বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০৫)
বিসিএসের জন্য বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর
বিসিএসের জন্য বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর: বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ক প্রস্তুতি নিতে এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে।
১. ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত?
উত্তর: ৩৬.৯° সেলসিয়াস
২. পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?
উত্তর: ড. অটো
৩. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কেন?
উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণের বাধা দেয়
৪. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়?
উত্তর: ১৫ – ২০ মিনিট
৫. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
উত্তর: আর্দ্রতার অভাবে
৬. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস কীরূপ পরিবর্তন হবে?
উত্তর: কমবে
৭. পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
উত্তর: শূন্য
৮. সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?
উত্তর: ০°C
৯. সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? (লোহা/তামা/সীসা/ব্রোঞ্জ)
উত্তর: তামা
১০. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কেন?
উত্তর: কাচ তাপ কুপরিবাহী
১১. একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কীরূপ পরিবর্তন হবে?
উত্তর: বৃদ্ধি পাবে
১২. ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি?
উত্তর: ২১২°
১৩. শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
উত্তর: বাতাসে জলীয়বাষ্প কম থাকে বলে
১৪. একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত কত?
উত্তর: 98.4°F
১৫. আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়?
উত্তর: দূরত্ব
১৬. আইনস্টাই নোবেল পুরষ্কার পান কী জন্য?
উত্তর: আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
১৭. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
১৮. কোন আলোক তরঙ্গ (Light spectrum) মানব চোখে দেখতে পায়?
উত্তর: ৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
১৯. লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
উত্তর: কালো
২০. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং – এর ছবি ব্যবহার করা হয়?
উত্তর: ৩টি
২১. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোন রশ্মির?
উত্তর: গামা রশ্মি
২২. যে মসৃনতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
উত্তর: দর্পণ
২৩. রংধনু সৃষ্টির সময় পানির কথাগুলো কিসের কাজ করে?
উত্তর: প্রিজমের
২৪. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো কী কী?
উত্তর: লাল, নীল, সবুজ
২৫. রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কি কী?
উত্তর: নীল, সবুজ, লাল
২৬. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ কোন আলোতে?
উত্তর: লাল আলোতে
২৭. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
উত্তর: লাল
২৮. কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
উত্তর: বেগুনী
২৯. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উত্তর: বেগুনী
৩০. কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম?
উত্তর: বেগুনী
৩১. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি?
উত্তর: লাল
৩২. বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
৩৩. আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
উত্তর: ৩ লক্ষ কিলোমিটার
৩৪. মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ কীরূপ হয়?
উত্তর: উত্তল দর্পণ
৩৫. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
উত্তর: শূন্য
৩৬. একটি বাল্বে ‘60W – 220V’ লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
উত্তর: 806.67 ওহম (Ohm)
৩৭. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কী?
উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র
৩৮. কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর: রূপা
৩৯. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? (তামা/লোহা/রূপা/রাবার)
উত্তর: রাবার
৪০. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
উত্তর: ৫০ হার্জ
৪১. আকাশে বিদ্যুৎ চমকায় কখন?
উত্তর: মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
৪২. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ পৃষ্ঠ হয় না, কেন?
উত্তর: মাটির সংযোগ হয় না
৪৩. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন?
উত্তর: অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
৪৪. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
উত্তর: বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
৪৫. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে কোন পদ্ধতিতে?
উত্তর: স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
৪৬. কিভাবে সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব?
উত্তর: ষ্টোরেজ ব্যাটারির মাধ্যমে
৪৭. বৈদ্যুতিক মটর কী করে?
উত্তর: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
৪৮. সাধারণত ড্রাইসেলের ইলেকট্রোড হিসেবে কী রয়েছে?
উত্তর: কার্বন দণ্ড ও দস্তার কৌটা
৪৯. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কী?
উত্তর: এতে বিদ্যুতের অপচয় কম হয়
৫০. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর: ডায়নামো