চাকুরীর প্রস্তুতি

বিসিএস ও প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য (পর্ব – ০১)

বিজ্ঞাপন

এই আর্টিকেলটি বিশেষভাবে বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান, এবং আরও অনেক বিষয় সম্পর্কে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশ্ন উত্তর সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন।

এই প্রশ্নগুলি আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য এবং বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য শেখাার জন্য একটি চমৎকার উপায়।

১. বাংলাদেশের জলবায়ু কী ধরণের?
উত্তর: ক্রান্তীয় মৌসুমি জলবায়ু

২. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়া

৩. আর্য জাতি কোন দেশ থেকে এসেছে?
উত্তর: ইরান

বিজ্ঞাপন

৪. বাংলাদেশে প্রচলিত সব আইন একত্র করে ‘দ্য বাংলাদেশ কোড’ প্রকাশ করা হয় কত খণ্ডে?
উত্তর: ৪৭ খণ্ডে

৫. প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
উত্তর: ২ ফেব্রুয়ারি

৬. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় –
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়।

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার কবে হত্যা করা হয়?
উত্তর: ১৫ আগস্ট, ১৯৭৫ সাল

৮. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত

বিজ্ঞাপন

৯. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে –
উত্তর: ৩টি

১০. বাংলার প্রাচীনতম শিলালিপি ‘ব্রাহ্মী লিপি’ কোথায় পাওয়া যায়?
উত্তর: মহাস্থানগড়

১১. কর্ণফুলী পেপার মিলস্ কোথায় অবস্থিত?
উত্তর: রাঙামাটির চন্দ্রঘোনায়

১২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬ তম

১৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
উত্তর: পূর্ব জার্মানি

বিজ্ঞাপন

১৪. গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: নির্বাচন

১৫. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী –
উত্তর: আমাজন নদী

১৬. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: লীগ অব নেশনস (সম্মিলিত জাতিপুঞ্জ)

১৭. কোন তারিখে ‘বিশ্ব বেতার দিবস’ পালিত হয়?
উত্তর: ১৩ ফেব্রুয়ারি

১৮. পৃথিবীতে কতটি মহাদেশ আছে?
উত্তর: ৭

বিজ্ঞাপন

১৯. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি?
উত্তর: লৌহ

২০. পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তর: জবা

২১. কোনটি মৌলিক পদার্থ?
উত্তর: লোহা

২২. কোনটি বলের একক?
উত্তর: নিউটন

২৩. প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তর: নিউরন

বিজ্ঞাপন

২৪. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর: হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন

২৫. সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক কে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট

২৬. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
উত্তর: ৮৮°০১’ থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমাংশে

২৭. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি স্থানে

২৮. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তে বাংলা সাল কত ছিল?
উত্তর: ১৩৫৮

বিজ্ঞাপন

২৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি দিন ছিলো?
উত্তর: বৃহস্পতিবার

৩০. ভূ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে?
উত্তর: টারশিয়ারি যুগে

৩১. বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়?
উত্তর: ১০ বছর

৩২. বাংলাদেশের বড় পেপার মিল কোনটি?
উত্তর: কর্ণফুলী

৩৩. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
উত্তর: ২০৩ সেন্টিমিটার (২০৩০ মিলিমিটার, বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১° সে.)

বিজ্ঞাপন

৩৪. বাংলাদেশে কত সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সাল

৩৫. “গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা” – উক্তিটি কার?
উত্তর: লর্ড ব্রাইস

৩৬. “আপনি আসুন, দেখুন, বিচার করুন” – এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলছিলেন –
উত্তর: টেলিফোনে

৩৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি?
উত্তর: গানের ডালি।

৩৮. বাংলাদেশের সবচেয়ে পুরোনো ঐতিহাসিক স্থান কোনটি?
উত্তর: মহাস্থানগড়

৩৯. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ফেব্রুয়ারি ২২, ১৯৭৪

৪০. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়?
উত্তর: হায়ারোগ্লিফিক্স (Hieroglyphic)

৪১. ‘লীগ অব নেশনস’ – এর জন্ম কত সালে?
উত্তর: ১৯২০ সালে

৪২. কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়?
উত্তর: শিকাগো

৪৩. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
উত্তর: মালদ্বীপ

৪৪. পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
উত্তর: জর্ডান

৪৫. পানি বরফে পরিণত হলে কী ঘটবে?
উত্তর: আয়তন বেড়ে যাবে

৪৬. একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়?
উত্তর: নিউরন

৪৭. সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কোনটি?
উত্তর: হিমাংক

৪৮. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় –
উত্তর: লাল আলোতে

৪৯. কম্পিউটার একটি –
উত্তর: হিসাবকারী যন্ত্র

৫০. ইন্টারনেটের জনক কে?
উত্তর: ভিন্টন গ্রে ‘ভিন্ট’ সার্ফ (Vinton Gray Cerf.)

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শিরিন আক্তার (ইতি)

স্নাতকোত্তর, রাষ্ট্রবিজ্ঞান, আজিজুল হক কলেজ, বগুড়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন
Back to top button