আইইএলটিএস ছাড়া জার্মানির বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

আইইএলটিএস ছাড়া জার্মানির বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সুযোগ। জার্মানি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য আর আইই এলটিএস এর প্রয়োজন নেই। এই সকল বিশ্ববিদ্যালয় ভর্তির নিয়ম কানুন জানান। এ ব্যাপারে আরো জানতে আমাদের আর্টিকেলটি পড়ুন।

Feb 11, 2024 - 13:30
Feb 11, 2024 - 18:13
 0  46
আইইএলটিএস ছাড়া জার্মানির বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ
আইইএলটিএস ছাড়া জার্মানির বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

আপনি নিজে জানলে অবাক হবেন যে জার্মানির কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ করে দেয়া হয়েছে। সকল দেশের ক্ষেত্রে খেয়াল করলে দেখা যায় সে সকল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আই ই এল টি এস এর একটি প্রক্রিয়া সম্পন্ন করার পর সেই সকল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।


এখন যে ইউনিভার্সিটি গুলোর কথা বলতে চলেছি এগুলোতে মূলত আইইএলটিএস এর কোন প্রয়োজন পড়ে না বরং আইইএলটিএস ছাড়াই এ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যায়। তবে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আই এল টিএস এর পরিবর্তে তাদের নিয়মে তারা একটি পরীক্ষা নিয়ে থাকে এবং পরীক্ষার কৃতকার্য শিক্ষার্থীদের তারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সুযোগ করে দেয়।


আবার কোন কোন সময় ভর্তির পর থেকেই মিলে যায় বৃত্তি পাওয়ার সুযোগ। তবে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর মূলত এই বৃত্তি পাওয়ার সুযোগ টা বেশি থাকে। পড়াশোনা শেষে বিভিন্ন নামিদামি কোম্পানিতে চাকুরীর নিশ্চয়তা এখান থেকে পাওয়া যায় বলে জানা যায়।


সেই সকল নামি দামি ব্র্যান্ডের মধ্যে রয়েছে মার্সিডিজ, ভক্সওয়াগন এবং বিএমডব্লিউ এর মতন দামি দামি কোম্পানিগুলো। ভর্তির জন্য ২০২৪ সালে মূলত বিদেশী শিক্ষার্থীরা এ সকল সুযোগ পাবে।


জার্মানিতে আপনি কেন পড়বেন?

উচ্চ শিক্ষার গন্তব্য হিসেবে মূলত জার্মানিকে বেছে নেওয়ার কয়েকটি কারণ রয়েছে কারণগুলো নিজে উল্লেখ করা হলো।


. ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ডেন্টাল, আর্কিটেকচার, কম্পিউটার, ব্যবসা ও আইন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে এখানে।

. শীর্ষস্থানীয় এই সকল জার্মান বিশ্ববিদ্যালয় বৃত্তির সুযোগ দেওয়া হয়েছে এবং স্নাতক এর পর এখানে মূলত চাকুরীর নিশ্চয়তা দিয়ে থাকে।

. মানের দিকে তুলনা করতে গেলে এখানে আন্তর্জাতিক মানের পাঠক্রম পদ্ধতিতে পাট দান করা হয়ে থাকে।

. এছাড়া জার্মানি ভাষা বিনামূল্যে শিখার সুযোগ রয়েছে। আর জার্মানি ভাষা শেখার ফলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা অনেকটাই সহজতর হবে।

. জার্মানিতে এসে একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে কারণ আপনি সেখানে DAAD বৃত্তি পেতে অনেকটাই সুবিধা পাবেন।


আইএলটিএস ছাড়া যেখানে পড়া যাবে

মূলত বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য আই এল টি এস করতে হয়। আইএলটিএস হলো এক ধরনের পরীক্ষা যেখানে ইংরেজি ভাষার উপরে নিজের অভিজ্ঞতার বিষয়টা যাচাই-বাছাই করা হয়ে থাকে।


বিশ্বের প্রায় সব দেশে এই ব্যাপারটা হয়ে থাকলেও ইউরোপের দেশ জার্মানিতে কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে মূলত আইএলটিএস এর কোন প্রয়োজন পড়ে না।


