কাতার বিশ্বকাপের থিম সং গাইবে জনপ্রিয় ব্যান্ড বিটিএস!

বিটিএস হলো ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এই ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে ২ কুল ৪ স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়।

Feb 19, 2024 - 11:00
Feb 19, 2024 - 01:46
 0  47
কাতার বিশ্বকাপের থিম সং গাইবে জনপ্রিয় ব্যান্ড বিটিএস!
কাতার বিশ্বকাপের থিম সং গাইবে জনপ্রিয় ব্যান্ড বিটিএস!

প্রথম প্রকাশ: ৬ আগস্ট, ২০২২

মানুষ হিসেবে সবাই কম-বেশি সঙ্গীত পছন্দ করেন। সভ্যতার শুরু থেকে মানুষ বিভিন্ন কিছুর সুর, শব্দ ও ধ্বনি নিয়ে এক সঙ্গে করে শ্রুতি মধুর ঐক্যতানের সৃষ্টি করেছে। যেটি নানা ধরনের মানুষরাও পছন্দ করতে শুরু করেছে।


ফলে প্রতিনিয়ত নতুন নতুন সুর তৈরির চেষ্টা করে গেছেন এক দল মানুষ। যাদের আমরা ব্যক্তিগতবাবে শিল্পী ও একত্রে ব্যান্ড হিসেবে চিনি। তবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সঙ্গীতের ধরন হলো পপ সঙ্গীত।


বিশ্বের অন্য যেকোনো ধরনের সঙ্গীতের চেয়ে এই ধারার শিল্পীদের নতুন নতুন গান বেশি পছন্দ মানুষের। সেদিক থেকে সবচেয়ে আলোচিত ব্যান্ডের নাম হলো ‘বিটিএস’ বা ‘ব্যাংতান বয়েজ’। কোরিয়ান পপ সঙ্গীতের নতুন শিল্পী, যারা নিজেদের তৈরি গানের মাধ্যমে বিশ্ব সঙ্গীত মঞ্চে সবচেয়ে আলোচিত।


এছাড়া নিজেদের গানের মাধ্যমে অতিতের সঙ্গীতের নানা ধরনের রেকর্ড বার বার ভেঙ্গেছেন তারা। তাদের সবচেয়ে বড় বিষয় হলো জনপ্রিয়তা এবং ফ্যানবেস। যাদের ফ্যানবেস বিশ্বে বিটিএস আর্মি হিসেবে পরিচিত এবং ভক্ত হিসেবে ব্যান্ডের নামে নানা কল্যাণমূলক কাজ করায় আলোচনার শীর্ষে।



বিটিএস
(BTS) পরিচিতি

বিটিএস (কোরীয়: 방탄소년단) যারা বাংতান বয়েজ নামেও পরিচিত, হলো ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে ২ কুল ৪ স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে।


তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। গানের মাধ্যমে তারা সাহিত্য, মনোস্তাত্বিক বিষয় এবং নিজেকে ভালোবাসার গুরুত্ব  তুলে ধরে।


নিজেদের আত্মপ্রকাশের পর ২০১৪ সালে প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক এন্ড ওয়াইল্ড এবং জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ।


কোরিয়ান স্টুডিও এ্যালবামসমূহ

ডার্ক অ্যান্ড ওয়াইল্ড (২০১৪), উইংস (২০১৬), লাভ ইওরসেল্ফ: টিয়ার (২০১৮), ম্যাপ অফ দ্য সোল: ৭ (২০২০), বি (২০২০), জাপানি স্টুডিও এ্যালবামসমূহ, ওয়েকাপ (২০১৪), ইউথ (২০১৬), ফ্যাস ইওরসেল্ফ (২০১৮), ম্যাপ অফ দ্য সোল: ৭ দি জার্নি (২০২০)


বিটিএস (BTS) ভাঙ্গার খবর

বিটিএস এর প্রুফ অ্যালবামের ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের ৯ বছরের যাত্রাকে তুলে ধরে। গানটির মিউজিক ভিডিওতে বিটিএসের আগের গানগুলো থেকে নেওয়া বিভিন্ন দৃশ্যের অনুকরণও দেখানো হয়েছে।


এই নতুন গান প্রকাশের পর তিন দিনে ইউটিউবে গানটির ভিউ ৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে নতুন অ্যালবামের এই সাফল্যের উদ্যাপন মধ্যেই ভক্তদের মন খারাপ করা খবর দিল ব্যান্ডটি। চলতি বছরের ১৩ জুন বিটিএস ব্যান্ড প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১০ জুন ব্যান্ডটি মুক্তি দেয় তাদের নতুন অ্যালবাম প্রুফ।


এরপর গত মঙ্গলবার ছিল ব্যান্ডটির বার্ষিক ‘ফিসটা’ ডিনার। এই ডিনার আয়োজনের পুরোটা বিটিএসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। এই আয়োজনের একটি পর্যায়ে বিটিএসের অন্যতম সদস্য সুগা ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করেন।


কোরিয়ান ভাষায় প্রচারিত পুরো ভিডিওটিতেই ছিল ইংরেজি সাবটাইটেল। সেখানে ২১ তম মিনিটে সুগা কোরিয়ান ভাষায় বলেন, আমরা একটি সাময়িক বিরতিতে যাচ্ছি। তার এ বক্তব্যের সূত্র ধরেই বিটিএস ভেঙে যাওয়ার সংবাদ গণমাধ্যমে উঠে আসে তবে এটি সত্য নয়।


বিটিএস ব্যান্ডের সদস্যদের দেওয়া বক্তব্যগুলোকে ভূলভাবে সংবাদ মাধ্যমে উঠে আসে। কারণ তারা আসলে ভাঙ্গছে না। বরং ব্যান্ডটির সদস্যরা গ্রুপ ও ব্যক্তিগত উভয় প্রজেক্ট নিয়ে কাজ করে যাবে।



বিটিএস
(BTS) সদস্যদের পরিচিতি

আরএম (কিম নামজুন)

আরেম এর জন্ম ১৯৯৪ সালের ১২ ই সেপ্টেম্বর। তিনি দক্ষিণ কোরিয়ান র‌্যাপার, সংগীত রচয়ীতা এবং রেকর্ড প্রডিউসার। তিনি তার স্ট্রেজ নাম আরএম (বয়স ২৭) নামে পরিচিত। তিনি কোরিয়ান বিখ্যাত বয় ব্র্যান্ড ইঞঝ এর একজন সংগীতশিল্পী।


জিন (কিম সকজিন)

কিম সকজিনের বর্তমান বয়স ২৯ বছর। তিনি একজন সংগীত রচয়িতা এবং দক্ষিণ কোরিয়ান গায়ক।



সুগা

মিন ইয়ুঙ্গী যিনি সুগা নামে পরিচিত। তিনি ১৯৯৩ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। দক্ষিণ কোরিয়ান সংগীত লেখক ও র‌্যাপার হিসেবে বেশি পরিচিতি।


জে-হোপ

জং হোসক যিনি জে হোপ নামে পরিচিত। তিনি ২০১৩ সালে কোরিয়ান বিখ্যাত বয় ব্র্যান্ড ব্যাংতান বয়েজে যোগ দেন। তার বর্তমান বয়স ২৭ বছর। এছাড়া তিনি কোরিয়ান নৃত্যশিল্পীও বটে।


জিমিন

পার্ক জিমিন যিনি জিমিন নামে পরিচিত। এশাধারে সঙ্গীত রচয়িতা, গায়ক ও নৃত্যশিল্পী। বর্তমানে তার বয়স ২৯ বছর।


ভি

কিম তেহিয়ক যিনি ভি নামে পরিচিত। তিনি কোরিয়ান গায়ক, অভিনেতা ও সঙ্গীত রচয়িতা। বর্তমানে তার বয়স ২৫ বছর মাত্র।


জংকুক

জন জংকুক যিনি তার স্টেজ নাম জংকুক নামে বেশি পরিচিত। তিনি হাজার ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বিটিএস এর সকল সদস্যের মধ্যে কনিষ্ঠতম। তার বর্তমান বয়স ২৪ বছর।


কাতার বিশ্বকাপের গান নিয়ে আসছে বিটিএস (BTS)

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার আসর হলো ফুটবল বিশ্বকাপ। আর কয়েক মাস পরেই শুরু হবে ফুটবলের লড়াই। এই আসরের বল, ব্যানার, পোস্টার ও থিম সং নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই।


এই রকম বিশ্বের অন্যতম বড় আসরে গান নিয়ে আসছে বিটিএস। এটি শোনার পর থেকে ফুটবল ও ব্যান্ডের ভক্তদের মধ্যে আনন্দের শেষ নেই। কারণ কিছুদিন আগে ব্যান্ডটি ভাঙ্গা খবরে ভক্তদের মাঝে হাহাকার শুরু হয়েছিলো।


কিন্তু ফুটবল বিশ্বকাপে তাদের গান থাকবে এটি শোনার পর থেকে ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চর হয়েছে। ব্যান্ড দল ভাঙ্গা খবর শোনা গেলেও কোরীয় বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের শুভেচ্ছাদূত হিসেবে প্রায়ই দেখা যায় বিটিএস সদস্যদের।


ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষকও এই হুন্দাই। আর তাদের উদ্যোগেই এই গানটি তৈরি করা হবে বলে জানাচ্ছে বিশ্ব গণমাধ্যম। হুন্দাইয়ের গ্লোবাল ক্যাম্পেইনের অংশ হিসেবে ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য গান তৈরি করবে বিটিএস।


‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামের এই ক্যাম্পেইনে বিটিএস ছাড়াও যুক্ত থাকবেন ইংলিশ ফুটবল কিংবদন্তি এবং বর্তমান অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড, কোরীয় ফুটবলার পার্ক জি সুং, ইউনেস্কোর শুভেচ্ছাদূত নাদিয়া নাদিম, ফ্যাশন ডিজাইনার জেরেমি স্কট, বিখ্যাত ভাস্কর লরেঞ্জো কুইন।

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

আব্দুস সবুর (লোটাস) ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রতিনিয়ত নতুন কিছু জানার চেষ্টায় রয়েছি। নিজের অভিজ্ঞতা, চিন্তা ও ভাবনাগুলো লিখতে ভালোবাসি।