মুভি রিভিউ

‘ওয়েদারিং উইথ ইউ (Weathering with You)’, প্রেম, আত্মত্যাগ এবং প্রকৃতির সঙ্গে লড়াই

এক মেয়ের জাদুকরী ক্ষমতা এবং এক ছেলের অসাধারণ ভালোবাসা

বিজ্ঞাপন

‘ওয়েদারিং উইথ ইউ (Weathering with You)’ একই পরিচালকের একটি সুন্দর এবং স্পর্শকাতর অ্যানিমে ফিল্ম যিনি ‘ইওর নেম’ নামের মাস্টারপিস ও তৈরি করেছেন। ‘হোদাকা’ নামক একজন ছেলে যে একটি দ্বীপে তার বিরক্তিকর জীবন থেকে পরিত্রাণ পেতে টোকিওর বড় শহরে পালিয়ে যায়। সেখানে, তার প্রথমবারের মত দেখা হয় ‘হিনা’র সাথে, একটি মেয়ে যার কাছে একটি জাদুকরী ক্ষমতা রয়েছে; সে বৃষ্টি থামাতে এবং প্রার্থনা করে সূর্য কিরণ বের করে আনতে পারে।

হোদাকা এবং হিনা একটি ব্যবসা শুরু করে। যেখানে তারা বিশেষ অনুষ্ঠানের জন্য পরিষ্কার আবহাওয়া প্রয়োজন এমন লোকদের সাহায্য করে। তারা একসাথে অনেক মজা করে, কিন্তু তারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়। হিনার এই জাদুকরি ক্ষমতা ব্যবহারের পরিবর্তে একটি ভয়ানক মূল্য চোকাতে হয়। যতবার সে এটি ব্যবহার করে, ততবার তার অস্তিত্ব যেন মলিন হতে থাকে, তার শরীরের ঘনত্ব কমতে থাকে। এছাড়া তাদের পুলিশের সাথেও মোকাবিলা করতে হয়, যারা হোদাকা পলাতক হওয়ার কারণে এবং দুর্ঘটনাক্রমে তার কাছে পাওয়া বন্দুক থাকার কারণে তার পেছনে লেগে আছে।

হোদাকা এবং হিনা প্রেমে পড়ে এবং একসাথে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু হিনা অবশেষে আকাশের হাতে বন্দী হয়। হোদাকা তাকে বাঁচানোর জন্য সবকিছুর ঝুঁকি নেয়, কিন্তু সে একটি বিশাল বিপর্যয়ও ঘটায়। সে টোকিওকে জলে প্লাবিত করে। তিন বছর পর, হোদাকা টোকিওতে ফিরে আসে এবং হিনাকে জীবিত দেখতে পায়, কিন্তু তার উপহার ছাড়াই। তারা একে অপরকে আবার দেখতে পেরে খুশি এবং আবহাওয়া যেমনই হোক না কেন একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়।

আসলে, হিনা যখন তার সুপার পাওয়ার ব্যবহার করার কারনে ক্রমশ অদৃশ্য হতে থাকে আর তা দেখে ‘হোদাকা’ যেভাবে আতংকিত হয়। প্রিয়জনকে হারানো ভয় সৃষ্টি হয়, তা আপনিও অনুভব করবেন। একবারের জন্য হলেও আপনার নিজেকে হোদাকা বলে মনে হবে। হয়তো অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করবেন ‘হিনা’ যেন ফিরে আসে।

এরপর আবার যখন হোদাকা ও হিনা মিলিত হয় তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তা মোটেও কৃত্রিম হবে না। এমন হ্যাপি এন্ডিং কে না আশা করে বলুন? একে এপরের প্রেমে বিভোর থাকা দুই মানুষ যখন চিরতরে আলাদা হয়ে যায়, আবার একটা বিশাল সারপ্রাইজ এর মত পুনরায় মিলিত হয় এর চেয়ে ভালো শেষ আর কি ই বা হতে পারে?

বিজ্ঞাপন

এটি শুধুমাত্র হিনা ও ‘হোদাকা’র জন্য ভালো একটি শেষ ছিল। কেননা টোকিওবাসীর জীবনে তখনো চলমান ছিলো অভিশাপ স্বরুপ কখনো শেষ না হওয়া এক অঝর বৃষ্টি, আর সেই সাথে মহাপ্লাবন। এমনকি হিনা ফিরে আসার পরেও এই দুর্যোগ চলতে থাকে। হিনা প্রথমে তার সুপার পাওয়ার ব্যবহার করত তাদের এই দুর্দশা দূর করতে, তবে শুরুর দিকে তা ছিলো অত্যন্ত সীমিত পর্যায়ে।

এরপর যখন হোদাকার সাথে তার দেখা হয়, দুজন মিলে এই ব্যাপারটা অনেক দূরে নিয়ে চলে যায়। হিনা তার ক্ষমতা ব্যবহার করতে থাকে, সে নিজের অস্তিত্ব হারাতে থাকে। একসময় হিনা মনে করে যেহেতু তার এই ক্ষমতা রয়েছে, সুতরাং এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্যও রয়েছে। সে সিদ্ধান্ত নেয় নিজেকে উৎসর্গ করে এই প্রতিকূল দূর্যোগের সমাপ্তি ঘটাবে।

এটি একটি প্রেমের মহাকাব্য বলা যেতে পারে, তবে প্রেমের সাথে পরিবেশতগত ভারসাম্যের যে সংযোগ স্থাপন করেছেন পরিচালক মহাশয় তা প্রশংসনীয়। তবে আর দশটা সিনেমায় যেখানে নায়ক বা নায়িকা সাধারণ মানুষ ও প্রকৃতি বাঁচাতে জীবন উৎসর্গ করে দেয়, এখানে তার বিপরীত দৃশ্য দেখা যায়। ‘হিনা’ ও ‘হোদাকা’ মিনে করে এই প্রতিকূল পরিবেশের দায়ভার তাদের নয়, বরং তাদের অধিকার আছে এক শান্তিপূর্ণ জীবন যাপনের।

তো, এই ছিলো ‘ওয়েদারিং উইথ ইউ’ এর গল্প, এটি একটি স্টোরি টেলিং হিসেবেই লিখছি আমি। যেন আপনার মনে আগ্রহ জাগাতে পারি এই এনিমে মাস্টারপিস দেখার। সেরা কিছু এনিমে সম্পর্কে আরো জানতে আমাদের সাথেই থাকুন।

বিজ্ঞাপন


Discover more from অভিযাত্রী

Subscribe to get the latest posts sent to your email.

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আমিনুর রহমান

কন্টেন্ট রাইটার, দ্য ব্যাকস্পেস জার্নাল টিম

Related Articles

Leave a Reply

বিজ্ঞাপন
Back to top button

Discover more from অভিযাত্রী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading