এই আর্টিকেলে বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান এবং আরও অনেক বিষয় সম্পর্কে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশ্ন উত্তর সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন।
এই প্রশ্নগুলি আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য এবং বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য শেখাার জন্য একটি চমৎকার উপায়।
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?
উত্তর: ৩ মার্চ, ১৯৭১ সালে
২. ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
(ক) খাজা নাজিমউদ্দিন
(খ) মোহাম্মদ আলী জিন্নাহ
(গ) মো. নূরুল আমীন
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তর: (ঘ) উপরের কোনটিই নয়
৩. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কতভাবে ভাগ করা হয়?
উত্তর: ২ ভাগে
৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: করতোয়া
৫. বাংলাদেশে কয়টি আদমশুমারি হয়েছে?
উত্তর: ছয়টি
৬. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: সিলেটের লালখানে
৭. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো –
উত্তর: পূর্ব জার্মানি
৮. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
৯. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: মেহেরপুরে
১০. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
উত্তর: ২০°৩৪’ – ২৬°৩৮’
১১. বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত –
উত্তর: টঙ্গীতে
১২. ধান গবেষণা ইন্সটিটিউটের সংক্ষিপ্ত নাম কি?
উত্তর: BRRI
১৩. মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে?
উত্তর: অনেকগুলো দ্বীপ নিয়ে
১৪. কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?
উত্তর: ক্যালডীয়রা (ক্যালডীয়া স্থানটি ছিল মেসোপটেমিয়ার দক্ষিণ প্রান্তে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মোহনার কাছে)
১৫. কোন সাল থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে?
উত্তর: ১৮৯০ সাল
১৬. ১৪ নভেম্বর ২০২৩ কোন দেশ ICC এর ১২৪ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: আর্মেনিয়া
১৭. নীলনদ কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর: ভূমধ্যসাগরে
১৮. ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?
উত্তর: ১৯৪৬
১৯. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
উত্তর: নিউজিল্যান্ড
২০. পরাগায়ন কত প্রকার?
উত্তর: দুই
২১. আদর্শ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তর: সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার
২২. যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো –
উত্তর: ইনসুলিন (Insulin)
২৩. বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
উত্তর: ওয়াট (ইংরেজি: Watt); এর প্রতীক হচ্ছে W এবং এটি আন্তর্জাতিক একক (SI একক) পদ্ধতিতে ক্ষমতার একক। ওয়াট নামটি রাখা হয়েছে ইংরেজ বিজ্ঞানী ও বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট (১৭৩৬ – ১৮১৯) এর নামানুসারে।
২৪. কম্পিউটার কাজে গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: ন্যানো সেকেন্ড (১ সেকেন্ড এর ১০০ কোটি ভাগের এক ভাগকে ১ ন্যানো সেকেন্ড বলে।)
২৫. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় –
উত্তর: টেলিমেডিসিন
ব্যাখ্যা: টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়াকে দূরচিকিৎসা (ইংরেজি: Telemedicine) বলা হয়।
২৬. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রথম নারী উপাচার্য কে?
উত্তর: ড. সাদেকা হালিম
২৭. ‘BADC (Bangladesh Agricultural Development Corporation)’ কি?
উত্তর: কৃষি উন্নয়ন
২৮. বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি?
উত্তর: মিরসরাই
২৯. প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান –
উত্তর: ময়নামতি
৩০. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তা হলো –
উত্তর: কর্কটক্রান্তি রেখা
৩১. কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: ১৯৫৬
৩২ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: কলিঙ্গের যুদ্ধ
৩৩. ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন?
উত্তর: সাধারণ পরিষদে
৩৪. ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১ সাল
৩৫. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
উত্তর: ট্রপিক অব ক্যানসার
ব্যাখ্যা: ট্রপিক অব ক্যান্সারের বাংলা প্রতিশব্দ হলো কর্কটক্রান্তি রেখা এবং ট্রপিক অব ক্যপ্রিকন হলো মকরক্রান্তি রেখা উত্তর গোলোর্ধে ২৩.৫ উত্তর অক্ষাংশে অবস্থিত এবং এটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে।
৩৬. জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান –
উত্তর: চট্টগ্রাম
৩৭. বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উত্তর: শ্রীমঙ্গল
৩৮. বাংলাদেশ কমনওয়েলথের কত তম সদস্য?
উত্তর: ৩৪ তম
৩৯. ‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?
উত্তর: ভারত
ব্যাখ্যা: ভারতের জাতীয় নিরাপত্তা প্রহরী ‘ব্ল্যাক ক্যাট’। এরা অত্যন্ত দুর্ধর্ষ ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এদের পোশাক কালো।
৪০. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: আমাজন নদী
৪১. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল
৪২. বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর –
উত্তর: ১৪ অক্টোবর
ব্যাখ্যা: পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।
৪৩. প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে –
উত্তর: ব্রিটেনে
৪৪. প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
উত্তর: ব্যাবিলন
৪৫. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে?
উত্তর: অক্সিজেন
৪৬. আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি?
উত্তর: ঘনমিটার
ব্যাখ্যা: মিটার হলো দৈর্ঘ্য (বা প্রস্থ, বা উচ্চতা) পরিমাপের একটি একক। এটাকে বলা হয় এক মাত্রার পরিমাপ। বর্গমিটার হলো ক্ষেত্রফল, অবস্থান বা জায়গা (দৈর্ঘ্য X প্রস্থ) পরিমাপের একক। এটা হলো দুই মাত্রার পরিমাপ। আর ঘনমিটার হলো আয়তন (ধারণক্ষমতার পরিমাণ, দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা) পরিমাপের একক। তিন মাত্রার পরিমাপ।
৪৭. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
উত্তর: হরমোন
৪৮. কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
উত্তর: শিম
৪৯. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো –
উত্তর: এনিয়াক (ENIAC)
৫০. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে –
উত্তর: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়