অণু ✔️
  • ঘ. ৮ অণু

১৯. মূলের সাহায্যে প্রজনন করে কোন উদ্ভিদ?

  • ক. গোলাপ
  • খ. ডালিয়া ✔️
  • গ. বট
  • ঘ. আম

২০. সালোকসংশ্লেষণের (Photosynthesis) সময় উদ্ভিদ কি ত্যাগ করে?

  • ক. অক্সিজেন ✔️
  • খ. কার্বন ডাই-অক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. হাইড্রোজেন

২১. মাশরুম এক ধরনের –

  • ক. শৈবাল
  • খ. ফাঙ্গাস ✔️
  • গ. ব্যাকটেরিয়া
  • ঘ. ভাইরাস

২২. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ?

  • ক. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
  • খ. অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় ✔️
  • গ. অধিক পরিমাণে নাইট্রোজেন নির্গত হয়
  • ঘ. অধিক পরিমাণে হাইড্রোজেন নির্গত হয়

২৩. সর্বপ্রথমে যে উপশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে?

  • ক. ইরি-৬
  • খ. ইরি-৭
  • গ. ইরি-৮ ✔️
  • ঘ. ইরি-৯

২৪. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ কী?

  • ক. এদের পাতায় বায়ু কুঠুরী থাকে
  • খ. এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে ✔️
  • গ. এদের শিকড়ে বায়ু কুঠুরী থাকে
  • ঘ. এদের ফুলে বায়ু কুঠুরী থাকে

২৫. কচুরীপানা পানিতে ভাসে কেন?

  • ক. পাতায় বায়ু কুঠুরী থাকে
  • খ. শিকড়ে বায়ু কুঠুরী থাকে
  • গ. কাণ্ড ফাঁপা বলে ✔️
  • ঘ. ফুলে বায়ু কুঠুরী থাকে

২৬. ‘মিউকর’ কী?

  • ক. একটি শৈবাল
  • খ. একটি ফাঙ্গাস ✔️
  • গ. একটি ব্যাকটেরিয়া
  • ঘ. একটি ভাইরাস

২৭. কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?

বিজ্ঞাপন
  • ক. বট
  • খ. আম
  • গ. সুন্দরী ✔️
  • ঘ. নারিকেল

২৮. নিচের কোন ফসলটি লবণাক্ততা মোটেই সহ্য করতে পারে না?

  • ক. তুলা
  • খ. খেজুর
  • গ. আখ ✔️
  • ঘ. শতমূলী

২৯. ‘রবিশস্য’ বলতে কি বোঝায়?

  • ক. গ্রীষ্মকালীন শস্য
  • খ. বর্ষাকালীন শস্য
  • গ. শীতকালীন শস্য ✔️
  • ঘ. শরৎকালীন শস্য

৩০. ইস্ট কী?

  • ক. একটি শৈবাল
  • খ. একটি ফাঙ্গাস ✔️
  • গ. একটি ব্যাকটেরিয়া
  • ঘ. একটি ভাইরাস

৩১. সবচেয়ে বড় ঘাস কোনটি?

  • ক. ধান
  • খ. গম
  • গ. বাঁশ ✔️
  • ঘ. ভুট্টা

৩২. ‘অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?

  • ক. ধান
  • খ. গম
  • গ. কলা ✔️
  • ঘ. ভুট্টা

৩৩. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –

  • ক. পতঙ্গের সাহায্যে
  • খ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে ✔️
  • গ. পানির সাহায্যে
  • ঘ. মানুষের সাহায্যে

৩৪. আনারস কোন জাতীয় ফল?

  • ক. সরল ফল
  • খ. যৌগিক ফল ✔️
  • গ. মিশ্র ফল
  • ঘ. ফলগুচ্ছ

৩৪. আনারস কোন জাতীয় ফল?

  • ক. সরল ফল
  • খ. যৌগিক ফল ✔️
  • গ. মিশ্র ফল
  • ঘ. ফলগুচ্ছ

৩৫. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?

  • ক. নারিকেল
  • খ. গম
  • গ. ভুট্টা
  • ঘ. কাঁঠাল ✔️

৩৬. দুটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?

  • ক. বেলি
  • খ. জবা
  • গ. ধুতরা ✔️
  • ঘ. ডালিয়া

৩৭. পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?

  • ক. বেলি
  • খ. জবা ✔️
  • গ. ধুতরা
  • ঘ. ডালিয়া

৩৮. জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী কে?

  • ক. ব্যাকটেরিয়া
  • খ. ভাইরাস ✔️
  • গ. ফাঙ্গাস
  • ঘ. শৈবাল

৩৯. ভাইরাস কী?

  • ক. কোষহীন জীব ✔️
  • খ. এককোষী জীব
  • গ. বহুকোষী জীব
  • ঘ. প্রোটিন

৪০. ব্যাকটেরিয়া একটি –

  • ক. প্রাক-কেন্দ্রিক ✔️
  • খ. পরাকেন্দ্রিক
  • গ. বহুকেন্দ্রিক
  • ঘ. এককেন্দ্রিক

৪১. যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদেরকে কী বলা হয়?

  • ক. ব্যাকটেরিওফাজ ✔️
  • খ. প্যাথজেনিক
  • গ. রেট্রোভাইরাস
  • ঘ. ফ্ল্যাভিভাইরাস

৪২. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?

  • ক. ব্যাকটেরিয়া
  • খ. ভাইরাস
  • গ. প্যাথজেনিক ✔️
  • ঘ. ফাঙ্গাস

৪৩. কোনটি এন্টিবায়োটিক?

  • ক. ইনসুলিন
  • খ. পেপসিন
  • গ. পেনিসিলিন ✔️
  • ঘ. ইথিলিন

৪৪. এন্টিবায়োটিকের কাজ কী?

  • ক. রোগ নিরাময় করা
  • খ. জীবাণু ধ্বংস করা ✔️
  • গ. ব্যথা কমানো
  • ঘ. রক্ত জমাট বাঁধা

৪৫. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস কী?

  • ক. DNA
  • খ. RNA ✔️
  • গ. প্রোটিন
  • ঘ. লিপিড

৪৬. ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

  • ক. জন্ডিস
  • খ. এইডস
  • গ. নিউমোনিয়া ✔️
  • ঘ. চোখ ওঠা

৪৭. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

  • ক. অ্যানোফিলিস
  • খ. কিউলেক্স
  • গ. এডিস ✔️
  • ঘ. টাইগার

৪৮. কোন ডালের ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

  • ক. মসুর
  • খ. মুগ
  • গ. খেসারী ✔️
  • ঘ. মটর

৪৯. জন্ডিসে আক্রান্ত হয় কোন অঙ্গ?

  • ক. হৃদপিণ্ড
  • খ. যকৃত ✔️
  • গ. বৃক্ক
  • ঘ. ফুসফুস

৫০. যকৃতের রোগ কী?

  • ক. ডায়াবেটিস
  • খ. জন্ডিস ✔️
  • গ. নিউমোনিয়া
  • ঘ. টিউমার

শিরিন আক্তার (ইতি)

I'm Shirin Akter Eity (Eity Hasan). I'm a content writer for the Ovizatri - News & Magazine online news portal. I write content focused on BCS exam preparation and other competitive exams preparation in Bangladesh. I completed my Master's degree in Political Science from Azizul Haque College, Bogura.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button