স্বার্থপর হোন, দুগ্ধবতী গাভী হবেন না

‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে নেতৃত্ব শেখাচ্ছিলেন তখন খুব মূল্যবান একটি বিষয় জানান। শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাবা বুদ্ধি দেন, “যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে। কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চা-ও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিলটা দিয়ে দেয়।”

Dec 29, 2023 - 22:30
Dec 29, 2023 - 17:02
 0  34
স্বার্থপর হোন, দুগ্ধবতী গাভী হবেন না
স্বার্থপর হোন, দুগ্ধবতী গাভী হবেন না

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে নেতৃত্ব শেখাচ্ছিলেন তখন খুব মূল্যবান একটি বিষয় জানান। শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাবা বুদ্ধি দেন, “যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে। কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চা-ও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিলটা দিয়ে দেয়।”


শুভ্র প্রশ্ন করলো, “আমি প্রথম শ্রেণীর ফুল বগি বুক করতে পারি কিন্তু সামান্য চায়ের বিল দিতে পারি না?”


প্রতুত্তরে শুভ্রের বাবা বললেন, “না তুমি পারো না। কারণ যে মুহূর্তে তুমি সব টাকা দেয়া শুরু করবে তখন থেকে তোমাকে সকলে মনে করবে একটা দুগ্ধবতী গাভী। যাকে যখন ইচ্ছে দোয়ানো যায়। তোমাকে বন্ধুদের বোঝাতে হবে যে, তুমি চাইলেই টাকা খরচ করতে পারো, কিন্তু কখন খরচটা করবে ব্যাপারটা তোমার মুডের উপর নির্ভর করে।”


আমার মনে হয়, এই দর্শন শুধু টাকার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যেসব মানুষগুলো একটু সহানুভূতিশীল হয়ে কাজকর্ম করার চেষ্টা করে।


দেখা যায়, যে মানুষ বিবেচনা করছে সে সারাজীবন ধরেই ন্যায় করবে। যে মানুষ কোনো একটা সমস্যা কে ঠিক করার জন্য আপোষ করছে তার উপর গোটা মহলের আশা থাকে যে, সে যাবতীয় সমস্যার সমাধান করে যাবে, আপোষ করবে, মেনে নিবে এবং সকল পরিস্থিতি সামলাবে। প্রয়োজনে কিছু ত্যাগ-তিতিক্ষাও করবে।


বিকজ হি অর শি ইজ দ্য কনসিডারেট ওয়ান।” ঠিক এক দুগ্ধবতী গাভীর মতো।


এই আপোষ আর ত্যাগের মানসিকতা দেখে মানুষ বুঝে যায় যে, লোকটা কনসিডারেট। অবশ্য দুগ্ধবতী গাভী হতে না চাইলে এটা কখনও মানুষরে বুঝতে দেয়া যাবে না।


সংগৃহিত ও পরিমার্জিত

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow