ইএমবিএ করার সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বিজনেস স্টাডিজ অনুষদে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারেন। ৬৬ ক্রেডিট এর এই কোর্সের মেয়াদ দুই বছর।

Feb 11, 2024 - 10:30
Feb 11, 2024 - 17:11
 0  19
ইএমবিএ করার সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ইএমবিএ করার সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বিজনেস স্টাডিজ অনুষদে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারেন। ৬৬ ক্রেডিট এর এই কোর্সের মেয়াদ দুই বছর।


আবেদনের যোগ্যতা

. বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে; বা

. একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩/৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

. শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

. এসএসসি এবং এইচএসসিতে প্রথম শ্রেণী বা বিভাগ বা জিপিএ ৩.৫ এর বেশি হলে ৩ পয়েন্ট, দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ-৩ থেকে ৩.৫এবং তৃতীয় শ্রেণি বা বিভাগে বা এর নীচে থাকলে ২.২৫থেকে ৩-১পয়েন্ট

 

নিচের হিসাব অনুযায়ী শিক্ষাজীবনের সব পরীক্ষায় মোট ৬ পয়েন্ট পেতে হবে

. প্রথম শ্রেণী বা বিভাগের জন্য 3 পয়েন্ট বা দুই বছরের স্নাতক (পাস) ডিগ্রিতে GPA-৩.৫, দ্বিতীয় শ্রেণী বা বিভাগের জন্য 1 পয়েন্ট বা GPA-৩থেকে ৩.৫ এর নিচে এবং তৃতীয় শ্রেণী বা বিভাগ বা GPA-২.২৫ ০ পয়েন্ট প্রথম শ্রেণী বা বিভাগের জন্য ৪ পয়েন্ট বা তিন বছরের স্নাতক (পাস) ডিগ্রিতে GPA-৩.৫, দ্বিতীয় শ্রেণী বা বিভাগের জন্য 3 পয়েন্ট বা GPA-৩ থেকে ৩.৫এর নিচে এবং তৃতীয় শ্রেণী বা বিভাগ বা GPA-২.২৫ ২ পয়েন্ট থেকে


. স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণি বা বিভাগের জন্য 5 পয়েন্ট বা জিপিএ ৩.৫০ এর উপরে, দ্বিতীয় শ্রেণি বা বিভাগের জন্য ৪ পয়েন্ট বা জিপিএ-৩ থেকে ৩.৫ এর নীচে এবং তৃতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ-২। ২৫ থেকে ৩ এর নিচে হলে ২ পয়েন্ট।


. প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে ১ পয়েন্ট গণনা করা হবে

কিভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন: https://www.bsmrstu.edu.bd/dev/sidebar_items/uploaded_files/EMBA_Circular/EMBA_application-Form.pdf 


সম্পূর্ণ আবেদনপত্রটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ (
FBS) EMBA প্রোগ্রামের অনুকূলে অগ্রণী ব্যাংক শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখায় 0200006250430 নম্বরে জমা দিতে হবে এবং ১০০০ টাকা জমার রসিদ সহ।


পরীক্ষার বিষয় এবং মার্ক বিতরণ

ইংরেজিতে ২০ নম্বর, গণিতে ২০ নম্বর, আইকিউ এবং মেন্টাল অ্যাবিলিটি এমসিকিউতে ১০ নম্বর এবং কম্পোজিশনে ১০ নম্বর সহ মোট ৬০ নম্বরের ভর্তি পরীক্ষা ১ ঘন্টায় অনুষ্ঠিত হবে


পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষা: ১১ আগস্ট, সকাল ১১টা থেকে দুপুর ১২টা।

ভাইভা: ১১ আগস্ট, দুপুর ২ টা শেষ হতে

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মোরশেদ ইসলাম আমি বগুড়া আজিজুল হক কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছি।