বিসিএস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ৫০টি MCQ
বিসিএস এবং প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য ৫০টি বহু-নির্বাচনী প্রশ্ন (MCQ)
এই ৫০টি বহু-নির্বাচনী প্রশ্ন (MCQ) বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের ধরণ এবং কঠিনতা স্তর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। প্রশ্নগুলো বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞান এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করে।
এই MCQ গুলো বিসিএস এবং অন্যান্য প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রার্থীদের সাহায্য করবে এবং বিভিন্ন বিষয়ের উপর তাদের জ্ঞান পরীক্ষা করার একটি উপায় প্রদান করবে।
বিশেষ দ্রষ্টব্য: MCQ গুলো শুধুমাত্র একটি গাইড হিসেবে ব্যবহার করা উচিত। পরীক্ষার জন্য সফলভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, প্রার্থীদের অবশ্যই পাঠ্যপুস্তক এবং অন্যান্য প্রাসঙ্গিক স্টাডি মেটেরিয়াল ব্যবহার করতে হবে।
১. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: দক্ষিণ কোরিয়া
৩. ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’ এর সদরদপ্তর –
উত্তর: ভিয়েনা
৪. ভূটানের রাষ্ট্রীয় ফুল কোনটি?
উত্তর: নীল পপি
৫. ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত?
উত্তর: ৩৬.৯
৬. সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে –
উত্তর: স্বভোজী
৭. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র –
উত্তর: ট্যাকোমিটার
৮. জোয়ার – ভাঁটা হয় কোন গতির কারণে?
উত্তর: আহ্নিক গতি
৯. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
(ক) C
(খ) DOS
(গ) CP/M
(ঘ) XENIX
উত্তর: (ক) C
১০. Bluetooth কিসের উদাহরণ?
উত্তর: Personal Area Network
১১. নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
উত্তর: জাতীয় শিশু দিবস
১২. কোন মোগল সুবাদার বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
উত্তর: মুর্শিদকুলী খান
১৩. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন –
উত্তর: Nikolai Podgorny
১৪. মাত্র ১টি সংসদীয় আসন –
উত্তর: রাঙ্গামাটি জেলায়
১৫. ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?
উত্তর: ০ টি
১৬. বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকারের নাম কি?
উত্তর: খন্দকার নুরুল আলম
১৭. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
উত্তর: বর্ধমান হাউস
১৮. কার্জন হল কত সালে নির্মিত হয়?
উত্তর: ১৯০৪ সাল
১৯. ‘পায়রা সমুদ্র বন্দর’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: পটুয়াখালী
২০. ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি?
উত্তর: বাগদা চিংড়ি
২১. যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সাল
২২. কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?
উত্তর: ১৯৭২ সালে
২৩. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
উত্তর: ১৯৮৮ সাল
২৪. সুইডেন এর মুদ্রার নাম কি?
উত্তর: ক্রোনা
২৫. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
উত্তর: জেরুজালেম
২৬. গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২৭. জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: প্যারিস
২৮. শিল্পোন্নত দেশেগুলোর সংগঠন জি-৭ এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে?
উত্তর: রাশিয়া
২৯. জার্মানির বিমান সংস্থার নাম কী?
উত্তর: লুফথানসা
৩০. একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা –
উত্তর: বৃদ্ধি পাবে
৩১. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় –
উত্তর: অপুষ্পক উদ্ভিদ
৩২. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
(ক) COD > BOD
(খ) COD < BOD
(গ) COD = BOD
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (ক) COD > BOD
৩৩. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র –
উত্তর: অডিওমিটার
৩৪. Integrated Circuit (IC) তৈরিতে কোন দ্রব্যটি ব্যবহৃত হয়?
উত্তর: সিলিকন
৩৫. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
উত্তর: TV রিমোর্ট কন্ট্রোলে
৩৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭ মার্চ, ১৯২০ সালে
৩৭. পলাশীর যুদ্ধ কখন হয়েছিল?
উত্তর: ২৩ জুন, ১৭৫৭ সাল
৩৮. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে –
উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৭১ সাল
৩৯. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২
৪০. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা
৪১. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার কোনটি?
উত্তর: স্বাধীনতা পদক
৪২. ‘বাংলা একাডেমি’ পুরষ্কার কবে থেকে প্রবর্তিত হয়?
উত্তর: ১৯৬০ সাল
৪৩. বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: রাজশাহী জেলায় ১৯১০ সালে
৪৪. বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন?
উত্তর: কামরুল হাসান
৪৫. বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
উত্তর: হরিপুর
৪৬. বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
উত্তর: মৃত্যুদণ্ড
৪৭. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে?
উত্তর: লস এঞ্জেলস
৪৮. বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে?
উত্তর: ৩টি
৪৯. প্রাচ্যের ভেনিস কোনটি?
উত্তর: ব্যাংকক
৫০. ‘City of Love & Light’ কোথায়?
উত্তর: প্যারিস
Discover more from অভিযাত্রী
Subscribe to get the latest posts sent to your email.