তারা সরাসরি বাইরের দেশের শিক্ষার্থীদের আইএলটিএস ছাড়াই তাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দেয়। এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম নিচে উল্লেখ করা হলো।

 

           ইউনিভার্সিটি অব সিয়েজেন।

           ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন।

           ইউনিভার্সিটি অব গিজেন।

           ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন।

           ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ এন্ড ল্যান্ডউ।

           এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সাইন্স।

           ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অফ টেকনোলজি।


উপরে উল্লেখিত সকল বিশ্ববিদ্যালয় মূলত আইএলটিএস ছাড়াই সরাসরি ভর্তি হওয়া যাবে। এখানে সকল বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পরীক্ষার পদ্ধতি মাধ্যম দ্বারা শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি করে নিয়ে থাকে।


আইইএলটিএস এর বিকল্প তাহলে কি?

অনেকেরই ধারণা থাকতে পারে আইইএলটিএস ছাড়া তাহলে কিভাবে এ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যাবে তবে জেনে নেই চলুন। মূলত ভাষা দক্ষতার উপরেই এই পরীক্ষাটি নিয়ে থাকে।


১.
ইংরেজি ভাষার দক্ষতার উপরে একটি সার্টিফিকেট সেই বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে। এ সার্টিফিকেটটি মূলত হবে যে প্রতিষ্ঠান থেকে সে ব্যক্তি ইংরেজি ভাষার উপরে কোন কোর্স করেছে।

২. কোন ইংরেজি মাধ্যম থেকে শিক্ষার্থী যদি স্নাতক করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে শিক্ষার্থীর আই এর কোন প্রয়োজন পড়বে না।

৩. আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে ভাইবার মত সরাসরি শিক্ষার্থীদের সাথে কথোপকথন এর মাধ্যমে তার ইংরেজি ভাষার উপরে দক্ষতা যাচাই-বাছাই করে তারা মূলত শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি করে নেই।


ইউরোপের বিশ্ববিদ্যালয় গুলোতে বাহিরের দেশের শিক্ষার্থীদের পড়াশোনা করতে যাওয়ার বিষয়টা অনেক আগে থেকে লক্ষণীয় হয়ে আসছে। আর বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপের ভিতরে তাদের পড়াশুনা শেষ করার উদ্দেশ্যে যাওয়ার জন্য যেন মুখিয়ে থাকে।


কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আইইএলটিএস এর ব্যাপারটি। কারণ ১০ মার্কের একটি পরীক্ষা হয় যেখানে সিক্স পয়েন্ট ফাইভ এর উপরে মার্ক থাকতে হয় তবেই একজন শিক্ষার্থী মূলত এ সকল দেশের বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারে। কিন্তু ইউরোপের দেশ জার্মানিতে একটু ভিন্ন ধরনের কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তাদের ছাত্রছাত্রী ভর্তি করানোর নিয়মটাও একটু ভিন্নরকম।


সেখানে নেই আইইএলটিএস এর ঝামেলা। খুব অল্প কিছু নিয়ম কানুন মেনে এই বিশ্ববিদ্যালয় গুলো তাদের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়া থাকে। এমন শীথিল যোগ্য হওয়ার দরুন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখন এই সকল বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করছে এবং এই বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হয়েও যাচ্ছে।


ঠিক তেমনিভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সংবাদটি বয়ে আনতে পারে অনেক ভালো একটি দিক। তাই আর দেরি না করে এ ব্যাপারে সঠিক তথ্য গ্রহণ করে জার্মানির এই সকল বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যেতে পারেন।


এ সকল বিশ্ববিদ্যালয়ে বাইরের দেশের ছাত্রদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি রয়েছে বৃত্তি প্রদান এর মত বিশাল বিশাল সুযোগ সুবিধা। যেখান থেকে বাহিরের দেশের শিক্ষার্থীরা অনেকটাই সুবিধা পাবে বলে আশা করা যায়।


ছবি: Image by Freepik

আপনার প্রতিক্রিয়া কি?

like

dislike

love

funny

angry

sad

wow

মো: বুলবুল আহমেদ ছাত্র, আজিজুল হক কলেজ