চাকুরীর প্রস্তুতি বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৮)
পরমাণু, মৌল, যৌগ এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত প্রশ্নোত্তর
বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। পরমাণু, মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
১. বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম কী?
উত্তর: পরমাণু
২. কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তর: ঊর্ধ্বপাতন
৩. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
উত্তর: ফিশন
৪. যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়,তাদের কি বলা হয়?
উত্তর: আইসোটোন
৫. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
উত্তর: আইসোটোপ
৬. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়?
উত্তর: পরমাণু
৭. নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N পারমাণবিক ভর সংখ্যা?
উত্তর: A = P+N
৮. কোনটিতে ঋণাত্মক আধান থাকে? (ইলেকট্রন/প্রোটন/নিউটন)
উত্তর: ইলেকট্রন
৯. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৩৩
১০. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
উত্তর: কার্বন
১১. কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?
উত্তর: কার্বন ডাই – অক্সাইড
১২. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
উত্তর: হীরা
১৩. ‘ড্রাই আইস (dry ice)’ কী?
উত্তর: কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
১৪. ওয়াটার গ্যাস নামে পরিচিত?
উত্তর: কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
১৫. পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
উত্তর: হীরক
১৬. বহুরূপী মৌল কোনটি? (কার্বন/সোডিয়াম/ক্যালসিয়াম/অ্যালুমিনিয়াম)
উত্তর: কার্বন
১৭. কার্বোহাইড্রেটে C,H,O- এর অনুপাত কত?
উত্তর: ১:২:১
১৮. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? (গ্লিসারিন/ফিটকিরি/সোডিয়াম ক্লোরাইড/ক্যালসিয়াম কার্বোনেট)
উত্তর: ক্যালসিয়াম কার্বোনেট
১৯. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর: সালফিউরিক
২০. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
উত্তর: নাইট্রিক অ্যাসিড
২১. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় কেন?
উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য
২২. টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কী?
উত্তর: মনোসোডিয়াম গ্লুটামেট
২৩. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
উত্তর: পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
২৪. pH কী?
উত্তর: এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
২৫. রক্তের pH কত?
উত্তর: 7.35-7.45
২৬. pH স্কেলের বিস্তৃতি কত?
উত্তর: ০-১৪
২৭. মানুষের রক্তের pH কত?
উত্তর: ৭.৪
২৮. বিশুদ্ধ পানির pH কত?
উত্তর: ৭
২৯. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় কী?
উত্তর: দস্তা
৩০. জীবজগতের মধ্যে সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
উত্তর: গামা রশ্মি
৩১. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?(লৌহ/ইউরেনিয়াম/প্লুটোনিয়াম/নেপচুনিয়াম)
উত্তর: লৌহ
৩২. বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
উত্তর: CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
৩৩. বায়ুমন্ডলে কার্বন ডাই – অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
উত্তর: ২৫%
৩৪. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
উত্তর: কার্বন ডাই – অক্সাইড
৩৫. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস থাকে?
উত্তর: কার্বন মনোক্সাইড
৩৬. সাবান তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তর: চর্বি
৩৭. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়?
উত্তর: অ্যানোডে
৩৮. কোনটি জারক পদার্থ নয়? (হাইড্রোজেন/অক্সিজেন/ক্লোরিন/ব্রোমিন)
উত্তর: হাইড্রোজেন
৩৯. জারণ বিক্রিয়ায় কী ঘটে?
উত্তর: ইলেকট্রন বর্জন
৪০. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে কী থাকে?
উত্তর: কার্বন দণ্ড ও দস্তার কৌটা
৪১. ক্যাথোডকে কী বলে?
উত্তর: ঋণাত্মক তড়িৎদ্বার
৪২. ‘তড়িৎ বিশ্লেষণ’ সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর: ফ্যারাডে
৪৩. ইলেকট্রিক বাল্ব- এর ফিলামেন্ট কী দ্বারা তৈরি?
উত্তর: টাংস্টেন
৪৪. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? (জিপসাম/সালফার/সোডিয়াম/খনিজ লবণ)
উত্তর: জিপসাম
৪৫. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: পারদ
৪৬. সংকর ধাতু পিতলের উপাদান কী কী?
উত্তর: তামা ও দস্তা
৪৭. কোনটি অর্ধ- পরিবাহী (Semi-conductor) নয়? (লোহা/সিলিকন/জার্মেনিয়াম/গ্যালিয়াম)
উত্তর: লোহা
৪৮. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
উত্তর: ফিটকিরি
৪৯. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
উত্তর: ম্যাগনেসিয়াম
৫০.তামার সাথে কোনটি মেশালে পিতল হয়?
উত্তর: দস্তা (জিংক)
Discover more from অভিযাত্রী
Subscribe to get the latest posts sent to your email.