এই আর্টিকেলটিতে ৫০টি বহু-বিকল্প প্রশ্ন (MCQ) রয়েছে যা বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে আপনার জ্ঞান পরীক্ষা করবে। প্রশ্নগুলি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
- সাধারণ জ্ঞান
- বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি
- বিজ্ঞান
- কম্পিউটার ও প্রযুক্তি
- ভূগোল
- বিশ্ব ঘটনা
এই MCQ গুলি BCS, SSC, HSC, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য উপযোগী।
১. বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো –
উত্তর: ব্রাজিল
২. গ্রিন হাউস গ্যাস নির্গমন-হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি?
উত্তর: কিয়োটো প্রটোকল
৩. Asia-Pacific Economic Co-operation (APEC) কবে গঠিত হয়?
উত্তর: ১৯৮৯ সালে
৪. ‘V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: জলবায়ু পরিবর্তন
৫. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
উত্তর: বাতাসে জলীয়বাষ্প কম থাকে বলে
৬. কোনটিতে শ্বসন ঘটে না?
(ক) নিউক্লিয়াসে
(খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) সাইট্রোপ্লাজমে
(ঘ) কোনটিই নয়
উত্তর: (ক) নিউক্লিয়াসে
৭. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র –
উত্তর: সিসমোগ্রাফ
৮. আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় –
উত্তর: লাভা
৯. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
উত্তর: সিলিকন
১০. পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
উত্তর: Network
১১. বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বাইগার
১২. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন –
উত্তর: সম্রাট আকবর
১৩. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন?
উত্তর: তৎকালীন রেসকোর্স ময়দানে
১৪. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার (দ্বাদশ সংসদ নির্বাচনসহ) জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
উত্তর: ৮ বার
১৫. সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি?
উত্তর: নারিকেল জিনজিরা
১৬. স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
উত্তর: শহীদ মিনার
১৭. বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার কোনটি?
উত্তর: বাংলা একাডেমি পুরষ্কার
১৮. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর
১৯. বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় –
উত্তর: ১৯৭২ সালে
২০. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর: তিতাস
২১. উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
উত্তর: ডা. জোহরা বেগম কাজী
২২. বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৮০ সালে
২৩. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
উত্তর: হুমায়ুন রশিদ চৌধুরী
২৪. ‘ফালুজা’ শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: ইরাক
২৫. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
উত্তর: রোম
২৬. পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ –
উত্তর: চিলি
২৭. পরিবেশ বিষয়ক ‘Kyoto Protocol’ কোন দেশে স্বাক্ষরিত হয়?
উত্তর: জাপান
২৮. এপেক (APEC) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: সিঙ্গাপুর
২৯. জি-২০ ভুক্ত এশীয় দেশ কয়টি?
উত্তর: ৭টি
৩০. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
উত্তর: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
৩১. ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নত জাত?
উত্তর: কলা
৩২. তড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কারক হলেন –
উত্তর: ফ্যারাডে
৩৩. ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে?
উত্তর: সোডিয়াম
৩৪. বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
উত্তর: কম্পিউটার জগৎ
৩৫. মোবাইল কমিউনিকেশন ‘4G’ এর ক্ষেত্রে ‘3G’ এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
উত্তর: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
৩৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান –
উত্তর: টুঙ্গিপাড়া
৩৭. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে
৩৮. ঢাকা শহরে গোড়া পত্তন হয় কোন আমলে?
উত্তর: মুঘল আমলে
৩৯. বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর: সংবিধান
৪০. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর: ৮ বর্গ কিলোমিটার
৪১. জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়?
উত্তর: ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর
৪২. ‘একুশে গ্রন্থমেলা’র আয়োজক সংস্থার নাম কি?
উত্তর: বাংলা একাডেমি
৪৩. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী
৪৪. ‘সোনা মসজিদ’ স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
৪৫. রংপুর জেলার রাণীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে?
উত্তর: কয়লা
৪৬. বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?
উত্তর: নাজমুন আরা সুলতানা
৪৭. বাংলাদেশে এশিয়ান গেমসে প্রথম কবে অংশগ্রহণ করেছিল?
উত্তর: ১৯৭৮ সালে
৪৮.জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
উত্তর: সাধারণ পরিষদের অধিবেশন
৪৯. ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
উত্তর: এশিয়া ও ইউরোপ
৫০. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
উত্তর: লাসা