চাকুরীর প্রস্তুতি

চাকুরীর প্রস্তুতি বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ১০)

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিজ্ঞাপন

বিসিএস ও বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই আর্টিকেলে আপনি পাবেন বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও তাদের সঠিক উত্তর, যা আপনাকে পরীক্ষায় সফল হতে সাহায্য করবে।

১. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী জন্ম হয় কোথায়?

  • (ক) যুক্তরাষ্ট্রে
  • (খ) জার্মানিতে
  • (গ) ইংল্যান্ডে ✔️
  • (ঘ) ফ্রান্সে

২. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কী দেওয়া হয়েছে?

  • (ক) মলি
  • (খ) পলি
  • (গ) ডলি ✔️
  • (ঘ) লিলি

৩. Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?

বিজ্ঞাপন
  • (ক) যুক্তরাষ্ট্রে
  • (খ) কানাডায়
  • (গ) যুক্তরাজ্য ✔️
  • (ঘ) অস্ট্রেলিয়ায়

৪. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?

  • (ক) RNA
  • (খ) প্রোটিন
  • (গ) DNA ✔️
  • (ঘ) এনজাইম

৫. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?

  • (ক) ওয়াটসন
  • (খ) ক্রিক
  • (গ) স্টাসব্লুর্গার ✔️
  • (ঘ) মেন্ডেল

৬. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?

  • (ক) নিউক্লিয়াস
  • (খ) সাইটোপ্লাজম
  • (গ) ক্রোমোজোম ✔️
  • (ঘ) মাইটোকন্ড্রিয়া

৭. মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে তাদের কি বলে?

  • (ক) সেক্স ক্রোমোজোম
  • (খ) হোমোজোম
  • (গ) অটোজোম ✔️
  • (ঘ) হেটারোজোম

৮. একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

বিজ্ঞাপন
  • (ক) ১৯৬টি
  • (খ) ২০৬টি ✔️
  • (গ) ২১৬টি
  • (ঘ) ২২৬টি

৯. করোটিতে কতগুলো অস্থি থাকে?

  • (ক) ২২টি
  • (খ) ২৫টি
  • (গ) ২৯টি ✔️
  • (ঘ) ৩২টি

১০. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?

  • (ক) ৩-৪ লিটার
  • (খ) ৪-৫ লিটার
  • (গ) ৫-৬ লিটার ✔️
  • (ঘ) ৬-৭ লিটার

১১. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

  • (ক) যকৃতে
  • (খ) অস্থিমজ্জায়
  • (গ) প্লীহাতে ✔️
  • (ঘ) হৃদপিণ্ডে

১২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

বিজ্ঞাপন
  • (ক) শর্করা
  • (খ) চর্বি
  • (গ) আমিষ ✔️
  • (ঘ) ভিটামিন

১৩. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

  • (ক) পুষ্টি পরিবহন করা
  • (খ) হরমোন পরিবহন করা
  • (গ) অক্সিজেন পরিবহন করা ✔️
  • (ঘ) বর্জ্য পদার্থ পরিবহন করা

১৪. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কী?

  • (ক) শ্বসন ✔️
  • (খ) পরিপাক
  • (গ) রেচন
  • (ঘ) সঞ্চালন

১৫. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?

  • (ক) A রক্ত গ্রুপকে
  • (খ) B রক্ত গ্রুপকে
  • (গ) O রক্ত গ্রুপকে
  • (ঘ) AB রক্ত গ্রুপকে ✔️

১৬. রক্তের তরল অংশের নাম কী?

  • (ক) প্লাজমা ✔️
  • (খ) প্লেটলেট
  • (গ) লোহিত কণিকা
  • (ঘ) শ্বেত কণিকা

১৭. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

বিজ্ঞাপন
  • (ক) দুটি
  • (খ) তিনটি
  • (গ) চারটি ✔️
  • (ঘ) পাঁচটি

১৮. সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?

  • (ক) হৃদপিণ্ডের প্রসারণ চাপ
  • (খ) হৃদপিণ্ডের সংকোচন চাপ ✔️
  • (গ) রক্তনালীর প্রসারণ চাপ
  • (ঘ) রক্তনালীর সংকোচন চাপ

১৯. কোনটি রক্তের উপাদান নয়?

  • (ক) লোহিতকণিকা
  • (খ) শ্বেতকণিকা
  • (গ) লিউকোপ্লাস্ট ✔️
  • (ঘ) বেসোফিল

২০. লোহিত কণিকার আয়ুষ্কাল কত?

  • (ক) ৯০ দিন
  • (খ) ১০০ দিন
  • (গ) ১১০ দিন
  • (ঘ) ১২০ দিন ✔️

২১. দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

  • (ক) লোহিত কণিকা
  • (খ) শ্বেত কণিকা
  • (গ) প্লাজমা
  • (ঘ) অনুচক্রিকা ✔️

২২. রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?

বিজ্ঞাপন
  • (ক) যকৃতে
  • (খ) প্লীহাতে
  • (গ) লোহিত অস্থিমজ্জায় ✔️
  • (ঘ) হৃদপিণ্ডে

২৩. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কী বলা হয়?

  • (ক) ডায়াস্টল
  • (খ) সিস্টল ✔️
  • (গ) রেচন
  • (ঘ) সঞ্চালন

২৪. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী?

  • (ক) ভেইন
  • (খ) ক্যাপিলারি
  • (গ) আর্টারি ✔️
  • (ঘ) লিম্ফ নালী

২৫. হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

  • (ক) স্বেচ্ছাচারী
  • (খ) অনৈচ্ছিক
  • (গ) মসৃণ
  • (ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক ✔️

২৬. মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

  • (ক) দুটি
  • (খ) তিনটি
  • (গ) চারটি ✔️
  • (ঘ) পাঁচটি

২৭. নাড়ীর স্পন্দন প্রবাহিত কিসের মাধ্যমে?

বিজ্ঞাপন
  • (ক) শিরার মাধ্যমে
  • (খ) ধমনির মাধ্যমে ✔️
  • (গ) লিম্ফ নালীর মাধ্যমে
  • (ঘ) ক্যাপিলারির মাধ্যমে

২৮. ডায়াস্টোল বলতে কি বোঝায়?

  • (ক) হৃদপিণ্ডের সংকোচন
  • (খ) হৃদপিণ্ডের প্রসারণ ✔️
  • (গ) রেচন
  • (ঘ) সঞ্চালন

২৯. শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কে?

  • (ক) যকৃত
  • (খ) প্লীহা
  • (গ) কিডনি ✔️
  • (ঘ) হৃদপিণ্ড

৩০. হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

  • (ক) থার্মোমিটার
  • (খ) ব্যারোমিটার
  • (গ) কার্ডিওগ্রাফ ✔️
  • (ঘ) স্পাইগমোম্যানোমিটার

৩১. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?

  • (ক) আলঝেইমার
  • (খ) পারকিনসন ✔️
  • (গ) মৃগী
  • (ঘ) সিজোফ্রেনিয়া

৩২. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

বিজ্ঞাপন
  • (ক) পরিপাকতন্ত্রের
  • (খ) রেচনতন্ত্রের
  • (গ) সঞ্চালনতন্ত্রের
  • (ঘ) স্নায়ুতন্ত্রের ✔️

৩৩. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম?

  • (ক) রাজ কাঁকড়া ✔️
  • (খ) গাঙ্গেয় ডলফিন
  • (গ) বাঘ
  • (ঘ) মিঠা পানির কুমির

৩৪. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

  • (ক) হাতি
  • (খ) ঘোড়া
  • (গ) উট ✔️
  • (ঘ) গাধা

৩৫. বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?

  • (ক) একটি
  • (খ) দুই ✔️
  • (গ) তিনটি
  • (ঘ) চারটি

৩৬. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে?

  • (ক) কুমির
  • (খ) তিমি
  • (গ) শুশুক ✔️
  • (ঘ) কচ্ছপ

৩৭. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

  • (ক) হাতি
  • (খ) কুমির ✔️
  • (গ) তিমি
  • (ঘ) বাদুর

৩৮. মুক্তা হলো ঝিনুকের –

  • (ক) খাদ্য
  • (খ) প্রদাহের ফল ✔️
  • (গ) বাসস্থান
  • (ঘ) শ্বাসযন্ত্র

৩৯. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

  • (ক) ৯৬.৮ ডিগ্রি (ফা:)
  • (খ) ৯৭.৪ ডিগ্রি (ফা:)
  • (গ) ৯৮.৪ ডিগ্রি (ফা:) ✔️
  • (ঘ) ৯৯.৪ ডিগ্রি (ফা:)

৪০. Historia Animalism গ্রন্থের রচয়িতা কে?

  • (ক) প্লেটো
  • (খ) সক্রেটিস
  • (গ) অ্যারিস্টটল ✔️
  • (ঘ) হিপোক্রেটিস

৪১. পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে যায়?

  • (ক) নাইট্রোজেন
  • (খ) কার্বন ডাই অক্সাইড
  • (গ) অক্সিজেন ✔️
  • (ঘ) হাইড্রোজেন

৪২. মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

  • (ক) ফুসফুস
  • (খ) গিলস ✔️
  • (গ) স্কেলস
  • (ঘ) ফিনস

৪৩. সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ কী?

  • (ক) তারা শীত সহ্য করতে পারে
  • (খ) নিচের পানি কখনও জমাট বাঁধে না ✔️
  • (গ) তারা বরফ খায়
  • (ঘ) তারা বরফের নিচে বাস করে

৪৪. ফিতা কৃমি কি ধরনের প্রাণী?

  • (ক) বহিঃপরজীবী
  • (খ) অন্তঃপরজীবী ✔️
  • (গ) অমেরুদণ্ডী
  • (ঘ) মেরুদণ্ডী

৪৫. কোন প্রাণী জিহ্বার সাহায্যে শোনে?

  • (ক) ব্যাঙ
  • (খ) সাপ ✔️
  • (গ) কুমির
  • (ঘ) তিমি

৪৬. বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • (ক) ঢাকা
  • (খ) চট্টগ্রাম
  • (গ) ময়মনসিংহ ✔️
  • (ঘ) রাজশাহী

৪৭. সর্বপ্রথম ‘ম্যালেরিয়া’ শব্দটি প্রয়োগ করেন কে?

  • (ক) লুই পাস্তুর
  • (খ) রবার্ট কচ
  • (গ) টার্ট ✔️
  • (ঘ) এডওয়ার্ড জেনার

৪৮. জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়?

  • (ক) গ্রিক
  • (খ) ল্যাটিন ✔️
  • (গ) ইংরেজি
  • (ঘ) ফরাসি

৪৯. প্রোটিন তৈরি হয় –

  • (ক) কার্বোহাইড্রেট দিয়ে
  • (খ) লিপিড দিয়ে
  • (গ) অ্যামিনো অ্যাসিড দিয়ে ✔️
  • (ঘ) ভিটামিন দিয়ে

৫০. ডিমে কোন ভিটামিন নেই?

  • (ক) ভিটামিন – এ
  • (খ) ভিটামিন – বি
  • (গ) ভিটামিন – ডি
  • (ঘ) ভিটামিন – সি ✔️


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Related Articles

Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading